ঘুরে আসুন রবীন্দ্র স্মৃতি বিজড়িত তিন পাহাড়


 
ঘুরে আসুন রবীন্দ্র স্মৃতি বিজড়িত তিন পাহাড় 


  বীরভূমে আমরা হয়তো অনেকবার গেছি, কিন্তু তিন পাহাড়ের কথা আমরা সেভাবে জানি না। শান্তিনিকেতনে শুধুমাত্র দেশ বা রাজ্যের মানুষ নয়, বিদেশ থেকেও বহু পর্যটক ছুটে আসেন। কিন্তু বহুবার বীরভূমে এসেও ৮০ শতাংশ পর্যটকই দেখেননি এই অঞ্চলের  তিনপাহাড়। বোলপুরের শান্তিনিকেতন স্টেশন থেকে নেমে মাত্র ১০ টাকায় পৌঁছে যেতে পারবেন এই তিনপাহাড়ে! 


  তবে পাহাড়ের নাম শুনে যে ছবিটা চোখের সামনে ভাসছে, এই পাহাড় কিন্তু একদমই সেরকম পাহাড় নয়। এই তিনপাহাড় বোলপুর শান্তিনিকেতনের মধ্যে এক ঐতিহ্যবাহী জায়গা। তিনপাহাড় অর্থাৎ তিনটি নুরির ধাপ দিয়ে তৈরি করা রয়েছে একটি পাহাড় যার মধ্যে অবস্থিত একটি প্রাচীন বটগাছ। এই গাছটি রোপণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। প্রথম যখন তিনি শান্তিনিকেতন আসেন, তখন তিনি এই গাছটি রোপন করেন। এই গাছটি যখন বড় হয়, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি নুরি দিয়ে গাছটিকে সুন্দর ভাবে বাঁধিয়ে দেন। এই গাছের তলে বসে বহু কবিতা লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর!

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস