কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে উদযাপিত হল জন্মাষ্টমী


 নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

ঠের প্রচলিত রীতি মেনে ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে সাড়ম্বরে পালিত হল জন্মাষ্টমী। শনিবারের পর রবিবারও মূল মন্দিরে বিশেষ পুজো হয় ভগবান শ্রীকৃষ্ণের, সঙ্গে ভক্তদের বিশ্বাসে যিনি বহিরঙ্গে শিব এবং অন্তরঙ্গে বিষ্ণু সেই ত্রিকালজ্ঞ মহাযোগী মহর্ষি নগেন্দ্রনাথের। 

প্রথমদিন ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন শম্ভু কুণ্ডু। দ্বিতীয়দিন ভক্তিমূলক সংগীতে অংশগ্রহণ করেন মহর্ষি নগেন্দ্রনাথের রচিত এবং সুরারোপিত পরমার্থ সংগীতের সুখ্যাত কণ্ঠ-শিল্পী শ্যামলী ভট্টাচার্য। দ্বিতীয়দিন প্রার্থনায় অংশ নেন মঠের আবাসিক ছাত্র এবং ভক্তবৃন্দ।

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দুদিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিনের সন্ধ্যাতেও ছিল বিশেষ পূজা-অর্চনা। গতকালের মতো আজও ভক্তেরা পুজো ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমান। 

দু'দিনব্যাপী কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে জন্মাষ্টমী পালন

দুদিনের এই উৎসব পরিচালনায় ছিলেন নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল এবং কোষাধ্যক্ষ সঞ্জয় ভট্টাচার্য। সহযোগিতায় ছিলেন শ্রীশ্রীনগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোস।

শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর এই জন্মাষ্টমী পালন প্রসঙ্গে বলেন, ‘মহর্ষিদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে, মঠের প্রচলিত রীতি মেনে প্রতি বছরই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে জন্মাষ্টমী উদযাপন করা হয়। রবিবার ছিল তার দ্বিতীয় দিন।’

মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের পক্ষ থেকে তাঁর প্রপৌত্রী শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় জানান, ‘মহর্ষি নগেন্দ্রনাথ এবং ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর নির্দেশ অনুসরণ করে আমাদের মঠে পালিত হয় জন্মাষ্টমী। রীতি মেনেই দু'দিনব্যাপী পবিত্র জন্মাষ্টমী উদযাপন করা হয়।’

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস