জলমগ্ন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল - চিকিৎসার চরম অব্যবস্থা

ফটো ইন্টারনেট 

নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:

 'পানিহাটি' মানেই যেন বর্ষায় একটা নদী হয়ে ওঠা। গত কয়েক বছর ধরে সেই জল বেড়েই চলেছে। বৃষ্টিতে জলবন্দি পানিহাটি হাসপাতাল। রোগী থেকে চিকিৎসক সকলেই চরম সমস্যায় পড়েছেন। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল বর্তমানে কার্যত জলমগ্ন। প্রবল বৃষ্টিপাতের প্রভাবে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে জল থইথই অবস্থা। এর ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন রোগী ও তাঁদের আত্মীয় পরিজনরা। এই জলমগ্ন অবস্থার ফলে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাঁদের পরিবারের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে, ছড়াচ্ছে আতঙ্ক। জমে থাকা নোংরা জল থেকে ছড়াচ্ছে সংক্রামক রোগ, বাড়ছে পোকামাকড় ও সাপের উপদ্রব।

 এই অবস্থায় হাসপাতাল চত্বরের রাতের পরিস্থিতি বিশেষভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে। কোথা থেকে বিপদ আসে, সেই আশঙ্কায় ভুগছেন হাসপাতালে ভর্তি রোগীরা। হাসপাতালের আধিকারিক থেকে কর্মীরা বাধ্য হয়ে গামবুট পরে কাজ করছেন। জল না নামা পর্যন্ত হাসপাতালের পরিবেশ স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন অনেকে। প্রতিবছর বর্ষাকালে এই একই ছবি পানিহাটি হাসপাতালে দেখা যায় বলে রোগীদের অভিযোগ। পরিস্থিতি উন্নতির আশ্বাস বহুবার মিললেও পরিস্থিতির কোন‌ও উন্নতি হয়নি। এমারজেন্সি থেকে শুরু করে ওটি রুম পর্যন্ত জলমগ্ন অবস্থা। দ্রুত জলনিকাশির ব্যবস্থা না হলে বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা করছেন অনেকে।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস