Posts

Showing posts from September, 2023

ক্ষুদের উপস্থিত বুদ্ধিতে বাঁচলো বহু যাত্রীর প্রাণ

Image
  মালদা:  উপস্থিত বুদ্ধিতে প্রান বাঁচলো বহু যাত্রীর। নেট দুনিয়ায় এখন ভাইরাল হয়েছে ভিডিওটি। জানা গিয়েছে মালদহের ভালুকা রোড স্টেশন থেকে কিছুটা দূরে এক বালক মাছ ধরেতে গিয়ে দেখে রেললাইননে নিচে অনেক বড় গর্ত হয়ে গিয়েছে তা দেখে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ট্রেনটিকে দাঁড় করায়। এই আট বছরের ছেলের উপস্থিত বুদ্ধিতে বড়সড় দূর্ঘটনার হাত থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রেস ট্রেনকে বাঁচালো ছেলেটি।  রেল সূত্রে খবর, আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদার ভালুকা রোড স্টেশন ছেড়ে বের হতেই ওই বাচ্চা ছেলেটির চোখে পরে রেললাইনে বড় গর্ত। রেললাইনে উপর এত বড় গর্তে দেখে কিছু বুদ্ধি না পেয়ে নিজের গেঞ্জি খুলে দেখাতে থাকে।সেই লাল গেঞ্জি দেখে ট্রেন থেমে যায়। ছেলেটির কাছে সমস্ত কথা শুনে তাঁরা ঘটনাস্থল পরিদর্শনে যান। দেখেন, সত্যিই রেললাইনের তলায় একটা গভীর গর্ত।এর পর শুরু হয় লাইন মেরামতির কাজ। জানা গিয়েছে ওই বাচ্চাটি নাম মুরসালি।  বাড়ি কড়িয়ালি বারিনওয়ারে। সে মিশন বিদ্যালয়ের ছাত্র।ওই খুদে বাচ্চার এই সাহসকে বাহবা দিয়েছে রেল কর্তৃপক্ষ। দারুণ খুশি ওই বাচ্চার পরিবার-সহ গোটা গ্রাম।এলাকাবাসীরা বলেন, ‘আমরা গর্বিত।এম...

রসনাতৃপ্তির জন্য হাজির বাংলাদেশের পদ্মার ইলিশ

Image
বনগাঁ: ভোজন রসিক বাঙালির পছন্দের তালিকায় সবার প্রথমে থাকে ইলিশ। আর সেই ইলিশ যদি বাংলাদেশের পদ্মা নদীর হয় তাহলে তো কোন কথাই নেই। স্বাদে ও গন্ধে অতুলনীয় পদ্মার এই রূপলী শস্যের অপেক্ষায় থাকে পশ্চিমবঙ্গের বাঙালিরা। এবার সেই ইলিশ এর জন্য অপেক্ষার অবসান ঘটলো তাদের‌ এবার বাঙালির পাতে পড়বে পদ্মার সেই ইলিশ। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে কিভাবে পদ্মার ইলিশ বাঙালির পাতে পড়বে? কেমন দামেই বা কিনতে হবে পদ্মার ইলিশ? সাধারণ নাগরিকদের পাতে কি পড়বে পদ্মার ইলিশ? আসুন তাহলে এখন বিস্তারিত জানা যাক। মহালয়ার বাকি রয়েছে এখনও বেশ কয়েকদিন। তার আগেই যেন পুজোর উপহার পেল পশ্চিমবঙ্গের বাঙালি। অপেক্ষার অবসান ঘটিয়ে বাঙালির পাতে পড়তে চলেছে পদ্মার ইলিশ। বাংলাদেশ সরকারের অনুমতিতেই বৃহস্পতিবার বিকেলে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ পার … [21:02, 21/09/2023] Piyali Bose.: বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপূজোর  আর বেশি দিন বাকি নেই । ইতিমধ্যেই বনেদী বাড়ীর পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেবীর মূর্তির গায়ে পড়েছে মাটির পলেপ‌। এ বাড়ির ইটের পাজরে জড়িয়ে আছে অনেক ই...

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক বিধবা মহিলার ঘর সহ দুই ছেলের বসতবাড়ি

Image
মালদা: হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই এক বিধবা মহিলার ঘর সহ দুই ছেলের বসতবাড়ি। অগ্নিকাণ্ডটি ঘটেছে রবিবার দুপুর ১২ টা নাগাদ। হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেনা বেওয়া ও তার দুই ছেলে মহম্মদ কালাম ও আমেরুল হকের বাড়ি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ক্ষতিগ্রস্ত আমেরুল হকের স্ত্রী মাজেরা বিবি দুই নাবালিকা কন্যা সন্তানকে বাড়িতে রেখে মাঠে ধানের জমিতে জল দিতে গিয়েছিল।এই সুযোগে তার বড় মেয়ে মুসকান খাতুন রান্না ঘরের উনুনে ভাত চাপিয়ে রান্না করছিল।অসাবধানতার কারণে রান্নাঘরে আগুন ধরে যায়।সেই আগুন নিমেষের মধ্যে আমেনা বেওয়া ও মহম্মদ কালামের বাড়িতে ছড়িয়ে পড়ে।দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর।স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান।খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়,মজুত শস্য ও নগদ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। ক্ষতিগ্রস্ত আমেনা বেওয়া জানান,তার দুই ছেলে ও তার একমাত্র বসতবাড়ি সহ তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।এছাড়া বাড়িত...

রাস্তাশ্রী প্রকল্পের রাস্তার বেহাল দশা

Image
মালদা: দুদিন আগেই নির্মিত হয়েছে পিচের রাস্তা।দূর থেকে দেখলে মনে হবে ঝা চকচকে। কিন্তু না, দাড়িয়ে দেখলেই চক্ষু চড়ক গাছ হবে আপনার।দুদিনের মধ্যেই রাস্তার বুক চিরে গজিয়েছে সবুজ ঘাস।শুধু তাই নয়, হাত দিলেই খুবলে বেরিয়ে আসছে মাটি।এ ঘটনা মালদার চাঁচল-২ নং ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হারোহাজরা গ্রামের। সেখানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। অর্ধেক কাজ হতেই মানুষ রুখে দাঁড়িয়েছে। সরজমিনে গিয়ে জানা গিয়েছে, রাস্তাশ্রী প্রকল্পে প্রায় দেড় কিমি পিচের রাস্তার জন্য বরাদ্দ হয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকা।এদিকে নিম্নমানের কাজ দেখেই রুখে দাঁড়িয়েছে এলাকাবাসী।কাজ বন্ধ করে প্রশাসনকে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন তাঁরা। এমনকি রাস্তা সঠিকভাবে মেরামতের দাবিতে বিক্ষোভও দেখিয়েছেন এলাকার মানুষজন। তাদের দাবি,এইভাবে রাস্তা নির্মাণ হলে কয়েকমাসেই ভেঙে যাবে। যদিও গ্রামবাসীকে আশ্বস্ত করেছেন ওই এলাকার স্থানীয় মালদহ জেলাপরিষদের সদস্যা রেহেনা পারভিন।তিনি কাজটি পরিদর্শনে যাবেন।অনিয়ম হলে তিনি প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন করবেন।মহকুমা প্রশাসন ব্লক প্রশাসনকে কাজটি খতিয়ে দেখতে বলবেন বলে জানিয়েছেন। রাজ্য সরকারের রাস্তাশ্রী প্...

চালু হতে চলেছে তেজাস রাজধানী এক্সপ্রেস ট্রেন

Image
  মালদহ: আগামী নতুন বছরের ১৫ই জানুয়ারি থেকে ত্রিপুরা আগরতলা দিল্লিগামী চালু হতে চলেছে তেজাস রাজধানী এক্সপ্রেস ট্রেন। সেই ট্রেনের স্টপেজ পেতে চলেছে মালদা জেলা। আগামী ১৬ জানুয়ারি তেজাস রাজধানীর প্রথম স্টপেজ মিলবে মালদা টাউন স্টেশনে। সেই ট্রেন যাত্রারই টিকিট কাটা পর্ব শুরু হল রবিবার। যার আনুষ্ঠানিক সূচনা করলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে ও উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ আরও অনেকেই। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিনে মালদাবাসীকে খুশির খবর দিল রেল প্রশাসন। আগামী ১৫ই জানুয়ারি থেকে আগরতলা-দিল্লিগামী তেজাস রাজধানী এক্সপ্রেস চালুর আনুষ্ঠানিক ঘোষণা করল এদিন। আর এই ঘোষণার পরপরই মালদা থেকে তেজাস রাজধানী এক্সপ্রেসের টিকিট কাটলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ অন্যান্যরা। রেল প্রশাসনের এমন উদ্যোগে খুশি মালদাবাসী।

জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে ধিক্কার হাওড়ায় হকার উচ্ছেদের ২৫ জনকে গ্রেফতারের ঘটনায়

Image
হাওড়া: হাওড়া স্টেশনে প্রতিবাদী হকারদের উপর গতকাল আরপিএফের লাঠিচার্জের ঘটনার পর আরপিএফ ঘটনাস্থল থেকে হকার সহ ২ জন যাত্রীকেও গ্রেফতার করে। মোট ২৫ জনকে গ্রেফতার করা হয় শনিবারের ঘটনায়। ওই ঘটনা সম্পর্কে জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে এদিন তীব্র ধিক্কার জানানো হয়। তাদের অভিযোগ, রেলের হকারদের পেটে লাথি মারা হচ্ছে। তাদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। রেলের হকারিতে বাধা দেওয়া হচ্ছে। তাদের জোর করে দোকান তুলে দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে তারা আন্দোলন করছেন। শনিবার তাদের হাওড়া স্টেশনে ডাকা হয়েছিল আলোচনায় বসার জন্য। মীমাংসা করার জন্য। কিন্তু আলোচনার নামে তাদের ডেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করে তাদের লাঠিচার্জ করে মারধর করা হয়েছে।  জাতীয় বাংলা সম্মেলনের তরফে সিদ্ধব্রত দাস বলেন, ‘রেল আমাদের দোকান তুলে ফেলে দিচ্ছে। আমরা এর প্রতিবাদ করছি। আমরা যদি প্রতিবাদ না করতাম তাহলে লাঠিচার্জ হতোনা। প্রশাসনের তরফ থেকে শনিবার আমাদের হাওড়ায় আলোচনায় বসার জন্য ডাকা হয়েছিল। মীমাংসা করার জন্য আমাদের ডাকা হয়েছিল। আমি হাওড়ায় সেইজন্যই আসছিলাম। আসলে আমাদের ডাকা হয়েছিল মারার জন্য। ওরা আসলে মিথ্যে প্রতিশ্রু...

হাওড়া স্টেশনে হকার ও আরপিএফের সংঘর্ষে রণক্ষেত্র।

Image
হাওড়া: হকার বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন। শনিবার দুপুরে হকারদের বিক্ষোভকে কেন্দ্র করে আরপিএফের সঙ্গে সংঘর্ষ বাঁধে হাওড়া স্টেশনে। ওল্ড কমপ্লেক্সের ৫ নম্বর প্ল্যাটফর্মে হকার-আরপিএফের মধ্যে হাতাহাতি, লাঠিচার্জকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশনের চত্বর। অভিযোগ স্টেশনের ভিতরে হকারি করতে বাধা দেওয়ার কারণে হাওড়া স্টেশনে বিক্ষোভ কর্মসূচি নেয় হকার ইউনিয়নের সদস্যরা। সেই কর্মসূচিতে অংশ নিতে হাওড়া স্টেশনে হকাররা আসতেই আরপিএফের আধিকারিকরা তাদের বাধা দেয়। এরপরই বচসাতে জড়িয়ে পড়ে হকার ও আরপিএফ কর্মীরা। উত্তপ্ত বচসা পরিণত হয় হাতাহাতিতে। স্টেশন চত্বরে এই গোটা ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। শনিবারের এই ঘটনাতে বেশ কয়েকজন হকারকে আটক করা হয় বলেই আরপিএফ সূত্রে খবর। হকার ইউনিয়নের সংগঠনের আওতায় থাকা বিভিন্ন স্টেশনে হকারি করতে আরপিএফ বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলেই জানা যাচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ডিআরএমের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে হকার সংগঠনের সদস্যরা। এতে স্টেশনে আসা নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়েন। এরপর...

শতবর্ষের অধিক পুরনো দুটি কামানের গোলা উদ্ধার

Image
  হাওড়া: স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস খুঁজতে গিয়ে শিবপুর থানা থেকে উদ্ধার হল শত বর্ষের অধিক পুরান দুটি কামানের গোলা। অতীতকালের দুটি কামানের গোলা সংরক্ষণের জন্য রাজ্য বিচারব্যবস্থা সংরক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের হাতে  তুলে দেওয়া হয়। ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া এক স্বাধীনতা সংগ্রামীর বাড়ির ঠিকানার হদিস করতে গিয়ে এই দুটি কামানের গোলা উদ্ধার হয় বলেই জানা যাচ্ছে।  কয়েকমাস আগে রাজ্য সরকারের এই সংস্থার পক্ষ থেকে হাওড়ার শিবপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে ওই স্বাধীনতা সংগ্রামীর হদিস পাওয়ার জন্য যোগাযোগ করা হয়। যদিও প্রাপ্ত সূত্র অনুযায়ী শিবপুরের ওই স্থানে পুরাতন বাড়ি সব ভেঙে উড়ালপুল,বহুতল তৈরি হয়ে এলাকার নকশাই বদলে গেছে বলেই জানতে পারা যায়। ওই ঘটনার সূত্রেই থানার আধিকারিক সংস্থার মহা পরিপালক ও ন্যাসপাল পশ্চিমবঙ্গ বিপ্লব রায় বলেন, ‘আমরা এক স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস খুঁজতে এসে শিবপুর থানার মধ্যে কলের জলের লাইন তৈরির সময় এই গোলা দুটি উদ্ধারের কথা জানতে পারি। এরপর এই দুটিকে রাজ্য বিচারব্যবস্থা সংরক্ষণাগার ও গবেষণা কেন্দ্রে নিয়ে যাওয়ার আবেদন করি। শিবপুর থানার ভারপ্রাপ্ত আধিকা...

ইডির তলবের প্রসঙ্গে অভিষেককে তোপ শুভেন্দুর।

Image
 হাওড়া: রবিবার সন্ধ্যাতে হাওড়ার আন্দুল এলাকার দানেশ শেখ লেনের দলীয় সভাতে উপস্থিত হয়ে অভিষেক বন্দোপাধ্যাযের টুইট বার্তার বিরুদ্ধে তোপ দাগেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেন, ‘অভিষেক বন্দোপাধ্যায় কোনো আলালের দুলার নন, উনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে, মমতা বন্দ্যোপাধ্যাযের কাছে, রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে,তৃণমূলের কোম্পানির কর্মচারীদের কাছে কেউকেটা হতে পারেন কিন্তু আইনের চোখে উনি সন্দেহভাজন অভিযুক্ত। তাই স্বাভাবিকভাবে ওকে এজেন্সি কখন ডাকবে সেটা ওকে জিজ্ঞেস করে ডাকবে না।’  এছাড়া পঞ্চায়েতের বোর্ড গঠনের দিনে পুলিশ বিরোধী দলের পঞ্চায়েত সদস্যদের অফিসের সামনে থেকে তুলে নিয়ে গেছে, এরকম দশটি উদাহরণ দিতে পারি। তাদের জেল খাটিয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি স্বাধীন সংস্থা, তিনি না গেলে এজেন্সি কি করবে তা এজেন্সি বলতে পারবে। পাশাপাশি শনিবার মধ্য রাতে রাজ্যপালের দুটি চিঠি প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘কেন্দ্রীয় সরকারের সকলে এখন জি-২০-র অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। তাই তাদের প্রতিক্রিয়া কি পদ্ধতিতে আসবে সেটা আমার জানা নেই। তবে ওই চিঠি নবান্নে পৌঁছে গেছে, চিঠি পড়াও হয়ে গেছে।’ যদিও এ...

হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকা ও ১৩ কেজি রুপো

Image
  হাওড়া:  হাওড়া স্টেশন থেকে কর্মরত আরপিএফ আধিকারিকরা ৩০ লক্ষ নগদ টাকা ও ১৩ কেজি রুপোসহ এক ব্যক্তিকে আটক করেন। সূত্র মারফত জানা যাচ্ছে, ধানবাদের বাসিন্দা ওই ব্যক্তি কলকাতার বিভিন্ন জায়গায় এই ধরনের রুপো ও টাকা নিয়ে আসেন। কিন্তু তাকে আরপিএফ আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে আরপিএফ আধিকারিকরা তাকে আটক করে আইনিগত ব্যবস্থা নেওয়ার জন্য এজেন্সিকে খবর দেন।

নদীয়ার কল্যাণীর চড় যদুবাটি এলাকায় নিখোঁজ এক বাচ্চা।

Image
নদীয়ার কল্যাণীর চড় যদুবাটি এলাকায় গত ১ তারিখ শুক্রবার থেকে নিখোঁজ এক যুবক। নিখোঁজ যুবকের নাম বিশাল মাহাতো ওরফে কালু মাহাতো। বয়স ১৭ বছর। পরিবার ও প্রতিবেশী সুত্রে জানা গেছে, যুবকটি মানসিক ভারসাম্যহীন এবং কথাও বলতে পারে না। তার চিকিৎসাও চলছিল। তাকে সব সময় চোখে চোখেই রাখা হতো। কিন্তু গত শুক্রবার বাবার সাথে ঘুমানো পরেই হঠাৎই ভোরবেলা সে একা একা বেরিয়ে যায়। পরিবার প্রশাসন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোজ চালালেও এখন অব্দি তার খোঁজ পাওয়া যায়নি। কোন সদ্ ব্যক্তি যদি যুবকটির খোঁজ পান তাহলে অতিশীঘ্রই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করবেন। কোন সদ্ ব্যক্তি যদি  ছেলেটিকে খুঁজে পান  অতিশীঘ্রই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করুন: ৬২৯০১১৫৬৬০

শাসক দল ও মন্ডল সভাপতির মধ্যে চলছে এগোনো ও পিছনোর লড়াই

Image
জলপাইগুড়ি: তৃতীয় রাউন্ডের গননা শেষে। বিজেপি প্রার্থী তাপসী রায়কে পেছনে ফেলে ১১১৯ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এখন তৃণমূল পেয়েছে ১১৭৩৯ ও বিজেপি পেয়েছে ১০৬২০। এরপর চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেসে  ৩৯,০৯৬ ও বিজেপি ৩৮,৭৩৬। ৩৬০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়।

শুরু জলপাইগুড়ি ধুপগুড়িতে ভোট গণনা

Image
জলপাইগুড়ি, সায়ন সেন: আজ জলপাইগুড়ির ধুপগুড়িতে শুরু হয়েছে ভোট গণনা। ভোট গণনার কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ দ্বারা কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি পেয়েছে ৪১৮ তৃণমূল ১৬০ এবং সিপিআইএম ১২৭। ধুপগুড়ি বিধানসভার অন্তর্গত বানারহাট চা বাগান এলাকায় প্রথম রাউন্ডের গণনায়  প্রায় দুই হাজার ভোটে এগিয়ে বিজেপি।

কংগ্রেসে ফের ভাঙ্গন

Image
  মালদা:  কালিয়াচকে ফের ভাঙন কংগ্রেসে। এবার তৃণমূলে যোগ দিলেন দুই পঞ্চায়েত সদস্য সহ ২০০ জন। পঞ্চায়েত  বোর্ড গঠনের পর কংগ্রেসে ভাঙ্গন কার্যত শুরু হয়ে গেল। প্রায় ২০০ জন কংগ্রেস কর্মী সমর্থক যোগদান করলেন তৃনমূল কংগ্রেসে। রবিবার সন্ধ্যায় কালিয়াচক  তৃনমূল কংগ্রেস অফিসে অনুষ্ঠিত হয় এই যোগদান শিবির।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য আবদুর রহমান, ব্লক সভাপতি সামিজউদ্দিন আহমেদ, গয়েশবাড়ি অঞ্চলের তৃণমূল নেতা তথা প্রধানের স্বামী এস মোহাম্মদ খান, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হায়দার আলী মোমিন সহ অন্যান্যরা। জানা যায়, এদিন কালিয়াচক ১ নম্বর ব্লকের গয়েশবাড়ি অঞ্চলের বাখরপুর গ্রামের নব নির্বাচিত দুই জন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য ইফতেকার হাসান হাবিব ও জিয়েম আলি সহ প্রায় ২০০ জন কংগ্রেস ছেড়ে তৃণমুল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা পরিষদের সদস্য আবদুর রহমান। ভোটের আগে কালিয়াচক ১ নম্বর ব্লক কংগ্রেসে জোয়ার এসেছিল। দীর্ঘদিন ধরে তৃণমূল করার পরেও টিকিট না পেয়ে বিভিন্ন অঞ্চলের বিক্ষুব্ধরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে...

রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষ

Image
  মালদা: সাত সকালে ভালুকা রাজ্য সড়কে বাইকে বাইকে মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে প্রাণ গেল এক মাখনা শ্রমিকের। গুরুতর আহত একজন। মৃত যুবকের নাম নিবারণ মহলদার বয়স ১৯। আহত যুবক হলেন ঘন্টু মহলদার। আহত যুবককে গুরুতর অবস্থায় চাচোল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। পেশায় দুজনেই মাখনা শ্রমিক বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে ভালুকা এলাকার সেভেন্টি মোরে এই দুর্ঘটনাটি ঘটেছে।  স্থানীয় বাসিন্দারা জানান, সকাল বেলায় তালসুরের দিক থেকে নিবারণ মহালদার এবং ঘন্টু মহালদার বাইকে চেপে গোবরা হাটের দিকে যাচ্ছিলেন। সেভেনটি মোড়ের কাছে এসে রাস্তার উপরে থাকা একটি মহিষকে পাস কাটাতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় উল্টো দিক থেকে আরেকটি মোটরসাইকেল আসছিল দ্রুত গতিতে। সেই মোটরসাইকেল সজোরে গিয়ে নিবারণ বাবুদের মোটরসাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিবারণ মহলদারের। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকেন ঘন্টু হালদার। এরপরই স্থানীয়দের তৎপরতায় আহত ঘন্টুকে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  দুর্ঘটনার পরে ঘাতক মোটরসাইকেলটি দ্রু...

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি পরিবারের সর্বস্ব

Image
 মালদা:  গভীর রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় তিনটি পরিবারের সর্বস্ব। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে,  আশরাফুল হকের বাড়িতে প্রথমে আগুন লাগে তারপর সেই আগুন সাদ্দাম আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে। ক্ষণিকের মধ্যে জ্বলতে থাকে আশরাফুল, মান্নান, ও সাদ্দাম আলীর বাড়ি সহ একটি গোয়ালঘর।কোনো রকমে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে আসে। গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি থেকে কোনো সামগ্রী বার করতে পারেননি। আগুন দেখে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর তুলশিহাটা  দমকল কেন্দ্র থেকে ছুটে আসে দমকল বাহিনী।কয়েক ঘণ্টার চেষ্টায় কোনভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।আসবাবপত্রসহ ,বাড়িতে মজুদ থাকার বিভিন্ন শস্য ,সহ মূল্যবান সামগ্রী নিমিষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।  অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যরা।কিভাবে আগুন লেগেছে ...

প্রশাসন তহবিল টাকা তুলতে ৩২৯ দুস্থ মহিলাকে চিঠি দিলেন কালিয়াচকের বিডিও

Image
মালদা:- প্রায় ৭লক্ষ টাকা গায়েব মালদা কালিয়াচক ১নম্বর ব্লক প্রশাসন তহবিল থেকে। আর সেই গায়েব টাকা তুলতে ৩২৯ দুস্থ মহিলাকে চিঠি দিলেন কালিয়াচকের বিডিও। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদা প্রশাসনিক মহলে। শুরু হয়েছে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানতোর। বিরোধিরা প্রশ্ন করেছেন ভাতা দিয়ে আবার ভাতা ফেরত এ কেমন ঘটনা। আসলে এখানেও নতুন কৌশল করে দুস্থো মহিলাদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছে কালিয়াচক এক ব্লক প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। যদিও কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও সেলিম হাবিব সরকার এই বিষয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।  কালিয়াচক এক নম্বর ব্লক প্রশাসন ও সমাজ কল্যাণ বিভাগের সূত্রে জানা গিয়েছে লকডাউনের সময় গ্রাম পঞ্চায়েতগুলি থেকে ঢালাও নাম পাঠানো হয়েছিল। সে সময় নথিপত্র বয়স সহ কোন তথ্য যাচাই করা হয়নি একজন উপভোক্তা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ,মানবিক ভাতা দেওয়া হয়েছে। যেখানে সরকারি নিয়ম রয়েছে যে কোনো একজন উপভোক্তা যেকোনো একটি ভাতা পাবেন সেক্ষেত্রে এখানে যে মহিলা বিধবা ভাতা পাচ্ছেন আবার সেই মহিলাই বার্ধক্য ভ...