আবার সেরার সেরা পুরুলিয়ার ভূমিকন্যা দেবদত্তা মাঝি


 

আবার সেরার সেরা পুরুলিয়ার ভূমিকন্যা দেবদত্তা মাঝি


  পুরুলিয়ার আড়শা ব্লকের জামবাদ গ্রামে আদি বাড়ি দেবদত্তার। কৃতী ছাত্রীর বাবা জয়ন্ত মাঝি ও মা শেলি দাঁ কর্মসূত্রে বর্ধমানের কাটোয়াতে থাকেন। মেয়ের এই সাফল্যে খুবই খুশি দেবদত্তা মাঝির মা শেলি দাঁ। তিনি বলেন , খুবই কঠিন একটি পরীক্ষা ছিল এটি। দেবদত্তা কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে। আবারও সেরার সেরা পুরুলিয়ার ভূমিকন্যা দেবদত্তা মাঝি। এবার সর্বভারতীয় জয়েন্টে (আ্যডভ্যান্স) মেয়েদের মধ্যে সেরা দেবদত্তা। সোমবার সর্বভারতীয় জয়েন্টের (আ্যডভ্যান্স) ফল প্রকাশিত হয়। তাতে দেখা যায় ৩৬০ নম্বরের মধ্যে ৩১২ পেয়ে সারা দেশে মেয়েদের মধ্যে সেরা হয়েছে সে। সার্বিক ভাবে দেশের নিরিখে তার ব়্যাঙ্ক ১৬ ।


  প্রথম দিকে আইআইটি পড়ার স্বপ্ন থাকলেও, জয়েন্টের রেজাল্ট বদল করেছেন দেবদত্তা। তিনি বলেন, আগামী দিনে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে (IISC) ম্যাথ এন্ড কম্পিউটিং-র উপর বিটেক করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স উপর গবেষণা করার ইচ্ছা রয়েছে তার। দেবদত্তা ছোট থেকেই ভীষণ মেধাবী। ২০২৩ সালে মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম। উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে ষষ্ঠ। জয়েন্ট এন্ট্রান্স (মেন) প্রথম সেশনে রাজ্যের প্রথম, জয়েন্ট এন্ট্রান্স (মেন) দ্বিতীয় সেশনে সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম, তারপর জয়েন্ট (আ্যডভ্যান্স) পরীক্ষায় আবার সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম হলেন দেবদত্তা।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস