সেতুটির নামও হয়ে গিয়েছে ‘পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজ।’



মন ঘটনায় অবাক সবাই। তাই এটা আমাদের আজকের অফবিট নিউজ। ঘটনাস্থল পূর্ব বর্ধমান। ভঙ্গুর, নড়বড়ে বাঁশের সাঁকো। এপাশ থেকে ওপাশে যেতে গেলে যথেষ্ট ঝুঁকি, অতি সাবধানী হতে হয়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এহেন সাঁকোই তুমুল ভাইরাল! রিলের নেশায় এই সাঁকোয় উঠে দেদার নাচগান, ভিডিও শুট করছে ইউটিউবারের দল। সেতুটির নামও হয়ে গিয়েছে ‘পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজ।’ মাত্র ১০ টাকা দিলেই গোটা সাঁকো জুড়ে অন্তহীন ফূর্তির অনুমতি মেলে। যেমন নাচগান, তেমনি দেদার ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাটের জোগান – অস্থায়ী সাঁকোর উপর অস্থায়ী দোকানের দৌলতে। 


  এমন জমজমাট জায়গায় যে কোনও সময় যে বিপদ আসতে পারে হুড়মুড়িয়ে, কেউ কি ভাবে? ভাবছে না ইউটিউবারের দল। দল বেঁধে উল্লাসের চোটে নড়বড়ে সাঁকোয় স্বাস্থ্যের তীব্র ব্যাঘাত ঘটেছে। যে কোনও সময় ভেঙে পড়লে চরম বিপদে পড়বেন স্থানীয় মানুষজন। ভাইরালের নেশায় সমস্ত ঝুঁকি তুচ্ছ করা ইউটিবারদের দলও তা এড়াতে পারবে না। জনসাধারণের সুবিধার্থে পারাপারের জন্য ছাড়িগঙ্গার উপর পূর্বস্থলী থেকে ইদ্রাকপুর যাওয়ার একটি অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি হয়েছে। পারাপারের জন্য ১০ টাকা লাগে। সেই সামান্য ভাড়া দিয়ে সেতুতে একবার উঠলে আর নামার নাম করছেন না তরুণ-তরুণীরা। কী এমন আছে সেখানে? নদীর উপর বাঁশের সেতুতে নাচগান বেশ আকর্ষণীয় ডিজিটাল কনটেন্ট! ভাইরাল হওয়া কেউ আটকাতে পারবে না। এসব ভেবেই রোজ বিকেলে সেখানে ভিড় জমাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটাররা।

Comments

Popular posts from this blog

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

বালির নামকরণের ইতিহাস

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস