অভিনেতা নির্মল কুমার গুরুতর অসুস্থ
ফটো সৌজন্যে :-ইন্টারনেট
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
বিনোদন জগতে আবার দুঃখের খবর। টলিউডে দুঃখের ছায়া। ৬০- এর দশকে একের পর এক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন নির্মল কুমার। খুব সাদামাটা চরিত্রেই চিরকাল অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। যদিও বর্তমানে তিনি অভিনয় জগত থেকে একেবারেই দূরে রয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, তিন দিন আগে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে বর্ষিয়ান এই অভিনেতাকে। নির্মল কুমারের শারীরিক অবস্থার কথা জানান অভিনেতার মেয়ে মিমি ভট্টাচার্য। বাবার শারীরিক অসুস্থতা নিয়ে মিমি বলেন, ‘বাবার পায়ে সেলুলাইটিস থেকে সংক্রমণ ছড়িয়েছিল, তাই হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল বাবাকে। যদিও এখন অনেকটাই সুস্থ আছেন বাবা।’
তবে নির্মল কুমার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও সুস্থ আছেন অভিনেতার স্ত্রী মাধবী মুখোপাধ্যায়। আপাতত ‘রোশনাই’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। কাজ নিয়েই সারা দিন কেটে যায় অভিনেত্রীর। নির্মল কুমার এবং মাধবীদেবী স্বামী স্ত্রী হলেও ২৫ বছর সংসার করার পর আলাদা থাকতে শুরু করেন তাঁরা। আলাদা থাকলেও একে অপরের প্রতি সমস্ত দায়িত্ব পালন করেন এই তারকা জুটি। নাতি নাতনির আবদারে ২০২০ সালে নির্মল কুমারের জন্মদিনে উপস্থিত ছিলেন মাধবীদেবী।

Comments
Post a Comment