ভয়ঙ্কর বিস্ফোরনে কেঁপে উঠলো পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া

                                                  ফটো ইন্টারনেট 

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

পাকিস্তানে সামগ্রিক শান্তি কিছুতেই ফিরছেনা। একদিকে ক্রমাগত জঙ্গি কার্যকলাপ অন্যদিকে বলোচ বিদ্রোহীদের আক্রমন। এবারের ঘটনার কারণ অবশ্য এখনও জানা যায় নি। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৩। এর নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টা নাগাদ খাইবার পাকতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সদর থানার কাছে একদল শিশু খেলাধূলা করছিল। সেই সময় তারা একটি মর্টার শেল খুঁজে পায়। জানা যাচ্ছে, সেটা নিয়ে খেলতে গিয়েই ঘটে যায় অঘটন। হঠাৎ বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৫ জন শিশুর। আহতের সংখ্যা ১৩. খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং উদ্ধারকারী দল। 


  আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু মর্টার শেলটি সেখানে কে বা কারা রাখল, তা এখনও জানা যায়নি। এর নেপথ্যে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এখানেও নাম এসেছে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের - যে সংগঠনগুলোকে পরোক্ষভাবে মদত দিয়ে এসেছে সরকার।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস