দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে বিতর্ক অব্যাহত
ফটো সৌজন্যে :-ইন্টারনেট
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
মন্ত্রী এদিন পরিষ্কার জানিয়ে দেন, খালি হিন্দুদের প্রসাদ দেওয়া হবে বলে যে অপপ্রচার চলছে তা সম্পূর্ণ মিথ্যা। এরকম কোনও পরিকল্পনা রাজ্য সরকারের নেই। এমন কোনও সার্কুলারও হয়নি। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়ি বাড়ি দিঘার প্রসাদ বিলি নিয়ে কুৎসা ও মিথ্যাচার করেছেন অভিযোগ করে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পরামর্শ, “দিঘার জগন্নাথ ধাম নিয়ে কুকথা বলার আগে যদি নিজেকে শুভেন্দু প্রকৃত হিন্দু মনে করেন, তাহলে একবার জগন্নাথদেবকে দর্শন করে আসুন। জগন্নাথে আস্থা রাখুন।”

Comments
Post a Comment