দিঘায় উঠলো লক্ষ লক্ষ টাকার বিরল ভোলা মাছ

ভোলা মাছ                          ফটো সৌজন্যে :-ইন্টারনেট

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

নন্দে আত্মাহারা মৎস্যজীবীরা। বর্ষার শুরুতেই ভালো লক্ষ্মীর মুখ দেখছেন দিঘার মৎস্যজীবীরা। ইলিশ তো ইতিমধ্যেই হাসি ফুটিয়েছে, কিন্তু দিঘায় এবার আরও বড় খবর! মাছ ধরার মরশুমের শুরুতেই বিরাট লক্ষ্মীলাভ! রূপালী শস্যকে দামের রেটে একডজন গোল দিয়ে দিল লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ। আর তাতেই আনন্দ আর ধরে না দিঘার মৎস্যজীবীদের। মাত্র তিন দিন হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার, নৌকো, ভুটভুটি। এবার মাছ ধরার মরশুম শুরু হওয়ার প্রথম থেকেই ইলিশের খোঁজ পেয়েছে মৎস্যজীবীরা। এবার ইলিশের পাশাপাশি উঠল বিরল প্রজাতির মাছ। 

 দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে তাই উৎসবের মেজাজ। লক্ষ লক্ষ টাকার ভোলা মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয় বুধবার। বিরল প্রজাতির এই বিশেষ ভোলা মাছের দাম লক্ষ লক্ষ টাকার বেশি। পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্যনিলাম কেন্দ্র। চলতি বছর সবে শুরু হয়েছে মাছ ধরার মরশুম। আর মাছ ধরার শুরু হওয়ার প্রথম দিন থেকেই সমুদ্রে মাছ শিকারের অনুকূল পরিবেশ। দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে সামুদ্রিক মাছের ধীরে ধীরে যোগান বাড়ছে। আর তাতেই মুখে হাসি ফুটেছে মৎস্যজীবীদের।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস