আজকের আবহাওয়া
তাপমাত্রা বাড়ছে। বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে নি। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু, বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এবং পশ্চিম ভারতের উষ্ণ লু এর মতো শুষ্ক বাতাসের সংঘাতে তাপমাত্রা বাড়বে হুড়মুড়িয়ে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৩ থেকে ৪ দিন গরম ও অস্বস্তি চরমে থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস রয়েছে। এদিকে জুনের দ্বিতীয় সপ্তাহ শেষের আগে বর্ষার আগমনের বিশেষ সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। অর্থাৎ আপাতত দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরমই বহাল থাকছে। এবার শুষ্ক ও গরম হাওয়ার প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গে। এর জেরে অধিক ভোগান্তির সম্ভাবনা মূলত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। দুপুরের দিকে লু এর মতো উষ্ণ শুষ্ক হওয়ারও দাপট থাকবে। আপাতত তিন দিন তাপমাত্রা বাড়বে। তারপর ফের পরিস্থিতি বদলাতে পারে। আগামী সপ্তাহে ফের বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। মৌসুমী বায়ু রাজ্যের উত্তর অংশে ঢুকেছে অনেক আগেই। তবে তা অনেকটাই দুর্বল। এর কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গেও।
অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির প্রবণতা কমবে। তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিনে। বুধবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছেই ১২ জুন পর্যন্ত। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর।


Comments
Post a Comment