পরীক্ষার দিনই নিখোঁজ ছাত্রী, চাঞ্চল্য বালুরঘাট কলেজে
আবির রঞ্জন দাস, বালুরঘাট:
পরীক্ষা দিতে এসে নিখোঁজ হয়ে গেলেন হিলি এসবিএস কলেজের এক ছাত্রী। মালদহ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স সিক্স সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় তাঁর সিট পড়েছিল বালুরঘাট কলেজে। কিন্তু কলেজে ঢোকার পর আর খোঁজ মেলেনি ওই ছাত্রীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে।
পরিবার সূত্রে জানা গেছে, দিন সাতেক আগেই হিলির বাসিন্দা এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই ছাত্রীর। বৃহস্পতিবার সকালে, স্বামী তাঁকে বালুরঘাট কলেজে পরীক্ষা দিতে পৌঁছে দেন। পরীক্ষা শুরু হওয়ার আগে স্ত্রীকে কলেজ গেটে নামিয়ে দিয়ে যান তিনি। পরীক্ষা শেষের নির্ধারিত সময়ে আবার এসে গেটে দাঁড়ান। তবে, এক ঘণ্টা কেটে গেলেও স্ত্রী কলেজ থেকে না বেরোনোয় তিনি ফোন করেন। কিন্তু ফোনে কোনো উত্তর মেলেনি।
খবর ছড়াতেই কলেজের অধ্যাপক, কর্মীরা তৎপর হয়ে কলেজ ভবনের একাধিক ঘর খুঁজেও ছাত্রীর কোনো সন্ধান পাননি। পরে খাতাপত্র খতিয়ে দেখা যায়, নিখোঁজ ছাত্রী
পরীক্ষায় বসেনইনি। বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু জানান, “পরীক্ষার শেষে সহকর্মীরা জানান, এক ছাত্রীর স্বামী গেটে দাঁড়িয়ে খোঁজ করছেন। কিন্তু ওই ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। খাতা দেখে দেখা যায়, সে পরীক্ষায় বসেনি। কলেজে পরীক্ষার্থী ছাড়া বাইরের কেউ ঢোকার অনুমতি পায় না। তবে সে কলেজ থেকে কখন, কোন গেট দিয়ে বেরিয়েছে, সেটা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।” এদিকে, নিখোঁজ ছাত্রীর ফোন নম্বরে কলেজের এক অধ্যাপিকা জ্যোতি কুমারী শর্মা যোগাযোগ করলে ছাত্রী নিজেই জানান, “পরিবার আমাকে অচেনা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। আমি ওর সঙ্গে থাকতে চাই না। এটা জানাতে আমি কোর্টে এসেছি।” কিন্তু বালুরঘাট কোর্টে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে কোথায় গেলেন ওই ছাত্রী? পরিবার, কলেজ এবং প্রশাসন—সব পক্ষই চিন্তিত। বিষয়টি ঘিরে রহস্য ঘনাচ্ছে। চলছে তদন্ত।
Tags: balurghat, balurghatcollege, dakshindinajpur, studentmissing

Comments
Post a Comment