বোলপুরের রাস্তায় অরিজিৎ - খুশি ভক্তবৃন্দ
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
বাংলা চলচ্চিত্র অথবা হিন্দি চলচ্চিত্র এখন সব জায়গাতেই জনপ্রিয় গায়ক হিসেবে পরিচিত অরিজিৎ সিং। আর অরিজিৎ সিংকে এই দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেখা গেল বীরভূমের মাটিতে। যদিও এর আগেও বেশ কয়েকবার বীরভূমে দেখা গিয়েছে জনপ্রিয় এই গায়ককে। অরিজিৎ সিং-এর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, অরিজিৎ সিং বিয়ে সেরেছিলেন বীরভূমের তারাপীঠ মন্দির থেকে। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ লাল গেঞ্জি এবং মাথায় লাল গামছা বেঁধে বীরভূমের ইলামবাজারে দেখা যায়।
সব সময় অরিজিৎ সিং-এর সাদামাটা জীবনযাপন খবরের টাইমলাইন হোক অথবা সোশ্যাল মিডিয়ায় চর্চায় থেকেছে। কখনও তাঁকে দেখা গিয়েছে একদম সাদাসিধে জামাকাপড় পড়েই স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই গলি থেকে ওই গলি। অরিজিৎ সিং-এর ঘনিষ্ঠ সূত্রের খবর, অরিজিতের প্রথম ছবি 'সা' এখনও পর্যন্ত মুক্তি পায়নি, অন্যদিকে অরিজিৎ ব্যস্ত তাঁর দ্বিতীয় ছবি নিয়ে। অরিজিতের ঘনিষ্ঠ সূত্রে আরও খবর, মুম্বইয়ের টিম নিয়ে ওখানে অরিজিৎ সিং তাঁর দ্বিতীয় ছবির শুটিংয়ে ব্যস্ত। তবে তাঁর দ্বিতীয় ছবিতে কারা কারা অভিনয় করছেন এবং ছবির মূল বিষয়বস্তু কী এই বিষয়ে অরিজিৎ সিং এবং তাঁর টিমের তরফ থেকে কোনও আভাস পাওয়া যায়নি এখনও পর্যন্ত। সূত্র মারফত জানা গিয়েছে, অরিজিৎ সিং ইলামবাজার থেকে এসে এখন বোলপুরের কোনও বেসরকারি হোটেলে রয়েছেন। আরও জানা যায় বিকেল নাগাদ অরিজিৎ সিং যেতে পারেন সোনাঝুরির হাট। তবে হঠাৎ কেন বীরভূমের মাটিতে অরিজিৎ সেই বিষয়ে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে, শ্যুটিংয়ের লোকেশনের রেইকি করতেই বীরভূমে আসা অরিজিতের।

Comments
Post a Comment