বাংলাদেশি দুষ্কৃতীরা অপহরণ করেছিল এক BSF জওয়ানকে


মুর্শিদাবাদ সীমান্ত                              ফটো সৌজন্যে :-ইন্টারনেট  

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

  বাংলাদেশ সহ্যর সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওই দেশের কিছু দুষ্কৃতী মুর্শিদাবাদ সীমান্ত থেকে এক BSF জওয়ানকে জোর করে তুলে নিয়ে যায়। যদিও কয়েক ঘণ্টা পরেই ওই জওয়ানকে ছেড়ে দেওয়া হয়। বুধবার বাংলাদেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নুরপুরের সুতিয়ারে বিএসএফ ক্যাম্পের কাছে চাঁদনি চকের কাছে এই ঘটনা ঘটে। ৭১তম ব্যাটালিয়নের শ্রীগণেশকে বাংলাদেশিরা সীমান্ত পার করে এসে নিয়ে গিয়েছিল ওপারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে অনুপ্রবেশকারীদের তাড়া করার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছিল বলে অভিযোগ করা হয়। কিন্তু পরে বিএসএফের তদন্তে স্পষ্ট হয়ে যায় যে জওয়ানরা ভারতীয় ভূখণ্ডেই ছিলেন এবং সেখান থেকেই শ্রীগণেশকে জোর করে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়া হয়েছিল।


  বিএসএফের এক আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে, ওই জওয়ান মানবিকতার খাতিরে বাংলাদেশিদের কথা বলতে আসতে দিয়েছিলেন। কিন্তু সেই সব বাংলাদেশিরা অপরাধী ছিল। তারা সেই জওয়ানকে অপহরণ করে নিয়ে যায়। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় কাঁঠালিয়া গ্রামের কাছে বাংলাদেশি অনুপ্রবেশকারীর আটকাতে গিয়ে ওই জওয়ান অপহৃত হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে। সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের এক ঊর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা পিটিআইকে বলেন, 'ওই জওয়ানকে বাংলাদেশি নাগরিকরা অপহরণ করে আটকে রেখেছিল, কিন্তু আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে বিষয়টি উত্থাপন করলে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই জওয়ান এখন আমাদের সঙ্গেই আছেন এবং ভালো আছেন।'

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস