উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি : 

তিহ্যবাহী উত্তরপাড়া সংযুক্ত 'The Levitating Saint' নগেন্দ্রনাথ ভাদুড়ী - যিনি ভাদুড়ী  মহাশয় নামেও সুপরিচিত - সেই মহর্ষি নগেন্দ্রনাথের সঙ্গে। শোনা যায়, এখানে  একসময় তিনি ব্রাহ্ম ধর্মের, পরবর্তীতে সনাতন ধর্মের প্রচার এবং প্রসারে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। সেই সূত্র ধরেই ১৪ জুন উত্তরপাড়া কোতরং পুরসভার সম্মানীয় পুরপ্রধান দিলীপ যাদবের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের পক্ষ থেকে মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রী শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁরা মহর্ষি নগেন্দ্রনাথের বাণী ও জীবনী গ্রন্থ এবং মহর্ষি নগেন্দ্রনাথের লিখিত গ্রন্থাবলী পুরপ্রধানের হাতে তুলে দেন। 

দিলীপ যাদবের সঙ্গে শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় এবং ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায়

এ প্রসঙ্গে পুরপ্রধান দিলীপ যাদব জানান, ''মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের মানুষরা আমাদের পুরসভায় এসেছেন এজন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি এটা জেনে কৃতজ্ঞ হলাম যে, আমি যে শহরের জনপ্রতিনিধি সেখানে বহু মানুষ - যাঁদের অবদানে এই শহর গড়ে উঠেছিল, পদধূলিতে ধন্য হয়েছিল এই শহর - নগেন্দ্রনাথও তাঁদের মধ্যে একজন। আমরা নিশ্চিতভাবে তাঁর স্মরণেও যদি কিছু করে উঠতে পারি - আপনাদের সাহায্য নিয়ে, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব।'' 

এদিকে, এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর বলেন, ''মহর্ষি নগেন্দ্রনাথের ভাবাদর্শ প্রচারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা পরবর্তীতে এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেব।''



Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস