আজকের আবহাওয়া


                                                                      নিজস্ব 

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

সারা বাংলা জুড়েই শুরু হয়েছে 'বর্ষামঙ্গল'। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি চলেছে। আজ দক্ষিণের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে।  

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। আজ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও।দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা রয়েছে। এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিনও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। টানা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। আবহাওয়া দপ্তর বলছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একই রকম থাকবে তাপমাত্রা। 

অন্যদিকে সোমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal Weather) আলিপুরদুয়ারে। জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারে। হলুদ সতর্কতা জারি রয়েছে এই সমস্ত জেলায়। বাকি সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস