মোদীর চিঠির উত্তর দিলেন ইউনুস

ফটো সৌজন্যে :-ইন্টারনেট

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

ভারতের পক্ষ থেকে আবারও সৌজন্য প্রকাশ করে চিঠি পাঠানো হয়েছিল বাংলাদেশের প্রধান মহম্মদ ইউনুসকে। আর তার পরেই ইউনুস তার উত্তর দিলেন। গত ৪ জুন, ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের কাছে। নরেন্দ্র মোদীর তরফে লেখা চিঠি ও তার উত্তরে লেখা মহম্মদ ইউনুসের লেখা চিঠি সদ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে মহম্মদ ইউনুস সরকার। মোদীর তরফে লেখা চিঠির শুরুতেই রয়েছে,'ইদ মুবারক'। এরইসঙ্গে তিনি লেখেন, ' ভারত সরকার এবং জনগণ কর্তৃক আপনাকে এবং বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।' চিঠিতে মোদী উৎসবের সাংস্কৃতিক গুরুত্বের উপর জোর দেন, ‘ত্যাগ, করুণা এবং ভ্রাতৃত্বের নিরবধি মূল্যবোধের’ প্রতিফলন তুলে ধরেন এবং ইউনুসের সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করেন। 

এই চিঠির উত্তর ঢাকা থেকে আসে ৬ জুন। সেই বার্তায় মহম্মদ ইউনুস লেখেন,' ইদ-উল-আযহা হল প্রতিফলনের একটি সময়, যা সম্প্রদায়গুলিকে একত্রিত করে... এবং আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের বৃহত্তর কল্যাণের জন্য একসাথে কাজ করার জন্য অনুপ্রাণিত দেয়।' তাঁর চিঠিতে উঠে আসে দ্বিপাক্ষিত শ্রদ্ধা ও সহযোগিতার কথা। ইউনুস লেখেন,' আমি নিশ্চিত যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার চেতনা, আমাদের জাতিগুলিকে আমাদের জনগণের কল্যাণের জন্য, একসাথে কাজ করার জন্য, পরিচালিত করবে।'




Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস