বানভাসি পুরুলিয়ায় মাছের দাম অর্ধেক হয়ে গেছে
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
চাহিদার থেকে সাপ্লাই বেশি হলে স্বাভাবিক কারণেই দাম কমবে। তাই ঘটেছে পুরুলিয়া মানবাজার অঞ্চলে। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে গোটা পুরুলিয়া। বৃষ্টির ধাক্কায় একাধিক নদীতে বেড়েছে জলস্তর। আর এতেই নদীর মাছে ভরে গিয়েছে মানবাজারের কৃষক বাজার। ব্যাপক হারে বাজারে দেখা যাচ্ছে নদীর মাছের আমদানী হতে। বাজারে মিলছে বাটা, পুঁটি, ট্যাংরা, পাবদা প্রজাতির সুস্বাদু মাছ। দামও কম। আর তাতেই খাদ্যপ্রেমী বাঙালির রসনা তৃপ্তিও তুঙ্গে। বাটা, পুঁটি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়। ট্যাংরা ২০০ টাকা, পাবদা ২৫০ টাকা কেজি দরে।বলা যেতে পারে একেবারেই অর্ধেক দামে এই সমস্ত মাছ পাওয়া যাচ্ছে। আর তাতেই ইচ্ছেমতো মাছ কিনছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে মাছ বিক্রেতা মলয় রজক জানান, টানা বৃষ্টিতে নদীর মাছের আমদানি বেশি হওয়ায় দামেও একেবারে কম রয়েছে। তাতে স্বাভাবিকভাবেই নদীর মাছ নেওয়ার ক্রেতার সংখ্যা বেশি রয়েছে। এ বিষয়ে মানবাজার পোদ্দারপাড়ার বাসিন্দা অরুন দত্ত বলেন, বাজারে মাছ নিতে এসে তিনি দেখছেন নদীর মাছের আমদানি অনেকটাই বেশি রয়েছে। অন্যান্য দিনের তুলনায় দামও কম রয়েছে। শুধু মানবাজার নয়, একই দৃশ্য দেখা গিয়েছে পুরুলিয়ার বড়হাট, আদ্রা, রঘুনাথপুর, কাশীপুর, বলরামপুর সমস্ত বাজারেই।

Comments
Post a Comment