পূর্ব মুকুন্দপুরের শ্রীশ্রীনগেন্দ্র মঠে উদযাপিত হল জন্মাষ্টমী
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন পূর্ব মুকুন্দপুরে শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের নির্মিয়মান রাধামাধব মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত হল বিশেষ পূজার্চনা। এই উপলক্ষে গত ১৬ আগস্ট ছিল ফুলে, চন্দনে, মন্ত্রোচ্চারণে এবং নাম সংকীর্তনে ভক্তিপূর্ণ উদযাপন। এ দিন রাধামাধবের বিগ্রহ এবং যোগ-ভক্তি মার্গের সিদ্ধ সাধক ভাদুড়ী মহাশয় - পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের প্রতিষ্ঠিত শ্রীমূর্তির বিশেষ পূজা এবং অঞ্জলিতে অংশ নেন অসংখ্য শ্রদ্ধালু।
কলকাতার রামমোহন রায় রোডের শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের এই শাখা কেন্দ্রে এই উপলক্ষে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। ১৭ আগস্ট ছিল নিত্য পুজো এবং নামগান। রবিবারও মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো।
এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন পূর্বমুকুন্দপুর গঙ্গা নায়িকালী সেবা সমিতির সভাপতি সুবোধচন্দ্র দাস, সম্পাদক ভবতোষ দাস প্রমুখ।
শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর এখানে এই জন্মাষ্টমী পালন প্রসঙ্গে বলেন, ‘মহর্ষিদেব যে হরি নাম কীর্তনের কথা প্রতিমুহূর্তে বলেছেন - সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে, মঠের প্রচলিত রীতি মেনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এখানে রাধাষ্টমীও পালন করা হবে। তার প্রস্তুতি চলছে।’
মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের পক্ষ থেকে তাঁর প্রপৌত্রীর পুত্র ডঃ শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ‘মহর্ষি নগেন্দ্রনাথ এবং ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর নির্দেশিত রীতি অনুসরণ করে আমাদের কলকাতার মঠ এবং এই মঠে পালিত হয় জন্মাষ্টমী। এ বছরও সেই রীতি মেনেই জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।’

.jpeg)
Comments
Post a Comment