ভারত- মায়ানমার সীমান্তে উত্তেজনা

                                     ফটো সৌজন্যে :-ইন্টারনেট

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

  ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ তিক্ত আবহাওয়ার মধ্যেই আবার সমস্যা দেখা দিলো ভারত-মায়ানমার সীমান্তে। অরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের। যদিও সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় জঙ্গিদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে জানা গিয়েছে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত-মায়ানমার সীমান্তের লংডিং জেলায় একদল জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। বিষয়টি টহলরত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের নজরে আসতেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়। নিরাপত্তা বাহিনীর বাধা পেয়ে পিছু হটতে বাধ্য হয় জঙ্গিরা।

   প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের তৎপরতা চোখে পড়তেই রুখে দাড়ায় নিরাপত্তা বাহিনী। জওয়ানদের দেখতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও। বাধা পেয়ে পিছু হটতে শুরু করে জঙ্গিরা। গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পেরেছিলেন, ভারত-মায়ানমার সীমান্তের লংডিং জেলার কাছে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এরপরই ওই এলাকায় নিরাপত্তা বাড়ানোর হয়। ঘন ঘন পেট্রোলিং শুরু করেন জওয়ানরা। এরই মধ্যে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টার বিষয়টি চোখে পড়ে। জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেওয়া হয় জওয়ানদের তরফেও। এরপরই পিছু হটতে শুরু করে জঙ্গিরা।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস