বিশ্বের উচ্চতম রেলব্রিজ চেনাব সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

                                                       ফটো সৌজন্যে :-ইন্টারনেট  

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

  হেলগাঁও কাণ্ডের পরে কাশ্মীরের দিকে ভারতের বিশেষ নজর। কাশ্মীরকে আরও উন্নত করতে হবে। ঢেলে সাজাতে হবে পরিবহন ব্যবস্থাকে। সেই পরিকল্পনার কথা মাথায় রেখেই 

বিশ্বের উচ্চতম রেলব্রিজ চেনাব সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে চালু হয়ে গেল শ্রীনগর-কাটরা রেলপথও। ওই লাইনে ছুটল ‘ভারতীয় প্রগতির প্রতীক’ বন্দে ভারত এক্সপ্রেস। চেনাব রেল ব্রিজ। বিশ্বের উচ্চতম আর্চ রেলব্রিজ। জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার চন্দ্রভাগা নদীর উপর তৈরি হয়েছে এই ব্রিজ। ব্রিজটি স্টিল ও কংক্রিট দিয়ে এমন ভাবে তৈরি যা রিখটার স্কেলের ৮ মাত্রার ভূমিকম্পে ক্ষতির মুখে পড়বে না। বড়সড় বিস্ফোরণেও ক্ষতির সম্ভবনা কম।

                                                  ফটো সৌজন্যে :-ইন্টারনেট  

  রেল আধিকারিকদের কথায়, সন্ত্রাসবাদী হামলা ও ভূমিকম্পের জন‌্য ব্রিজে রয়েছে সুরক্ষা প্রণালী। ২০০৩ সালে বাজপেয়ী সরকার এটির অনুমোদন দেয়। ২০০৪ সালে কাজ শুরু হয়। ২০০৯ সালে হাওয়ার তীব্রতায় কাজ বন্ধ হয়ে যায়। মোদি সরকার ফের ব্রিজটির কাজ শুরু করে। ২০১৭ সালে ব্রিজের আনুষাঙ্গিক কাজ শেষ হয়। ২০২১ সালে আর্চের অংশের কাজ শুরু হয়। ২০২২ সালের আগস্টে পুরো নির্মাণ কাজ শেষ হয়। গত এপ্রিলের ১৯ তারিখ প্রধানমন্ত্রীর এই কর্মসূচি থাকলেও আবহাওয়ার প্রতিকূলতায় সেদিন তা স্থগিত হয়ে যায়। ২২ এপ্রিল পহলগাঁও জঙ্গি হামলা। এরপর পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁন্দুর শুরু করে ভারত। কিন্তু সেই অভিযানের পরও কাশ্মীরে পর্যটকদের ফেরানো এবং কাশ্মীরবাসীর মধ্যে আস্থা ফেরানো, দুটোই চ্যালেঞ্জ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে। সেই লক্ষ্যেই শুক্রবার চেনাব ব্রিজ এবং শ্রীনগর-কাটরা রেলপথের উদ্বোধন।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস