শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিনিধি : 

তিহ্যবাহী শ্রীরামপুর সংযুক্ত 'The Levitating Saint' নগেন্দ্রনাথ ভাদুড়ী - যিনি ভাদুড়ী  মহাশয় নামেও সুপরিচিত - সেই মহর্ষি নগেন্দ্রনাথের সঙ্গে। এখানেই ছিল তাঁর মামার বাড়ি। সেই সূত্র ধরেই গত ৯ জুন শ্রীরামপুর পুরসভার সম্মানীয় পুরপ্রধান গিরিধারী সাহার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের পক্ষ থেকে মহর্ষির প্রপৌত্রী শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁরাই মহর্ষি নগেন্দ্রনাথের বাণী ও জীবনী গ্রন্থ পুরপ্রধানের হাতে তুলে দেন। এ বিষয়ে শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় জানান, পুরপ্রধানের সঙ্গে কথা বলে আমরা খুব খুশি হয়েছি। আমরা শ্রীরামপুর জুড়ে মহর্ষিদেবের জীবন ও আদর্শ প্রচারে দ্রুত আত্মনিয়োগ করব।

গিরিধারী সাহার সঙ্গে শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়






Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস