ক্ষুদের উপস্থিত বুদ্ধিতে বাঁচলো বহু যাত্রীর প্রাণ
মালদা: উপস্থিত বুদ্ধিতে প্রান বাঁচলো বহু যাত্রীর। নেট দুনিয়ায় এখন ভাইরাল হয়েছে ভিডিওটি। জানা গিয়েছে মালদহের ভালুকা রোড স্টেশন থেকে কিছুটা দূরে এক বালক মাছ ধরেতে গিয়ে দেখে রেললাইননে নিচে অনেক বড় গর্ত হয়ে গিয়েছে তা দেখে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ট্রেনটিকে দাঁড় করায়। এই আট বছরের ছেলের উপস্থিত বুদ্ধিতে বড়সড় দূর্ঘটনার হাত থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রেস ট্রেনকে বাঁচালো ছেলেটি। রেল সূত্রে খবর, আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদার ভালুকা রোড স্টেশন ছেড়ে বের হতেই ওই বাচ্চা ছেলেটির চোখে পরে রেললাইনে বড় গর্ত। রেললাইনে উপর এত বড় গর্তে দেখে কিছু বুদ্ধি না পেয়ে নিজের গেঞ্জি খুলে দেখাতে থাকে।সেই লাল গেঞ্জি দেখে ট্রেন থেমে যায়। ছেলেটির কাছে সমস্ত কথা শুনে তাঁরা ঘটনাস্থল পরিদর্শনে যান। দেখেন, সত্যিই রেললাইনের তলায় একটা গভীর গর্ত।এর পর শুরু হয় লাইন মেরামতির কাজ। জানা গিয়েছে ওই বাচ্চাটি নাম মুরসালি। বাড়ি কড়িয়ালি বারিনওয়ারে। সে মিশন বিদ্যালয়ের ছাত্র।ওই খুদে বাচ্চার এই সাহসকে বাহবা দিয়েছে রেল কর্তৃপক্ষ। দারুণ খুশি ওই বাচ্চার পরিবার-সহ গোটা গ্রাম।এলাকাবাসীরা বলেন, ‘আমরা গর্বিত।এম...