Posts

Showing posts from December, 2025

যুবভারতী কাণ্ডে শতদ্রুর পরে গ্রেফতার হলো আরো ২ জন

Image
  পু লিশের তদন্ত যত এগিয়ে চলেছে, ততোই সামনে আসছে সরকারি সম্পত্তি নষ্টের মূল প্রবক্তা কারা। সেই সূত্র ধরেই পুলিশের তদন্ত এগিয়ে চলেছে। আগেই শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ বার এই ঘটনা পুলিশের জালে আরও দু'জন। ধৃতরা হলেন শুভ্রপ্রতিম দে এবং সৌরভ বসু। সোমবারই ধৃতদের হাজির করা হবে আদালতে। সূত্রের খবর, সল্টলেকে যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় ছ'জনকে নোটিস পাঠাতে চলেছে বিধাননগর পুলিশ। ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিল পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, যাঁদের তলব করা হয়েছে, তাঁরা মেসির অনুষ্ঠানের সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িত ছিলেন।     উল্লেখ্য, কলকাতা থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় মেসির সফরের মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আপাতত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। রবিবার বিধাননগর মহকুমা আদালতে শতদ্রুকে তোলা হলে পুলিশের যুক্তি ছিল, যুবভারতীতে বিশৃঙ্খলার মূলে শতদ্রু ছাড়াও আরও বেশ কয়েকজন জড়িত। তাঁদের হদিশ পাওয়ার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনিয়তা রয়েছে। এর পরেই তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজত...

রবিবার সন্ধ্যায় ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধন দেখল ক্রীড়াদুনিয়া

Image
এ এক অসাধারণ মুহুর্ত। দুই জগতের দুই বিশ্বশ্রেষ্ঠ তারকা যখন এক ফ্রেমে আসেন তখন সেই মুহুর্তকে তো 'অসাধারণ' বলতেই হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই ‘গোট’। লিওনেল মেসি এবং শচীন তেণ্ডুলকর। ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধন দেখল ক্রীড়াদুনিয়া। দুই কিংবদন্তি পৃথক মেরুর হলেও মুম্বই তাঁদের এক ফ্রেমে মিলিয়ে দিল। আর যা দেখে গোটা গ্যালারি মেসিমায়ায় গর্জে উঠল। সত্যিই, এমন দিন যে এর আগে ভারতীয় ক্রীড়া ইতিহাসে আগে কখনও আসেনি। রবিবার গোট কনসার্টের শুরুতে ইন্ডিয়া স্টার্স বনাম মিত্রা স্টার্সের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়। সেখানে সুনীল ছেত্রী হেডে গোলও করেন। মেসিও পেনাল্টি নিলেন। নিখুঁত পেনাল্টি যখন জালে জড়াল, মেতে উঠল গ্যালারি।   এখানেই শেষ নয়। দর্শকদের জন্য রোমাঞ্চ তখনও বাকি ছিল। কারণ এরপর আর্জেন্তিনীয় রাজপুত্র। বলে শট নিলেন। বল সোজা চলে গেল দোতলার গ্যালারিতে। এরপর অনেকবার দর্শকদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন কুড়ালেন। সেই সময় বেশ খোশমেজাজে দেখা যায় তাঁকে। বাদ গেলেন না ডি পল এবং সুয়ারেজও। এর ঠিক পরেই মাঠে এলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। ওয়াংখেড়েতে ‘ক্রিকেট ঈশ্বর’কে দেখে আবারও ফেটে পড়ল গ্যালারি। ত...

যুবভারতী কান্ড - নিন্দায় সরব আর্জেন্টিনার সংবাদ মাধ্যম

Image
  বি শ্বের কাছে বাংলার মাথা কাটা গেছে। বিশ্বময় নিন্দার ঝড় উঠেছে। রবিবারই এই নিয়ে আমেরিকা, ইংল্যান্ডের পত্রিকায় সমালোচনা করা হয়েছে। এবার আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও যুবভারতী কাণ্ড প্রকাশিত হয়েছে। অর্থাৎ, মেসি-মারাদোনা দেশেও মুখ পুড়ল কল্লোলিনী তিলোত্তমার। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের কেলেঙ্কারি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ। ক্লারিন তাদের শিরোনামে লিখেছে, ‘ভারতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা।’ তারা প্রতিবেদনে লিখেছে, ‘আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ উঠেছে।’ উল্লেখ্য, মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর’-শনিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়। কিন্তু সফরের প্রথম দিনই দর্শক ক্ষোভের কারণে অনুষ্ঠান শেষ করা যায়নি।    আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি মাত্র ২২ মিনিট থাকার পরই বিরক্তিতে যুবভারতী থেকে চলে যান। তাঁকে দেখতে না পাওয়ার হতাশায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবলপ্রেমী জনগণ। আর্জেন্টিনার সংবাদপত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। ক্লারিনে লেখা হয়েছে, ‘চেয়ার এবং জলের বোতল ছোড়ার জন্য আর্জেন্টিনার তারকার অনুষ্ঠান মাত্র ২২ মি...

মঙ্গলবার প্রকাশ পাচ্ছে খসরা ভোটার তালিকা - কিভাবে বাড়ি বসেই দেখবেন আপনার নাম

Image
SIR নিয়ে দীর্ঘ বিতর্কের পরে এবার দ্বিতীয় পর্ব। মঙ্গলবার প্রকাশ পেতে চলেছে নতুন খসরা ভোটার তালিকা। কিভাবে আপনার নাম আপনি খুঁজবেন? জানালেন নির্বাচন কমিশন।   * কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে নাম? eci.gov.in বা ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে যেতে পারেন। এই দুই ওয়েবসাইটেই খসড়া ভোটার তালিকা দেখতে পাবেন। এই দুই সাইটে গিয়ে আপনি নিজের নাম বা এপিক নম্বর দিয়ে সার্চ করুন। তাহলেই দেখতে পারবেন আপনার নাম রয়েছে কি না। এটাই হল সহজ পদ্ধতি। * অ্যাপেও দেখা যাবে নাম আপনি চাইলে নির্বাচন কমিশনের অ্যাপ অর্থাৎ ইসিআই নেট অ্যাপটিও মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমেও একই নিয়মে নাম খুঁজে নিন। তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে।    এছাড়াও - ১) আপনি নিশ্চয়ই বিএলও-এর কাছেই ফর্মটা জমা দিয়েছেন। সেই বিএলও-এর সঙ্গেই এখন যোগাযোগ করুন। তাদের কাছে খসড়া ভোটার তালিকা দিয়ে রেখেছে কমিশন। তিনিই আপনাকে লিস্ট দেখে বলে দিতে পারবেন। ২) আপনার এলাকার রাজনৈতিক দলের কর্মীরা বিএলও হিসেবে কাজ করেছেন। তাদের কাছেও থাকবে খসড়া ভোটার লিস্ট। আপনি তাদের কাছ থেকেও লিস্ট দেখে নিতে পারবেন। ৩) কমিশনের সমস্ত রাজনৈতিক...

আজ কলকাতায় মেসির ঠাসা অনুষ্ঠান - চূড়ান্ত উন্মাদনা ভক্তদের মধ্যে

Image
শ নিবারের কলকাতায় একের পর এক ইভেন্টে অংশ নেবেন লিওনেল মেসি। হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই শুরু হয়ে যাবে 'বিজি ডে'। তাঁর আজকের শিডিউল হল- ১. শনিবার সকাল ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ পর্যন্ত গ্র্যান্ড মিট পর্ব চলবে মেসির ২. এরপর সকাল ১০.৩০ থেকে ১১.১৫ পর্যন্ত নিজের মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি ৩. সকাল ১১.১৫ নাগাদ তিনি রওনা দেবেন যুবভারতীর দিকে ৪. সেখানে বেলা ১১.৩০ নাগাদ আসবেন শাহরুখ ৫. দুপুর ১২টায় সেখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৬. মাঠে উপস্থিত হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৭. দুপুর ১২টা থেকে ১২.৩০ পর্যন্ত ফ্রেন্ডলি ম্যাচ হবে    ৮.এই সময় সংবর্ধনা অনুষ্ঠানও হবে ৯. থাকবে আলাপচারিতা পর্ব ১০. তারপর দুপুর ২টোয় তিনি হায়দরাবাদ উড়ে যাবেন।     এই হল কলকাতায় মেসির কর্মসূচি। আর সামান্য এই কয়েক ঘণ্টার সফরেই তিনি বাংলাবাসীর জন্য রেখে যাবেন হাজার স্মৃতি। তার গোট ট্যুর অব ইন্ডিয়া, ফ্যানেদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

দার্জিলিংয়ের ঘুমস্টেশন এখন ইকো পার্ক

Image
এ ই শীতেই নতুন সাজে সেজে উঠছে ইকো পার্ক। খুলে যাচ্ছে বিনোদনের নতুন দিগন্ত। ইকো পার্কে বেড়াতে গেলে এবার মিলবে ভিস্তাডোম কোচে চড়ে ঘোরার নতুন অভিজ্ঞতা। কুয়াশাঘেরা শীতের সকালে রোদ মেখে বেড়ানো, এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে নিউটাউনের ইকো পার্কে তৈরি হয়েছে দার্জিলিংয়ের ঘুম স্টেশনের রেপ্লিকা। সেখান থেকেই ছাড়ছে ভিস্তাডোম কোচ-সহ টয় ট্রেন। বন্দে ভারত ট্রেনের মতো ৩৬০ ডিগ্রি ঘোরানো যায় এমন সিটে বসে কাচের জানলার বাইরে প্রকৃতির রূপ উপভোগ করার সুযোগ মিলবে যাত্রীদের। শুধু প্রকৃতি নয়, ইকো পার্কের মধ্যে ছড়িয়ে থাকা বিশ্বের ‘সেভেন ওয়ান্ডার্স’-এর রেপ্লিকাও দেখা যাবে এই যাত্রায়। ইকো পার্ক বরাবরই বড়দিন ও বর্ষবরণে ভিড়ে উপচে পড়ে। পরিবার নিয়ে ঘুরে দেখার জন্য এখানে রয়েছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। বহুদিন ধরেই টয় ট্রেন চললেও, সেটি পাহাড়ি পথে চলা আসল টয় ট্রেন নয়। রেললাইন নয়, বরং রবারের চাকা-ওয়ালা গাড়ির মতো রাস্তা দিয়ে চলে এটি। আগেও এখানে এসি ও নন-এসি, দু’ধরনের টয় ট্রেন চালু ছিল। এবার HIDCO-র উদ্যোগে যুক্ত হল ভিস্তাডোম কোচের বিশেষ পরিষেবা। ইকো পার্কের ৩ নম্বর গেটের ভিতর তৈরি ঘুম স্টেশন...

“১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে।” - এক্স হ্যান্ডেলে কিং খান

Image
অ বশেষে সেই মহার্ঘ ১৩ ডিসেম্বর। ভক্তদের মধ্যে চূড়ান্ত উন্মাদনা। ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার, ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি। শহর তিলোত্তমা যখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, তখন এমন আবহেই বোমা ফাটালেন শাহরুখ খান। মেসির কলকাতা সফরের সঙ্গী হতে চলেছেন কিং খানও। অতঃপর একই মঞ্চে ফুটবলের ঈশ্বরের সঙ্গে বাদশার দর্শনপ্রাপ্তি যে তিলোত্তমাবাসীদের জন্য পরমপাওনা হতে চলেছে, তা বলাই বাহুল্য। ২ নভেম্বর, নিজের জন্মদিনেই খুব শিগগিরি কলকাতায় পা রাখার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। তার দিন কয়েকের ব্যবধানে শোনা যায়, ১৩ তারিখ লিওনেল মেসির সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন কিং খানও।   তখন থেকেই অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! যদিও সেসময়ে বিষয়টি আলোচনাস্তরে ছিল বলেই জানা যায়, তবে এবার জল্পনায় সিলমোহর বসালেন খোদ বলিউড বাদশা। ফিল্মি কায়দায় এক্স হ্যান্ডেলে কিং লেখেন, “এবার কলকাতায় ‘নাইট প্ল্যান’ করছি না…, বরং দিনেই ‘মেসি রাইড’ হবে।” তবে বলিউড সুপারস্টারের শব্দের মারপ্যাঁচে ঘাবড়ে যাবেন না! কারণ সেই টুইটেই ধোঁয়াশা সরিয়ে শাহরুখের সংযোজন, “১৩ ডিসেম্বর সল্টলেক স্টে...

সেতুটির নামও হয়ে গিয়েছে ‘পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজ।’

Image
এ মন ঘটনায় অবাক সবাই। তাই এটা আমাদের আজকের অফবিট নিউজ। ঘটনাস্থল পূর্ব বর্ধমান। ভঙ্গুর, নড়বড়ে বাঁশের সাঁকো। এপাশ থেকে ওপাশে যেতে গেলে যথেষ্ট ঝুঁকি, অতি সাবধানী হতে হয়। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এহেন সাঁকোই তুমুল ভাইরাল! রিলের নেশায় এই সাঁকোয় উঠে দেদার নাচগান, ভিডিও শুট করছে ইউটিউবারের দল। সেতুটির নামও হয়ে গিয়েছে ‘পূর্বস্থলীর ভাইরাল বাঁশের ব্রিজ।’ মাত্র ১০ টাকা দিলেই গোটা সাঁকো জুড়ে অন্তহীন ফূর্তির অনুমতি মেলে। যেমন নাচগান, তেমনি দেদার ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাটের জোগান – অস্থায়ী সাঁকোর উপর অস্থায়ী দোকানের দৌলতে।    এমন জমজমাট জায়গায় যে কোনও সময় যে বিপদ আসতে পারে হুড়মুড়িয়ে, কেউ কি ভাবে? ভাবছে না ইউটিউবারের দল। দল বেঁধে উল্লাসের চোটে নড়বড়ে সাঁকোয় স্বাস্থ্যের তীব্র ব্যাঘাত ঘটেছে। যে কোনও সময় ভেঙে পড়লে চরম বিপদে পড়বেন স্থানীয় মানুষজন। ভাইরালের নেশায় সমস্ত ঝুঁকি তুচ্ছ করা ইউটিবারদের দলও তা এড়াতে পারবে না। জনসাধারণের সুবিধার্থে পারাপারের জন্য ছাড়িগঙ্গার উপর পূর্বস্থলী থেকে ইদ্রাকপুর যাওয়ার একটি অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি হয়েছে। পারাপারের জন্য ১০ টাকা লাগে। সেই সামান্য ...

পেঁয়াজ-রসুন যত নষ্টের গোড়া

Image
পেঁ য়াজ-রসুন খাওয়া নিয়ে বিবাদে জেরে ২৩ বছরে বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন গুজরাটের এক দম্পতি। পারিবারিক আদালত তাঁদের বিবাহবিচ্ছেদের রায় দিয়েছিল। সেই রায় বহাল রাখল গুজরাট হাইকোর্ট। আহমেদাবাদের বাসিন্দা দম্পতির মধ্যে বিবাদ দীর্ঘদিন। ২০০২ সালে বিয়ে হয় তাঁদের। কার্যত বিয়ের পর থেকেই সমস্যার সূত্রপাত হয়। স্বামী এবং তাঁর পরিবার পেঁয়াজ-রসুন খান। স্ত্রী খান না। এই নিয়েই ঝামেলা।  আদালত সূত্রে জানা গিয়েছে, মহিলা নির্দিষ্ট ধর্মীয় পথ ‘স্বামীনারায়ণ’ সম্প্রদায়ের অনুসারী। সেই কারণেই তিনি পেঁয়াজ-রসুন ছাড়া খাবার খান। মাঝে আদালতের নির্দেশে মহিলার শাশুড়ি দুই ভাগে রান্না করছিলেন। পেয়াঁজ-রসুন-সহ এবং পুত্রবধূর জন্য পেঁয়াজ-রসুন ছাড়া আলাদা খাবার। আদালতের পর্যবেক্ষণ, ধর্ম অনুসরণ এবং পেঁয়াজ-রসুন খাওয়া উভয়পক্ষের বিরোধের সূত্রপাতের কারণ। পারিবারিক আদালতের বিবাহবিচ্ছেদের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হলেও বিবাহবিচ্ছেদের বিষয়ে আপত্তি জানাননি স্ত্রী। বিচারপতি ভিশেন এবং থাকোরের বেঞ্চ পরিবার আদালতের বিবাহ বিচ্ছেদের রায়ই বহাল রাখল।

পৌষ মাসের পূজা-পার্বন

Image
  পৌ ষ মাসে প্রধান পূজা ও উৎসব হলো পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি, যা নতুন ফসল তোলার উৎসব, যেখানে পিঠে-পুলি তৈরি ও খাওয়া হয় এবং পৌষকালী পূজা (অমাবস্যায়) প্রচলিত আছে, এছাড়া এই মাস সূর্য দেবতা ও বিষ্ণুর পূজা এবং মকর সংক্রান্তির জন্য গুরুত্বপূর্ণ, তবে বিবাহ বা মাথা ন্যাড়া করার মতো শুভ কাজ এড়িয়ে চলা হয়।   * প্রধান পূজা ও উৎসব: পৌষ পার্বণ (পৌষ সংক্রান্তি): পৌষ মাসের শেষ দিনে পালিত হয়। নতুন ধান ও নলেন গুড় দিয়ে পিঠে, পায়েস তৈরি করে উদযাপন করা হয়, যা ফসল তোলার আনন্দ। * পৌষকালী পূজা: পৌষ মাসের অমাবস্যা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়, যেখানে দক্ষিণাকালীর রূপের পূজা করা হয়। * মকর সংক্রান্তি: পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি নামেও পরিচিত, এটি সূর্যের মকর রাশিতে প্রবেশ উপলক্ষে উদযাপিত হয়, যা ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বহন * অন্যান্য গুরুত্বপূর্ণ দিক: * সূর্য ও বিষ্ণুর পূজা: পৌষ মাস জুড়ে সূর্য দেবতা এবং ভগবান বিষ্ণুর পূজা করার বিশেষ গুরুত্ব আছে। * নিষিদ্ধ কাজ: পৌষ মাসে বিবাহ, মাথা ন্যাড়া করা বা গৃহস্থালির নতুন অনুষ্ঠান করা অশুভ বলে মনে করা হয়, কারণ এতে বাধা আসতে পারে।  এ...

কলকাতায় অনুষ্ঠান করছেন এআর রহমান

Image
 দু' বছর আগে কবি নজরুল সম্পর্কে একটা মন্তব্য করে রহমান জড়িয়েছিলেন বিতর্কে। সেই রহমান সেই বিতর্ককে ভুলে গিয়ে আবার কলকাতায়। বছর দুয়েক আগে ‘পিপ্পা’ সিনেমার জন্য কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে বিতর্কে জড়িয়েছিলেন এআর রহমান। কালজয়ী বাংলা গানের ‘অপভ্রংশে’র অভিযোগে বাঙালি শিল্পীমহলে কম সমালোচিত হতে হয়নি ‘মোজার্ট অফ মাদ্রাজ’কে। চলেছিল বিস্তর কাটাছেঁড়া! সেই বিতর্ক-অধ্যায় সরিয়ে এবার কলকাতাবাসীকে সুরের মায়াজালে বাঁধতে চলেছেন রহমান। ফি বছর শীতের মরশুমে কলকাতায় কনসার্ট করতে আসেন শিল্পীরা। চব্বিশ সালেও বেশ কিছু হাইভোল্টেজ কনসার্টের সাক্ষী থেকেছেন শহরবাসী। সেই তালিকায় যেমন বিশ্বখ্যাত ব্রায়ান অ্যাডামস রয়েছেন, তেমনই দিলজিৎ দোসাঞ্ঝ, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, সোনু নিগমরাও গতবছর কলকাতায় কনসার্ট করেছেন।    এবারেও যে তার অন্যথা হবে না, রহমানের আগমনের খবরেই প্রত্যাশার পারদ চড়ল। তবে বছর শেষে নয়, বরং নতুন বছরে সিটি অফ জয়কে সুরের মূর্ছনায় ভাসাবেন রহমান। কবে, কোথায় কনসার্ট করবেন সুরসম্রাট? জানা গিয়েছে, আগামী ১১ জানুয়ারি কলকাতায় কনসার্ট করবেন ‘মোজার্ট অফ মাদ্রাজ’। পাঁচ ঘণ...

আজ নদীয়ায় মমতা - প্রস্তুত হেলিপ্যাড

Image
স ম্পূর্ণ শক্তি দিয়ে মুখ্যমন্ত্রী নেমে পড়েছেন প্রশাসনিক ও রাজনৈতিক কাজে। ২০২৬ এর ভোটকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন এক জেলা থেকে আরেক জেলা। কোচবিহারের পরেই আজ নদীয়া। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নদীয়ায় ২টি সভা করবেন। একটা প্রশাসনিক ও অন্যটা রজনৈতিক। দুপুরে কৃষ্ণনগর পৌঁছে হেলিপ্যাডে প্রথমে সরকারি অনুষ্ঠান, পরে রয়েছে তাঁর রাজনৈতিক সভা। এদিন সরকারি অনুষ্ঠান থেকে রাজ্যে রাস্তা নির্মাণে মেগা-প্রকল্পের সূচনা করতে চলেছেন মমতা। গ্রামীণ ও শহরকেন্দ্রিক, সব মিলিয়ে ২০ হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা তৈরি করবে রাজ্য সরকার। রাজ্যের কোষাগার থেকে খরচ হতে চলেছে প্রায় ৮৪৮৭ কোটি টাকা। সম্প্রতি সড়ক পরিকাঠামোয় আরও জোর দিতে রাজ্যজুড়ে রাস্তা তৈরির কাজে সিলমোহর দিয়েছিল মন্ত্রিসভা। এর পরই ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’ প্রকল্পে রাস্তা নির্মাণে গতি আনতে একেবারে আলাদা করে টেন্ডার করার নয়া পোর্টালও খোলে রাজ্য। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই জোরকদমে কাজ শুরু করে দিল রাজ্য।   নবান্ন সূত্রে খবর, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে ২০,৪৭৯টি রাস্তা হবে। যার দৈর্ঘ্য প্রায় ২০ হ...

ধুবুলিয়ায় মানবাধিকার দিবসে ১০০ দিনের কাজের দাবিতে কৃষকদের বিক্ষোভ মিছিল

Image
বি শ্ব মানবাধিকার দিবসের দিনেই নদীয়ার ধুবুলিয়ায় ১০০ দিনের কাজ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভে সরব হলেন কৃষক ও গ্রামীণ শ্রমিকেরা। এনআরইজিএ সংঘর্ষ মোর্চার নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে অংশ নেন শতাধিক শ্রমজীবী মানুষ। তাদের স্পষ্ট বক্তব্য “কেন্দ্র বা রাজ্য কে দিচ্ছে, কে দিচ্ছে না সেটা আমরা জানি না, আমাদের প্রাপ্য ১০০ দিনের কাজ চাই।” প্রায় তিন বছরের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ বন্ধ থাকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। তাদের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপোড়েনের মাঝে প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শ্রমিকরা। কেন্দ্রের দাবি রাজ্য হিসেব দিচ্ছে না, আর রাজ্যের দাবি কেন্দ্র তহবিল আটকে রেখেছে এই দোষারোপে আটকে পড়েছেন গ্রামের দরিদ্র মানুষ। এআইসিসিইউ নদীয়া জেলা সম্পাদক জীবন কবিরাজ জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই আন্দোলন করার বিশেষ তাৎপর্য রয়েছে। তিনি বলেন, “মানবাধিকারের প্রধান শর্ত হলো কাজ ও খাদ্য। দুহাতে কাজ আর পেট ভরে ভাত পাওয়ার অধিকারই মানুষের মৌলিক অধিকার। সেই অধিকারই আজ কেড়ে নেওয়া হচ্ছে।” তিনি আরও অভিযোগ করেন, শ্রমজীবী মানুষের অধিকার ক্রমশ সংকুচিত হচ্ছে। দেশের শ্রম ...

কলকাতার বায়ু দুষণ বেড়েই চলেছে - এবার ভাবার সময় এসেছে

Image
শী ত পড়তেই কলকাতার বাতাস বেশ বিষাক্ত হয়ে উঠছে। সমস্যা বাড়ছে মানুষের ফুসফুসের। পরিসংখ্যান বলছে কখনো কখনো কলকাতার বায়ু দুষণ দিল্লিকেও ছাড়িয়ে যাচ্ছে।  মঙ্গলবার রাত আটটা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে AQI ছিল ৩৪২। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ওই সময় দিল্লির একিউআই ছিল ২৯৯। কলকাতার ফুসফুস হিসেবে পরিচিত ময়দান এলাকায় বায়ুর এই গুণমান সূচক নিয়ে উদ্বেগ বেড়েছে। সচেতনতার অভাবের জন্যই এই অবস্থা বলেই পরিবেশবিদেরা মনে করেন।   পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ। তিনি বলেন, “এটা সম্পূর্ণ আমাদের গাফিলতি। কারণ, দিল্লির ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। ময়দানে ভিক্টোরিয়ার চারপাশে যে কর্মযজ্ঞ চলছে, বিশেষ করে মেট্রোরেলের কাজ। সেখানে নির্মাণের কাজ যেভাবে ঢেকে রাখা উচিত ছিল, সেটা করা হচ্ছে না। সেটা রাজ্য সরকারের দেখা দরকার। যে ধুলোটা উড়ছে, সেটা বন্ধ করার জন্য জল ছেটানোর দরকার ছিল। এছাড়া মা ফ্লাইওভারের উপর দিয়ে যেসব পুরনো ডিজেল গাড়ি চলছে, সেগুলো নিয়ন্ত্রণ করা রাজ্য সরকারের কাজ। ফলে কেন্দ্রীয় সরকারও দোষী। রাজ্য সরকারও দোষী। আর একটা কথা, এই ধরনের দূষণ শীতকালে বাড়ে। তবে এত ভয়ানক হয়...

স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পেলো সুন্দরবনের গোপালগঞ্জবাসী

Image
স্বা ধীনতার ৭৫ বছর পরেও সুন্দরবনের কয়েকটি রাস্তা এখনও কাঁচা। তারা বহুদিন ধরেই পাকা রাস্তার দাবি করে আসছিলো। এবার তাদের স্বপ্ন পূরণ হলো। সর্বপ্রথম সুন্দরবন দফতরের উদ্যোগে কুলতলী বিধানসভার বিধায়কের ব্যবস্থাপনায় পাকা রাস্তা নির্মাণ হয়েছে। তাই এলাকাবাসী শঙ্খ বাজিয়ে মঙ্গল ফিতে কেটে রাস্তার উদ্বোধন করেন। যা নজিরবিহীন ঘটনা বলেই মনে করছেন অনেকে। রাস্তার দাবি নিয়ে বাসিন্দারা আগে জেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন। এই এলাকার বাসিন্দাদের অনেকে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণা দিয়েছেন। তাই রাস্তা পাকা হওয়ার খবর শুনে খুশি গ্রামের মহিলা-পুরুষ সকলেই।    স্বাধীনতার পর এই প্রথম গ্রামের কাঁচা রাস্তা পাকা হবে। তাই আনন্দিত এলাকার সব মানুষ। এই উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে। এতদিন স্কুল-কলেজে থেকে শুরু করে হাসপাতাল, রাস্তার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হত। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়তেন বলে অভিযোগ। পাকা রাস্তা হয়ে গেলে, সেইসব সমস্যা দূর হবে বলেই আশাবাদী স্থানীয়রা।