জামাইষষ্ঠীর সকালে রানাঘাটে পাথর বোঝাই ডাম্পার উল্টে বিপত্তি


জামাইষষ্ঠীর সকালে রানাঘাটে পাথর বোঝাই ডাম্পার উল্টে বিপত্তি

 বিবার সকালে রানাঘাটে জাতীয় সড়কে পাথর বোঝাই ডাম্পার উল্টে বিপত্তি। টানা প্রায় দু'ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। বিকল্প হিসেবে সার্ভিস রোড দিয়ে চালানো হয় ছোট ও বড় যানবাহন। তাতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে উল্টে যাওয়া ডাম্পারটি সরানো হলে, পরিস্থিতি স্বাভাবিক হয়।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল প্রায় দশটা নাগাদ রানাঘাটের দিক থেকে পাথর বোঝাই একটি ডাম্পার কল্যাণীর দিকে যাচ্ছিল। রানাঘাটের বেগোপাড়ায় বড় গির্জার সামনে ওই ডাম্পারটি সড়কের লেন পরিবর্তন করতে গিয়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।সেই সময় রাস্তা পারাপারকারী কোনও পথচারী বা সাইকেল আরোহী না থাকায় বড় রকম বিপত্তি এড়ানো গিয়েছে। ডাম্পারটি এমন ভাবে উল্টে গিয়েছে, মূল জাতীয় সড়কের দুইমুখী যানবাহন চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।


দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশের আধিকারিকেরা। ডাকা হয় দমকল কর্মীদের। পরে দুটি ক্রেন, মাটি কাটার বড় যন্ত্র ইত্যাদির সাহায্যে উল্টে যাওয়া ডাম্পারটিকে সোজা করা হয়।


Tags: #Newsajkal24 #Ranaghat #nadia #roadaccident #accidentnews #ranaghatpolicestation #westBengal #WestBengalnews #Bengalinews 

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস