করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

                                                                 ফটো সৌজন্যে :-ইন্টারনেট  


নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

  সতর্ক করেছে স্বাস্থ্য দপ্তর। সারা ভারত জুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার ৫ হাজারের গণ্ডিও পার করে গেল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫৯৬-এ। গত ২৪ ঘণ্টাতেই রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫৩৬৪। করোনায় একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। কেরলে ২ জন, পঞ্জাব ও কর্নাটকে একজন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

একদিনে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরলে। একদিনে ১৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭৯-এ।

সংক্রমণে দ্বিতীয় স্থানেই রয়েছে গুজরাট, একদিনেই রাজ্যে ১০৭ জন করোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬১৫-এ বেড়ে দাঁড়িয়েছে। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৯৬। দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৬২। কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিক বলেছেন, ভয় না পেয়ে মানুষকে সতর্ক থাকতে হবে। নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে। করোনার কোনো উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস