সোনারপুরে তৈরি হল প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র

ফটো সৌজন্যে :-ইন্টারনেট

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

সোনারপুর ব্লকের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ উদ্বোধন হল, তৈরি হল প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাটাগাছিতে গড়ে উঠল এই কেন্দ্র, যা এই ব্লকের মধ্যে প্রথম। শুধু সোনারপুর নয়, পাশাপাশি জয়নগর এক ও জয়নগর দুই নম্বর ব্লকের প্লাস্টিক বর্জ্যও এখানে প্রক্রিয়াকরণ করা হবে। এই কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন বারুইপুর মহকুমার মহকুমাশাসক, সোনারপুর দক্ষিণের বিধায়ক ও সোনারপুর উত্তরের বিধায়ক। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত জরুরি এবং সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হতে হবে।

প্রায় ২৩ কাঠা জমির উপর গড়ে ওঠা এই প্রকল্পে কাজ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রথম ধাপে পরিকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। সম্পূর্ণ কেন্দ্রটি গড়ে তুলতে আনুমানিক ৩২ লক্ষ টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে। কেন্দ্রটি চালু হলে বৃহত্তর এলাকার প্লাস্টিক বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াকরণ করে পরিবেশকে রক্ষা করা সম্ভব হবে। সরকারি উদ্যোগে প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি সাধারণ মানুষকেও এতে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস