নচিকেতার প্ৰিয় খাবার 'চুমু'
হেয়ালি করে কথা বলা সংগীত শিল্পী নচিকেতার একটা স্টাইল। তাঁর গানের মতোই আছে কথার বৈচিত্র। একটা লাইভ শোয়ে তার প্ৰিয় খাবার নিয়ে প্রশ্ন করা হলে, তিনি অবলীলায় বলেন -'চুমু'। গায়ক নচিকেতার গানে কখনও কখনও যেমন প্রতিবাদ থাকে, তেমনই কখনও কখনও থাকে রোম্যান্স। তার বিখ্যাত গান নিয়ে বহু প্রশ্ন রয়েছে শ্রোতাদের মনে। ঠিক তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। সম্প্রতি তেমনই এক প্রশ্নের পিলে চমকানো উত্তর দিলেন নচিকেতা। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি এক আড্ডায় উপস্থিত হয়েছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। চ্যানেল শোয়ের ওই আড্ডায় নিজের নানা পছন্দ অপছন্দ নিয়ে অকপট বক্তব্য রাখেন নচিকেতা। প্রথম জীবনে নিজের গান অনুশীলনের কথা বলেন নচিকেতা।
তাঁর কথায়, ‘আমার মনে হয়েছিল হারমোনিয়ম বাজাতে না পারলে ভাল গান গেয়ে প্রমাণ করা যাবে না, তাই হারমোনিয়ম নিয়ে বারো থেকে চোদ্দ ঘন্টা অনুশীলন করেছি।’ ওই অনুষ্ঠানেই নিজের প্রিয় খাবার চুমু নিয়ে বিষ্ফোরক কথা বলেন গায়ক। কিছুটা মজার ছলেই নচিকেতা বলেন তাঁর প্রিয় খাবার নাকি চুমু। গায়কের কথায়, ‘আমি সবথেকে বেশি ভালোবাসি চুমু খেতে। চুমু খাওয়া হৃদয়ের জন্য খুব ভাল।’ পাশাপাশি গায়ক এও জানান, কার কথায় তিনি চুমু খেতে এত ভালোবাসেন। নচিকেতা বলেন, ‘ডাক্তাররা সেই কথা বলেছেন। তাই আমি চুমু খেতেই ভালবাসি।’ কিন্তু কাকে এত চুমু খান গায়ক? সেই বিষয়ে তাঁকে অবশ্য মন্তব্য করতে শোনা যায়নি। তবে চুমু যে তার প্রিয় খাবার, তা ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন।

Comments
Post a Comment