যুদ্ধ বিদ্ধস্ত ইরান থেকে নেপাল, শ্রীলংকার মানুষদের ফিরিয়ে আনছে ভারত
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
দক্ষিণ এশিয়ায় আবার ত্রাতার ভূমিকায় ভারত। যুদ্ধে উন্মত্ত ইরানের আটকে রয়েছে বহু নেপাল ও শ্রীলঙ্কার মানুষ। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ওই দুই দেশের পক্ষ থেকে ভারতের কাছে আবেদন করা হয়েছে। ভারত সেই আবেদনে সারা দিয়ে তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। শনিবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, নেপাল ও শ্রীলঙ্কা সরকারের অনুরোধে অপারেশন সিন্ধুর মাধ্যমে এবার ইরানে আটকে পড়া সেদেশের নাগরিকদেরও উদ্ধার করে দেশে ফেরাবে ভারত। নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ইতিমধ্যেই একটি হেল্প লাইন নম্বরও চালু করেছে ইরানের ভারতীয় দূতাবাস। ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে গত বুধবার যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে নয়াদিল্লি।
ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করে। ওই বিমানে ছিলেন ২৯০ জন ভারতীয়। শনিবার সকালে আরও একটি বিমান নেমেছে দিল্লিতে। আজ সন্ধেয় আরও একটি বিমান দিল্লিতে নামার কথা। দিল্লি থেকে ওই নাগরিকদের নিজ নিজ রাজ্যে ফেরাবেন সেই সেই রাজ্যের সরকার। সব মিলিয়ে পড়ুয়া এবং তীর্থযাত্রী মিলিয়ে প্রায় হাজারখানেক ভারতীয় ইরানে আটকে। বুধবার এক বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘অপারেশন সিন্ধু’র প্রাথমিক পর্বে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে যুদ্ধজর্জর ইরান থেকে সরিয়ে আনা হয়েছে। শুক্র ও শনিবার সিংভাগ ভারতীয়ই দেশের মাটিতে পা রাখতে পারবেন বলে আশাবাদী বিদেশমন্ত্রক। এই পরিস্থিতিতে এবার নেপাল-শ্রীলঙ্কার নাগরিকদেরও ফেরানোর সিদ্ধান্ত নিল ভারত।

Comments
Post a Comment