১২ বছর পরে গাইঘাটার রাধা গোবিন্দের মন্দির খুলতে চলেছে
১২ বছর পরে গাইঘাটার রাধা গোবিন্দের মন্দির খুলতে চলেছে
এক বছর বা দু'বছর নয়, টানা ১২ বছর বন্ধ ছিল এই মন্দির। লড়াই করে এলাকার দেবগৃহ বাঁচিয়ে এখন মন্দিরে চলছে পুজো শুরুর আয়োজন। জানা যায়, ১৯৯৭ সালে তৈরি হওয়া রাধাগোবিন্দ জিউ ঠাকুরের মন্দির ২০১২ সালে নানা সমস্যার সম্মুখীন হয়। বন্ধ হয়ে যায় দেবগৃহের দরজা। ফলে পুজোও বন্ধ হয়ে যায় মন্দিরে।পরবর্তীতে জায়গা জমি সংক্রান্ত সমস্যাও দোসর হয় মন্দির খোলার ক্ষেত্রে। অবশেষে প্রায় ১২ বছর পর দরজা খুলতে চলেছে এলাকার এই দেবগৃহের। খুশি গাইঘাটার খেজুরবাগান এলাকার মানুষজন।
দীর্ঘদিন বন্ধ থাকার ফলে মন্দির ভরে গিয়েছিল আগাছায়। অবশেষে সোমবার গ্রামবাসীরা একত্রিত হয়ে বন্ধ থাকা মন্দিরের আগাছা পরিষ্কার করে পুজোর তোরজোড় শুরু করেছেন। ঠিক করা হয়েছে আগামী ১১ তারিখ থেকে আবারও মন্দিরে নিয়মিত হবে নিত্যপুজো। এলাকার মানুষজন আবারও দর্শন পাবে রাধাগোবিন্দ জিউর।
.jpeg)
Comments
Post a Comment