রথের দিন নতুন চমক আনছে দিঘার জগন্নাথ ধাম

দিঘার রথ                            ফটো সৌজন্যে :-ইন্টারনেট

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

থযাত্রা আসন্ন। ইতিমধ্যে দিঘার জগন্নাথ দেবের ছবি সহ প্রসাদ পৌঁছে যাচ্ছে বিভিন্ন বাড়িতে। এবার রথযাত্রার থাকছে বহু চমক। জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ধাঁচেই রথযাত্রার দিন যাবতীয় আয়োজন রেখেছে প্রশাসন। সাধারণ দর্শনার্থীদের জন্য পুরনো দিঘা থেকে নতুন দিঘা পর্যন্ত রাখা হবে বেশ কিছু পানীয় জলের ক্যাম্প। পিএইচির তরফ থেকে জলের পাউচ বিতরণ করা হবে ওই সমস্ত ক্যাম্প থেকে। দর্শনার্থীদের সাহায্যের জন্য প্রায় দশ'টির মত ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার করা হবে। এছাড়াও নিরাপত্তার জন্য বাইরের জেলাগুলি থেকেও আসবে অতিরিক্ত পুলিশ। রথযাত্রায় যাতে বিদ্যুতের কোনওরকম অসুবিধে না হয় সে বিষয়ে নিয়েও আলোচনা হয়।

জগন্নাথ ভক্তদের মতে, রথের রশি স্পর্শ করলে পূর্ণ অর্জন হয়। তাই দিঘার রথে যে বিপুল জনসমাগম হবে ইতিমধ্যে নবান্নের বৈঠক থেকে তার আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মন্দিরের ভেতরে দর্শনার্থীদের জন্য তৈরি করা হবে বাঁশের ব্যারিকেড। মূল গেট দিয়ে প্রবেশ করে দর্শনার্থীদের ৬ এবং ৭ নম্বর গেট দিয়ে বেরানোর ব্যবস্থা করা হবে। বৈঠক শেষে মন্ত্রী জানান,'স্বাস্থ্য দফতরের তরফ থেকে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত থাকবে বেশ কয়েকটি মেডিক্যাল ক্যাম্প। সেখানে চিকিৎসকদের পাশাপাশি রাখা হবে প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধপত্র। দশটির বেশি দমকল এবং অ্যাম্বুলেন্স থাকবে রথযাত্রার সময়। এছাড়াও সকলে যাতে রশিতে স্পর্শ করতে পারে সেজন্য দীর্ঘ এক কিলোমিটার বিছানো থাকবে রথের রশি। গোটা রথযাত্রার সময় নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে প্রায় তিন হাজার ফোর্স।'

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস