স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেলো সুন্দরবনের গোপালগঞ্জবাসী



স্বাধীনতার ৭৫ বছর পরেও সুন্দরবনের কয়েকটি রাস্তা এখনও কাঁচা। তারা বহুদিন ধরেই পাকা রাস্তার দাবি করে আসছিলো। এবার তাদের স্বপ্ন পূরণ হলো। সর্বপ্রথম সুন্দরবন দফতরের উদ্যোগে কুলতলী বিধানসভার বিধায়কের ব্যবস্থাপনায় পাকা রাস্তা নির্মাণ হয়েছে। তাই এলাকাবাসী শঙ্খ বাজিয়ে মঙ্গল ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন। যা নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন অনেকে। রাস্তার দাবি নিয়ে বাসিন্দারা আগে জেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন। এই এলাকার বাসিন্দাদের অনেকে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণা দিয়েছেন। তাই রাস্তা পাকা হওয়ার খবর শুনে খুশি গ্রামের মহিলা-পুরুষ সকলেই। 

  স্বাধীনতার পর এই প্রথম গ্রামের কাঁচা রাস্তা পাকা হবে। তাই আনন্দিত এলাকার সব মানুষ। এই উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে। এতদিন স্কুল-কলেজে থেকে শুরু করে হাসপাতাল, রাস্তার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হত। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়তেন বলে অভিযোগ। পাকা রাস্তা হয়ে গেলে, সেইসব সমস্যা দূর হবে বলেই আশাবাদী স্থানীয়রা।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস