'ওরা আমাকে নোবেল দেবে না'- আক্ষেপ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প                   ফটো সৌজন্যে :-ইন্টারনেট

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

শান্তিতে নোবেল পাওয়ার একটা সুপ্ত বাসনা ট্রাম্পের বহু বহুদিন ধরেই। কিন্তু হচ্ছে না। এবার বিশ্বর কাছে প্রমান করতে চাইছে যে ভারত-পাকিস্তানের যুদ্ধ বিরতি তিনিই করিয়েছেন। যদিও ভারত তার অস্বীকার করেছে। এই পরিস্থিতিতেই ‘বন্ধু’ পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করলেও তাঁকে ওই সম্মান দেওয়া হবে না বলেই মনে করছেন তিনি। কটাক্ষের সুরে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, “ওরা আমাকে নোবেল দেবে না। ওটা শুধু উদারবাদীদের দেওয়া হয়।” এর আগে ২০২০ সালে একবার নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করা হয়েছিল। সেবার মার্কিন প্রেসিডেন্ট নোবেল পাননি। ট্রাম্প মনে করছেন, যোগ্য হলেও এবারও তাঁকে বঞ্চিত করা হবে। 

ওই পুরস্কার পাওয়া নিয়ে আক্ষেপের কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ট্রাম্প বলে গিয়েছেন, ইতিমধ্যেই অন্তত চার-পাঁচটা নোবেল তাঁর পাওয়া উচিত ছিল। তিনি ভারত পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন করেছেন। কঙ্গো, রোয়ান্ডার মধ্যে শান্তি স্থাপন করেছেন। সার্বিয়া-কসোভোর যুদ্ধ থামিয়েছেন। মিশর-ইথিয়োপিয়ার মধ্যে শান্তি বজায় রেখেছেন। সব মিলিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি বড়ো ভূমিকা নিয়েছেন।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস