শোলাশিল্পে নতুন দিগন্ত খুলতে চলেছে পূর্ব বর্ধমানের শোলাগ্রাম
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
শোলাশিল্পকে ফ্যাশন জগতে নতুনভাবে তুলে ধরতে এগিয়ে এসেছেন দেশের বিভিন্ন রাজ্যের ফ্যাশন পড়ুয়ারা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনকাপাশির ‘শোলাগ্রাম’ এখন তাঁদের গবেষণার কেন্দ্রস্থল। কলকাতার সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির ১৮ জন পড়ুয়া সম্প্রতি এখানে দশ দিনের এক বিশেষ কর্মশালায় যোগ দিয়েছেন। তাঁরা দেশের নানা রাজ্য যেমন হরিয়ানা, কর্নাটক, উত্তরপ্রদেশ থেকে এসেছেন এবং ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে পড়াশোনা করছেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য, বাংলার ঐতিহ্যবাহী শোলাশিল্পকে আধুনিক ফ্যাশনের সঙ্গে মেলবন্ধন ঘটানো।
কর্মশালায় পড়ুয়ারা হাতে-কলমে শিখছেন, কীভাবে শোলা কেটে তাতে নকশা তোলা হয়, কীভাবে তা দিয়ে তৈরি হয় গয়না, বাড়ি সাজানো জিনিস এমনকি পোশাক। তাঁদের শিক্ষা দিচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শোলাশিল্পী ও শিল্পগুরু নামে পরিচিত আশিস মালাকার। তিনি বলেন, “সব পড়ুয়ারা এসে কাজ শিখছে, এটা খুব ভাল লাগছে। কাজের পুরো পদ্ধতি আমি ওদের দেখাচ্ছি।” অধ্যাপক ইয়াসান্ত কুমার বিশ্বকর্মা ও ড. সাত্যকি রায় জানান, মাত্র দুটি যন্ত্র দিয়েই শোলার উপর অসাধারণ সব কারুকাজ ফুটিয়ে তোলা যায়। সেইসব কৌশলই পড়ুয়াদের শেখানো হচ্ছে। তাঁরা মনে করেন, শোলা শুধু প্রতিমার সাজেই নয়, ফ্যাশনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব– যেমন শোলার তৈরি গয়না, হেয়ার অ্যাকসেসরিজ, ব্যাগ বা ওয়াল হ্যাংগিং।

Comments
Post a Comment