পরমব্রত বাবা হলেন

 


পরমব্রত বাবা হলেন 


  বশেষে অপেক্ষার অবসান। পুত্রসন্তানের বাবা হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। রবিবার সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী পিয়া চক্রবর্তী। দুই থেকে তিন হলেন পরম-পিয়া। ২০২৩-এর শেষের দিকে ভালবেসে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। এবার নতুন দায়িত্ব পালনের পালা। দিন কয়েক আগে মাতৃত্বকালীন ছুটির আগে সহকর্মীরা সাধ খাইয়েছিলেন পিয়াকে। স্বামী পরমও কাজের মাঝেই যত্ন নিচ্ছিলেন গর্ভবতী স্ত্রীর।


গত ফেব্রুয়ারিতে নেটমাধ্যমে সন্তান আসার খবর জানিয়েছিলেন তারকা-দম্পতি। জানিয়েছিলেন চলতি বছরেই আসতে চলেছে সন্তান। বিয়ে সেরেই আয়ারল্যান্ডে গিয়েছিলেন পরমব্রত-পিয়া। সেখান থেকে সময় করে ঘুরে এসেছেন বোলপুর, পুরুলিয়া, শৈলশহরেও। এবার জীবনের নতুন অধ্যায় শুরুর পালা।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস