দঃ ২৪ পরগনার কুলতলীতে মধু চাষের ব্যাপক আয়োজন





মধু সংগ্রহ কেন্দ্র       ফটো সৌজন্যে :-ইন্টারনেট

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

বাঘের আক্রমণে গুরুতর জখম ও নিহত পরিবারদের সদস্যদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে কুলতলিতে। মুলত গাঙ্গেয় সুন্দরবন লাগোয়া কুলতলী ব্লকের যে সমস্ত পরিবারের সদস্যরা নদীতে মাছ কাঁকড়া ও গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন সরকারের সঙ্গেএক স্বেচ্ছাসেবী সংগঠন কুলতলিতে। বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ কাকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা একাধিকবার বাঘের আক্রমণে তাদের প্রাণ দিতে হচ্ছে এবং বাঘের আক্রমণে অনেকে গুরুতর জখম ও হচ্ছেন ।

তাদের কথায় চিন্তা করে ভারত সরকারের সহযোগিতা ও পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মৌমাছি পালনের মধ্য দিয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভূবনেশ্বরী অঞ্চলের গৃহবধূ থেকে এলাকার মানুষজন।









Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস