কঠিন মস্তিষ্কের রোগে ভুগছেন সলমন


সলমন  খান                                    ফটো সৌজন্যে :-ইন্টারনেট

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

  নিবার রাতে নেটফ্লিক্সে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর তৃতীয় সিজনের প্রথম পর্ব সম্প্রচারিত হয়। নতুন সিজনের প্রথম অতিথি ছিলেন সলমান খান। ৫৯ বছর বয়সী সলমনের সঙ্গে কপিল শর্মা যখন বিয়ে নিয়ে কথা বলেন, তখন সলমন জানান বিবাহ এবং বিবাহবিচ্ছেদ মানসিক এবং আর্থিকভাবে মেনে নিয়ে নতুন শুরু সহজ নয়। তারপরেই তিনি তাঁর অসুখের কথা জানান। বলেন, তিনি পাঁজর ভাঙা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ব্রেন অ্যানিউরিজম এবং এভি ম্যালফর্মেশনের মতো গুরুতর রোগে ভুগছেন। তবে নিজেকে তিনি সাহসী বলে দাবি করেছেন।

ইদানিং তাঁর মূল সমস্যা মস্তিষ্কের। মস্তিষ্কের রক্তনালীর দুর্বল স্থানটি যদি বেলুনের মতো ফুলে ওঠে, তখন মস্তিষ্কের অ্যানিউরিজম হয়। যদি এটি খুব বড় হয়ে যায়, তাহলে এটি ফেটে যেতে পারে এবং মস্তিষ্কে রক্তপাত হতে পারে। এটি একটি গুরুতর অবস্থা, যা প্রাণঘাতীও হতে পারে। 



Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস