কাকদ্বীপ, নামখানার মৎস্যজীবীরা প্রস্তুত গভীর সমুদ্রে যাবার জন্য
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
আগামী ১৪ জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে মৎস্যজীবীরা। তার আগে ট্রলার মেরামতি, জাল সারাইয়ের মতো কাজগুলি সেরে রাখে মৎস্যজীবীরা। মাছ ধরার মরশুমে যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই জন্য। মাঝে বৃষ্টির জন্য কাজে একটু অসুবিধা হলেও এই আবহাওয়ার পরিস্থিতি দেখে মৎস্যজীবীরা দেখে খুবই খুশি। বর্তমানে পূবালি হাওয়াও বইছে। ছোট মৎস্যজীবীরা যারা নদীতে জাল ফেলেন তারাও ইলিশের দেখা পাচ্ছেন। ফলে ইলিশ নিয়ে আশায় বুক বাঁধছেন সকলেই। এবছর বর্ষার মরশুম আগে এসে যাওয়ায় মৎস্যজীবীদের জালে বেশি পরিমাণে ইলিশ পড়বে, এই আশাতেই বুক বাঁধছেন মৎস্যজীবীরা। গতবছর ইলিশের দেখা মেলেনি। ফলে ক্ষতি হয়েছিল অনেকটাই।
এবছর সেই ক্ষতিপূরণ হবে বলে মনে করছেন তাঁরা। বর্তমানে ইলিশ ধরার জন্য আবহাওয়া অনুকূল রয়েছে উপকূলে। এইরকম আবহাওয়া থাকলে ইলিশ সহজেই ধরা পড়বে। এই আবহাওয়া দেখে সমুদ্রে যাওয়ার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে মৎস্যজীবীরা। মৎস্যজীবী সংগঠনের সদস্য অলোক হালদার জানান, এ বছর বর্ষা অনেক আগে চলে এসেছে। ফলে ইলিশের দেখা মিলবে। নদী ও সমুদ্রের মোহনায় মিষ্টি জলের ধারা পৌঁছলে সেই ইলিশ সুস্বাদু ও হবে। মৎস্যজীবীরাও এ নিয়ে জানিয়েছেন তাঁরাও প্রস্তত সমুদ্রে যাওয়ার জন্য। এবছর কোনও ভয় নেই।

Comments
Post a Comment