Posts

Showing posts from August, 2025

পূর্ব মুকুন্দপুরের শ্রীশ্রীনগেন্দ্র মঠে উদযাপিত হল জন্মাষ্টমী

Image
  নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: পূ র্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন পূর্ব মুকুন্দপুরে শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের নির্মিয়মান রাধামাধব মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত হল বিশেষ পূজার্চনা। এই উপলক্ষে গত ১৬ আগস্ট ছিল ফুলে, চন্দনে, মন্ত্রোচ্চারণে এবং নাম সংকীর্তনে ভক্তিপূর্ণ উদযাপন। এ দিন রাধামাধবের বিগ্রহ এবং যোগ-ভক্তি মার্গের সিদ্ধ সাধক ভাদুড়ী মহাশয় - পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের প্রতিষ্ঠিত শ্রীমূর্তির বিশেষ পূজা এবং অঞ্জলিতে অংশ নেন অসংখ্য শ্রদ্ধালু।  কলকাতার রামমোহন রায় রোডের শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের এই শাখা কেন্দ্রে এই উপলক্ষে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। ১৭ আগস্ট ছিল নিত্য পুজো এবং নামগান। রবিবারও মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো।  এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন পূর্বমুকুন্দপুর গঙ্গা নায়িকালী সেবা সমিতির সভাপতি সুবোধচন্দ্র দাস, সম্পাদক ভবতোষ দাস প্রমুখ।  শ্রীশ্রীনগেন্দ্র মঠের সম্পাদক ড. রবীন্দ্রনাথ কর এখানে এই জন্মাষ্টমী পালন প্রসঙ্গে বলেন, ‘মহর্ষিদেব যে হরি নাম কীর্তনের কথা প্রতিমুহূর্তে বলেছেন - সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে, মঠের প্রচল...

কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে উদযাপিত হল জন্মাষ্টমী

Image
  নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: ম ঠের প্রচলিত রীতি মেনে ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের সাধন ভূমি কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে সাড়ম্বরে পালিত হল জন্মাষ্টমী। শনিবারের পর রবিবারও মূল মন্দিরে বিশেষ পুজো হয় ভগবান শ্রীকৃষ্ণের, সঙ্গে ভক্তদের বিশ্বাসে যিনি বহিরঙ্গে শিব এবং অন্তরঙ্গে বিষ্ণু সেই ত্রিকালজ্ঞ মহাযোগী মহর্ষি নগেন্দ্রনাথের।  প্রথমদিন ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন শম্ভু কুণ্ডু। দ্বিতীয়দিন ভক্তিমূলক সংগীতে অংশগ্রহণ করেন মহর্ষি নগেন্দ্রনাথের রচিত এবং সুরারোপিত পরমার্থ সংগীতের সুখ্যাত কণ্ঠ-শিল্পী শ্যামলী ভট্টাচার্য। দ্বিতীয়দিন প্রার্থনায় অংশ নেন মঠের আবাসিক ছাত্র এবং ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দুদিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিনের সন্ধ্যাতেও ছিল বিশেষ পূজা-অর্চনা। গতকালের মতো আজও ভক্তেরা পুজো ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমান।  দু'দিনব্যাপী কলকাতার শ্রীশ্রীনগেন্দ্র মঠে জন্মাষ্টমী পালন দুদিনের এই উৎসব পরিচালনায় ছিলেন নগেন্দ্র মিশনের সভাপতি গৌরহরি শাসমল এবং কোষাধ্যক্ষ সঞ্জয় ভট্টাচার্য। সহযোগিতায় ছিলেন শ্রীশ্রীনগ...

পায়রাডাঙ্গায় চিত্র প্রদর্শনী

Image
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: প বিত্র জন্মাষ্টমীকে সামনে রেখে ১৬ই আগস্ট অর্থাৎ শনিবার ভগবান কৃষ্ণ এবং মহান যোগী পরমহংস যোগানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে নদিয়ার পায়রাডাঙ্গার অগ্রণী চিত্রশিক্ষা কেন্দ্র 'অঙ্কনালয়' আয়োজন করল চিত্র প্রদর্শনী।  পায়রাডাঙ্গার অগ্রণী চিত্রশিক্ষা কেন্দ্র 'অঙ্কনালয়'  -এর   চিত্র  প্রদর্শনী অনুষ্ঠান  এদিন সন্ধ্যায় এই উপলক্ষে প্রথম পর্বে ছিল জলে পূর্ণ একটি মাটির  পাত্রে অতিথিদের হাত দিয়ে গোলাপের পাপড়ি প্রদানের মধ্যে দিয়ে আয়োজনের নান্দনিক সূচনা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী পম্পা প্রধান, অভয় বন্দ্যোপাধ্যায়, পায়রাডাঙ্গার গ্রাম পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাস, রানাঘাট ২ পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় বিশ্বাস, গবেষক সমরেশ সরকার, ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুলের কর্ণধার প্রতীক বসু প্রমুখ। এছাড়াও অতিথির আসন অলংকৃত করেন পরমহংস যোগানন্দ পশ্চিমে যাওয়ার আগে যাঁর আশীর্বাদ গ্রহণ করেছিলেন - সেই লঘিমা সিদ্ধ যোগী - ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রী শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্...

শ্রীশ্রীনগেন্দ্র মঠে পালিত হল স্বাধীনতা দিবস

Image
নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: তিনি আত্মনিয়োগ করেছিলেন সনাতন ধর্মের প্রচার এবং প্রসারে। কিন্তু সেই কাজ করতে গিয়ে তিনি বুঝেছিলেন পরাধীন দেশে ধর্মের প্রকৃত বিকাশ কার্যত অসম্ভব। তাই মহর্ষি নগেন্দ্রনাথ ছাত্রদের হৃদয়ে বপন করতে চেয়েছিলেন দেশাত্মবোধের বীজ। সেই ধারাই বহন করেছিলেন তাঁর মানসপুত্র ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী। স্বাধীনতা সংগ্রামের জন্য প্রয়োজনীয় যে ভিত্তিভূমি - তার ভিত্তি শিক্ষা। জনাই ট্রেনিং হাই স্কুল এবং বালি ইংলিশ হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার সময় এমন উপলব্ধিতেই পৌঁছেছিলেন তিনি। সেই কারণেই ছাত্রদের চরিত্র গঠন এবং তাদের মধ্যে দেশাত্মবোধের বীজ বপন করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। সেই উদ্দেশ্যেই তিনি শ্যামবাজার অঞ্চলে স্থাপন করেছিলেন পেট্রিয়টিক ইনস্টিটিউশন নামে একটি স্কুল। কলকাতার বিধান সরণি ও কৈলাস ঘোষ স্ট্রিটের সংযোগস্থলে প্রতিষ্ঠা করেছিলেন পেট্রিয়টিক লাইব্রেরী। এখানে শুধু ভারতীয় এবং আধুনিক ভাবধারার শিক্ষাই দেওয়া হতো না, দেশাত্মবোধেও দীক্ষিত করা হতো ছাত্রদের।                             ...

শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে উদযাপিত হলো রাখি বন্ধন উৎসব

Image
শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে রাখি বন্ধন উৎস নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: ভাদুড়ী মহাশয় অর্থাৎ পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের ভ্রাতৃত্ববোধের আদর্শ সামনে রেখে গত ৮ আগস্ট পরমহংস মহর্ষি নগেন্দ্রনাথের শেষ জীবনের তপস্যা-ভূমি কলকাতার রামমোহন রায় রোডের শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনে উদযাপিত হলো রাখিবন্ধন উৎসব। এদিন সনাতন ধর্ম প্রচারিণী সভা ও শ্রীশ্রীনগেন্দ্র মঠের কোষাধ্যক্ষ দেবাশিস বোসসহ মঠের আবাসিক প্রাক্তন ও বর্তমান ছাত্র এবং উপস্থিত ভক্তবৃন্দের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন মিঠু ভট্টাচার্য। এই উপলক্ষে মঠে এছাড়াও ছিল প্রাত্যহিক ধর্মীয় অনুষ্ঠান। এ বিষয়ে শ্রীশ্রীনগেন্দ্র মঠ এবং মহর্ষি নগেন্দ্রনাথের পরিবারের পক্ষ থেকে মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রীর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এই মঠের প্রাক্তন আচার্য ড. রঘুপতি মুখোপাধ্যায় মূলত মঠের আবাসিক ছাত্র এবং ভক্তদের জন্য রাখিবন্ধন উৎসবকে মঠে এক আলাদা রূপ দেন। তিনি প্রয়াত হলেও মঠে সেই ধারা বজায় রাখা হয়েছে।

জলমগ্ন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল - চিকিৎসার চরম অব্যবস্থা

Image
ফটো ইন্টারনেট  নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:  'পানিহাটি' মানেই যেন বর্ষায় একটা নদী হয়ে ওঠা। গত কয়েক বছর ধরে সেই জল বেড়েই চলেছে। বৃষ্টিতে জলবন্দি পানিহাটি হাসপাতাল। রোগী থেকে চিকিৎসক সকলেই চরম সমস্যায় পড়েছেন। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল বর্তমানে কার্যত জলমগ্ন। প্রবল বৃষ্টিপাতের প্রভাবে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে জল থইথই অবস্থা। এর ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন রোগী ও তাঁদের আত্মীয় পরিজনরা। এই জলমগ্ন অবস্থার ফলে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাঁদের পরিবারের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে, ছড়াচ্ছে আতঙ্ক। জমে থাকা নোংরা জল থেকে ছড়াচ্ছে সংক্রামক রোগ, বাড়ছে পোকামাকড় ও সাপের উপদ্রব।  এই অবস্থায় হাসপাতাল চত্বরের রাতের পরিস্থিতি বিশেষভাবে ভয়ঙ্কর হয়ে উঠেছে। কোথা থেকে বিপদ আসে, সেই আশঙ্কায় ভুগছেন হাসপাতালে ভর্তি রোগীরা। হাসপাতালের আধিকারিক থেকে কর্মীরা বাধ্য হয়ে গামবুট পরে কাজ করছেন। জল না নামা পর্যন্ত হাসপাতালের পরিবেশ স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন অনেকে। প্রতিবছর বর্ষাকালে এই একই ছবি পানিহাটি হাসপা...

১৪ অগস্ট অবশেষে 'ধূমকেতু' মুক্তি পেতে চলেছে

Image
ফটো ইন্টারনেট  নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। আগের মতো বর্তমানেও তাঁদের নিয়ে উন্মাদনা কম নয়। আসলে তাঁরা কেবল দর্শকদের যে পর্দায় মাতিয়ে রাখতেন তা কিন্তু নয়। পাশাপাশি বাস্তবেও তাঁরা একসময় চুটিয়ে প্রেম করতেন। যদিও বিচ্ছেদের পরই 'ধূমকেতু' ফ্লোরে আসে। কিন্তু সেই সময় নানা জটিলতায় আর ছবি মুক্তি পায় না। তারপর থেকে আর দেব-শুভশ্রী জুটিকেও কোনও ছবিতে একসঙ্গে দেখা যায় না। এমন কী তাঁদের আর কথা বলতেও দেখা যায়নি। সোমবার ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। সেদিন সম্ভবত দেব ও শুভশ্রীকে সেই অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেতে পারে। সেই আশায় বুক বাঁধছেন তাঁদের অনুরাগীরাও। আর সেই অনুষ্ঠানের দুটি হাতের ব্যান্ডের ছবি দিয়ে দেব ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘রেডি?’ আর তাঁর সেই স্টোরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শুভশ্রী উত্তরে লেখেন, ‘রেডি’।  এই প্রথমবার শুভশ্রী দেবের উত্তরে এক প্রকার সারা দিলেন তা বলাই যায়। আর তাঁদের এই স্টোরি দেখে অনেকেই মনে করছেন, তাঁদের একসঙ্গে ছবির প্রচারে এবার দেখা যেতে পারে। তবে তা আদৌও হবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে ৪ অগস্টের। প্রসঙ্গত, ২০১৫...

বন্ধুদের নিয়ে ২১ লক্ষ টাকার পিৎজা খেয়ে ফেলেছে ষষ্ঠ শ্রেণীর এক নাবালক

Image
ফটো ইন্টারনেট  নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: এমন ঘটনা শুধু ব্যতিক্রম নয়, প্রায় অসম্ভব বলা যায়। আর এই অসম্ভবকে সম্ভব করেছে  কালনার ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় এক নাবালক। পিৎজা প্রেমে দিনের পর দিন বন্ধুদের সঙ্গে পার্টি করে এমন কাণ্ডই ঘটিয়ে ফেলেছেন কালনার এক নাবালক। এই পাহাড়প্রমাণ টাকা মেটাতে আবার বাড়ির আলমারি থেকে অর্থও হাতিয়েছে সে। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল ছড়িয়েছে এলাকায়। কিন্তু এক নাবালককে কোনও প্রশ্ন না করে দিনের পর দিন এত টাকার পিৎজা বিক্রি করেছে কেন ওই পিৎজা শপ? এলাকাবাসীর এহেন প্রশ্নের পর দোকানের ম্যানেজারকে আটক করেছে কালনা থানার পুলিশ।  জানা গিয়েছে, কালনার ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় ওই নাবালকের পরিবার একটি বাড়ি বিক্রি করেছিল। সেই বাড়ি বিক্রির অর্থ-সহ বেশ কিছু টাকা মিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার বেশি তাঁরা আলমারির লকারে রেখেছিলেন। তাঁদের বাড়িরই ছেলে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। জানা গিয়েছে, কালনা শহরের এক নামী পিৎজার দোকানে গিয়ে প্রতিদিনই দুই থেকে তিন হাজার টাকা করে খরচ করতেন। এমনকি পিৎজা শপের উপরের পুরো অংশটি বুক করে নিত ওই নাবালক। তারপর বন্ধুদের নিয়ে চলত দ...

ভয়ঙ্কর বিস্ফোরনে কেঁপে উঠলো পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া

Image
                                                  ফটো ইন্টারনেট  নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে সামগ্রিক শান্তি কিছুতেই ফিরছেনা। একদিকে ক্রমাগত জঙ্গি কার্যকলাপ অন্যদিকে বলোচ বিদ্রোহীদের আক্রমন। এবারের ঘটনার কারণ অবশ্য এখনও জানা যায় নি। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৩। এর নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টা নাগাদ খাইবার পাকতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সদর থানার কাছে একদল শিশু খেলাধূলা করছিল। সেই সময় তারা একটি মর্টার শেল খুঁজে পায়। জানা যাচ্ছে, সেটা নিয়ে খেলতে গিয়েই ঘটে যায় অঘটন। হঠাৎ বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৫ জন শিশুর। আহতের সংখ্যা ১৩. খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং উদ্ধারকারী দল।    আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু মর্টার শ...