বসিরহাটে চুরি হয়ে গেলো ৮ টন আম
বসিরহাটে চুরি হয়ে গেলো ৮ টন আম
'আম' মানেই বাঙালির আবেগ। আম ভালোবাসেনা এমন এমন বাঙালি নেই। আর এখন চলেছে আমের ভরা মরসুম। প্রতি বছর গ্রীষ্ম এলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই আম দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। কৃষকের ঘরে আসে হাসি, ব্যবসায়ীর ব্যাগে আসে টাকাপয়সা। কিন্তু এ বছর বসিরহাটের বেঁকি বাজারের চিত্রটা ঠিক উল্টো। সেখানে এখন শুধুই হতাশা, ক্ষোভ, আর অবিশ্বাস। কারণ, প্রায় ৮ টন পাকা হিমসাগর আম হঠাৎ করেই গায়েব হয়ে গেছে বিহারে পাঠানোর পথে। এই ঘটনার পর শুধু ব্যবসায়ীই নয়, চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বেশ কিছু আম চাষি। ইদের মুখে এমন এক ঘটনায় গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভ। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বেঁকি বাজারের পরিচিত আম ব্যবসায়ী মোর্তজা মোল্লা।
প্রতি বছরের মত এই বছরও তিনি স্থানীয় আম চাষিদের কাছ থেকে পাকা হিমসাগর আম কিনে ট্রাকে বোঝাই করে পাঠাচ্ছিলেন বিহারের বেথুয়া বাজারে। বিহারের আম ক্রেতা অগ্রিম ৩.৫ লক্ষ টাকা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করেন। ট্রাক ভাড়া বাবদ ২৫ হাজার টাকাও আগাম দেওয়া হয় গাড়ির মালিককে। এরপর রাত্রি ১০টা নাগাদ ট্রাকটি রওনা দেয়। কিন্তু মাঝরাত গড়াতেই অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। চালকের ফোন বন্ধ। জিপিএস অচল, গাড়ির কোনো অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। পরদিন সকাল হতেই সন্দেহ দানা বাঁধে। একাধিকবার ফোন করা হলেও চালক বা গাড়ির মালিকের সঙ্গে আর কোন যোগাযোগ সম্ভব হয়নি। আম ব্যবসায়ী জানান “আমগুলো একদম রেডি ছিল। প্যাকিং সঠিকভাবে হয়েছে, চালকও পরিচিত লোকদের মাধ্যমেই এসেছে। কিন্তু এখন মনে হচ্ছে, ওদের প্ল্যান আগেই ছিল। আমরা কৃষকদের টাকা দিতে পারছি না, ইদের আগে এমন ধাক্কা কোনভাবে সামলানো সম্ভব নয়।”

Comments
Post a Comment