শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে উদযাপিত হলো রাখি বন্ধন উৎসব
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:
ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের ভ্রাতৃত্ববোধের আদর্শ সামনে রেখে গত ৮ আগস্ট পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের তপস্যা-ভূমি কলকাতার রামমোহন রায় রোডের শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে উদযাপিত হলো রাখিবন্ধন উৎসব। এদিন সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রীনগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোসসহ মঠের আবাসিক প্রাক্তন ও বর্তমান ছাত্র এবং উপস্থিত ভক্তবৃন্দের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন মিঠু ভট্টাচার্য। এই উপলক্ষে মঠে এছাড়াও ছিল প্রাত্যহিক ধর্মীয় অনুষ্ঠান। এ বিষয়ে শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের পক্ষ থেকে মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রীর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এই মঠের প্রাক্তন আচার্য ড. রঘুপতি মুখোপাধ্যায় মূলত মঠের আবাসিক ছাত্র এবং ভক্তদের জন্য রাখিবন্ধন উৎসবকে মঠে এক আলাদা রূপ দেন। তিনি প্রয়াত হলেও মঠে সেই ধারা বজায় রাখা হয়েছে।
.jpeg)
Comments
Post a Comment