যুবভারতী কাণ্ডে শতদ্রুর পরে গ্রেফতার হলো আরো ২ জন
পু লিশের তদন্ত যত এগিয়ে চলেছে, ততোই সামনে আসছে সরকারি সম্পত্তি নষ্টের মূল প্রবক্তা কারা। সেই সূত্র ধরেই পুলিশের তদন্ত এগিয়ে চলেছে। আগেই শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ বার এই ঘটনা পুলিশের জালে আরও দু'জন। ধৃতরা হলেন শুভ্রপ্রতিম দে এবং সৌরভ বসু। সোমবারই ধৃতদের হাজির করা হবে আদালতে। সূত্রের খবর, সল্টলেকে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় ছ'জনকে নোটিস পাঠাতে চলেছে বিধাননগর পুলিশ। ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিল পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, যাঁদের তলব করা হয়েছে, তাঁরা মেসির অনুষ্ঠানের সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িত ছিলেন। উল্লেখ্য, কলকাতা থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় মেসির সফরের মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আপাতত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। রবিবার বিধাননগর মহকুমা আদালতে শতদ্রুকে তোলা হলে পুলিশের যুক্তি ছিল, যুবভারতীতে বিশৃঙ্খলার মূলে শতদ্রু ছাড়াও আরও বেশ কয়েকজন জড়িত। তাঁদের হদিশ পাওয়ার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনিয়তা রয়েছে। এর পরেই তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজত...