জন্ম-তিথি পালন
কলকাতার রামমোহন রায় রোডের সনাতন ধর্ম প্রচারিণী সভা, শ্রীশ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের পক্ষ থেকে ২২ জুন পালিত হল যোগ-ভক্তি মার্গের সিদ্ধ সাধক ভাদুড়ী মহাশয় অর্থাৎ মহর্ষি নগেন্দ্রনাথের ত্যাগী শিষ্য, মঠের প্রথম মোহন্ত ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর তিরোধান তিথি।
এদিন ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী প্রসঙ্গে বক্তব্য রাখেন ড. রবীন্দ্রনাথ কর। মহর্ষি নগেন্দ্রনাথ লিখিত পরমার্থ সংগীত পরিবেশন করেন রাজা মুখোপাধ্যায় এবং মঠের আবাসিক ছাত্ররা। এই উপলক্ষে ছিল বিশেষ পূজা, ভাগবত পাঠ এবং প্রসাদ বিতরণ। ভাগবত পাঠ করেন দীনবন্ধু দাস। সঞ্চালনায় ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।
এ প্রসঙ্গে মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রীর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, 'ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ ছিলেন মহর্ষি নগেন্দ্রনাথের ছায়া সঙ্গী। মহর্ষি নগেন্দ্রনাথের পরম্পরার যোগ-ভক্তি মার্গের এই সিদ্ধ সাধক হঠ যোগ সাধনায় সিদ্ধি লাভ করেন। আমাদের মঠ এবং মিশনের পক্ষ থেকে অন্যান্য বছরের মতো এবারও গভীর শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করা হল মঠের প্রথম মোহন্ত ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজের তিরোধান তিথি।'
------------
ছবি সৌজন্যে : শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশন, কলকাতা


Comments
Post a Comment