'ডর' ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল আমিরকে

ফটো সৌজন্যে :-ইন্টারনেট

 নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

ই সপ্তাহে মুক্তি পাবে আমির খান অভিনীত ‘সিতারে জমিন পর’ ছবিটা। বলিউডের তিন খান হলেন শাহরুখ খান, সলমন খান আর আমির খান। সম্প্রতি একটা পডকাস্টে, আমির খান জানালেন, যে ছবি শাহরুখ খানের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেটা আসলে করার কথা ছিল আমির খানের। কিন্তু আমির খানকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এই ছবি থেকে। এর ফলে অবশ্য তার জীবনে অসাধারণ সাফল্য নেমে আসে। আমিরের কথায়, ”’ডর’ থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কারণ আমি সানি দেওলের সঙ্গে চিত্রনাট্য শুনতে চেয়েছিলাম। আমি মনে করি, যদি ছবিতে দু’টো চরিত্র থাকে, তা হলে একসঙ্গে বসে চিত্রনাট্য শুনলে সুবিধা হয়। কিন্তু যশ চোপড়া সে কথা শোনার পর আমাকে ছবিটা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। ‘আন্দাজ আপনা আপনা’ করার সময়ে সলমনের সঙ্গে চিত্রনাট্য শুনতে চেয়েছিলাম একইভাবে। প্রথম ক’ দিন ওঁর সময় হয়নি। তারপর আমরা একসঙ্গে বসে চিত্রনাট্য শুনেছিলাম।” যেহেতু শাহরুখ খানের বলিউডে উত্থান ‘ডর’ ছবির হাত ধরে, তাই শাহরুখ খানের কিছু অনুরাগী এই তথ্য সামনে আসার পর আবার মজা করে লিখেছেন, ভাগ্যিস আমির বাদ পড়েছিলেন এই ছবি থেকে। না হলে শাহরুখের জন্য বড় ক্ষতি হয়ে যেত।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস