আজকের আবহাওয়া
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
বৃষ্টি ও গরম সমান তালে চলেছে। শুক্রবার দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। তবে গরম তেমন কমেনি।
হাওয়া অফিস জানাচ্ছে, শনিতেও দক্ষিণের বেশ কিছু জেলায় বর্ষণের (Rain) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই পূর্বাভাস, সপ্তাহান্ত পার হতে না হতেই ফের শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। শুক্রবার সন্ধ্যায় কলকাতা ও তার সংলগ্ন বেশ কিছু অঞ্চলে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। এর ফলে ভ্যাপসা, অস্বস্তিকর গরম থেকে খানিকটা রেহাই মেলে। তবে শনিবার সকাল থেকে ফের রোদ ঝলমলে আকাশ। হাওয়া অফিস যদিও জানাচ্ছে, আজও দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। শুক্রবারের পর আজও ভিজতে পারে কলকাতা। দক্ষিণের (South Bengal) সব জেলায় বৃষ্টি না হলেও উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহান্ত পার হতে না হতেই ফের শুষ্ক আবহাওয়ার পরিবেশ ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড়বৃষ্টি (Rainfall Alert) হওয়ার সম্ভাবনা কম। আগামী সপ্তাহের প্রথম দিন তথা সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টি কমবে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলেছে। বেশ মনোরম পরিবেশ। আরও কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলেই আবহাওয়া অফিস জানিয়েছে।

Comments
Post a Comment