পদপিষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার চার
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
পালিয়েও রক্ষা পেলো না আর বি সি কর্তা। পদপিষ্ট হয়ে ক্রিকেটপ্রেমীদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলেন আরসিবির কর্তা। জানা গিয়েছে, আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার। বেঙ্গালুরু ছেড়ে মুম্বইয়ে ‘পালিয়ে’ যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করা হয় তাঁকে। আরসিবি কর্তা ছাড়াও আরও তিনজনকে এদিন গ্রেপ্তার করা হয়েছে।
বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, আরসিবির মার্কেটিং অ্যান্ড রেভেনিউ হেড নিখিল শুক্রবার মুম্বইয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথেই শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও আরসিবির সেলিব্রেশন সম্প্রচারের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার। কিরণ, সুমন্ত এবং সুনীল ম্যাথিউ নামে ওই তিনজনকে গ্রেপ্তার করে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরা করা হচ্ছে আরসিবি কর্তা নিখিলকেও। জানা গিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। আরসিবির বিজয় সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আরসিবি, সম্প্রচারকারী সংস্থা এবং কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক কেএসসিএ সচিব এবং কোষাধ্যক্ষ। তাঁদের বাড়িতে গেলেও দুই কর্তার সন্ধান পায়নি পুলিশ।

Comments
Post a Comment