আমির খান কি এবার সিনেমা থেকে সরে যাচ্ছেন?

 


আমির খান কি এবার সিনেমা থেকে সরে যাচ্ছেন?


   অন্তত তেমন খবর কিন্তু বাতাসে ঘুরে বেড়াচ্ছে। লম্বা সময় অবসরের পরে তিনি ফিরতে চলেছেন ‘সিতারে জমিন পর’ নিয়ে। তার ফাঁকেই আমির খানের ঘোষণা, হয়তো এই একটি ছবি করার পর তাঁর আর কিছুই করার থাকবে না। আর তাতেই শোরগোল পড়েছে বিনোদন দুনিয়ায়। তবে কি অভিনয় ছাড়তে চলেছেন আমির খান? 


  মহাভারত। 'মহাভারত' ছবি প্রসঙ্গে আমির বলেছিলেন, ''এটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, আর চিত্রনাট্য লেখাতেই লেগে যাবে কয়েক বছর।'' তবে এই সিরিজে আমির নিজে অভিনয় করবেন কি না, সে প্রশ্নে এখনও ধোঁয়াশা। ''যার যে চরিত্রে মানাবে, তাকেই নেওয়া হবে। আমিও নাও থাকতে পারি,'' মত আমিরের।'সিতারে জমিন পর’ ছবির মুক্তির পর, তিনি তাঁর স্বপ্নের প্রকল্প সম্পর্কে কথা বলেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির জানিয়েছেন যে তিনি 'মহাভারত' নিয়ে কাজ শুরু করার কথা ভাবছেন। কিন্তু একই সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এটিই হতে পারে তার শেষ ছবি।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস