ইরানের পরমানু বোমা তৈরীর স্বপ্ন ভেঙে দিয়েছে ইসরাইল
ইরানের পরমাণু বোমা বানানোর স্বপ্ন ভেঙে দিল ইজরায়েল ফটো সৌজন্যে :-ইন্টারনেট
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
ইরান কি সত্যি এর পরেও পরমানু বোমা তৈরীর সাহস দেখাবে? ইসরাইল জানাচ্ছে - ইরানের আর সেই সাহস নেই। তাঁদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদন সার জানালেন, ইজরায়েলের লাগাতার হামলায় ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন অন্তত ২-৩ বছর পিছনে ঠেলে দেওয়া হয়েছে। ইজরায়েলের দাবি ছিল পরমাণু বোমা তৈরির একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ইরান। অন্তত ১৫ দিনের মধ্যে তারা বোমা তৈরি করে ফেলতে পারে। এই আশঙ্কা থেকে ১৩ জুন ইরানের মাটিতে সুপরিকল্পিত হামলা চালায় ইজরায়েল।
ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার পাশাপাশি সেখানকার শীর্ষ স্থানীয় সেনা আধিকারিক ও পরমাণু বিজ্ঞানীদের খতম করা হয়। এই হামলা প্রসঙ্গে সম্প্রতি এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের বিদেশমন্ত্রী বলেন, “আমরা যা খবর পাচ্ছি তাতে ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনাকে অন্তত দুই থেকে তিন বছর পিছিয়ে দিয়েছি। পাশাপাশি এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধ প্রসঙ্গে সার বলেন, “আমাদের জন্য যা ঝুঁকিপূর্ণ, সেই বিপদ এড়াতে আমাদের যা যা করণীয় সবটাই করব।”

Comments
Post a Comment