৫২ বছর আগে অমিতাভ ও জয়ার বিয়েতে কত খরচ হয়েছিল?

                                                            ফটো সৌজন্যে :-ইন্টারনেট

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:


  ক বছর বা দুবছর নয়, ৫২ বছর আগে বিয়ে হয়েছিল অমিতাভ ও জয়ার। আজ থেকে পাঁচ দশকেরও আগে বলিউডের অত্যন্ত হাই প্রোফাইল বিয়ে হয়, অমিতাভ বচ্চন ও জয় ভাদুড়ি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৯৭৩ সালে চার হাচ এক হয় অমিতাভ ও জয়ার।

                                                         ফটো সৌজন্যে :-ইন্টারনেট

বাংলা ও হিন্দি ফিল্মে অভিনয় করে বিশেষ খ্যাতির চূড়ায় উঠেছিলেন জয়া বচ্চন ৷ পুণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে লেখাপড়া করেন জয়া বচ্চন ৷ আস্তে আস্তে জয়ার উপরে অমিতাভ অনুরাগী হয়ে ওঠেন, এক বনেদি পরিবারের সন্তান অমিতাভ বাবা ছিলেন বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন ৷

একবার লন্ডনে যাওয়ার কথা হয়েছিল অমিতাভের বাবা পরিষ্কার জানিয়েছিলেন লন্ডনে গেলে বিয়ে করেই যেতে হবে ৷ প্লেনের টিকিট বুকিং, হোটেল বুকও হয়ে গিয়েছিলেন ৷ বাইরে গিয়ে কী কী করবেন তারও তালিকা তৈরি করেছিলেন ৷ তখনই বাবার বার্তা লন্ডনে যাওয়ার আগে জয়াকে বিয়ে করতে হবে ৷ অবশেষে বাবার শর্ততেই রাজি হতে হয় অমিতাভ বচ্চনকে আজ থেকে ৫২ বছর আগে অমিতাভ বচ্চনের বিয়ের জন্য খরচ হয়েছিল ৯০ লক্ষ টাকা ৷

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস