Posts

Showing posts from June, 2025

আজকের আবহাওয়া

Image
                                                                    নিজস্ব  নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: এ কদিকে ভারী বৃষ্টি সঙ্গে নিম্নচাপের প্রভাবে বাংলা জুড়ে খুবই মনোরম পরিবেশ। আজ, রবিবার ভালো বৃষ্টির পূর্বাভাস আছে। রবিবার আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে । কলকাতার নানা অংশে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার অবধি শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দোসর হতে পারে ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ উত্তর ২৪ পরগণায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আবার হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহের শুরুতেই দক্ষিণের (South Bengal) ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল কলকাতা ও হাওড়ার কিছু কিছু অংশেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (Rain) হতে পারে। আজ থেকে ...

কঠিন মস্তিষ্কের রোগে ভুগছেন সলমন

Image
সলমন  খান                                    ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:   শ নিবার রাতে নেটফ্লিক্সে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর তৃতীয় সিজনের প্রথম পর্ব সম্প্রচারিত হয়। নতুন সিজনের প্রথম অতিথি ছিলেন সলমান খান। ৫৯ বছর বয়সী সলমনের সঙ্গে কপিল শর্মা যখন বিয়ে নিয়ে কথা বলেন, তখন সলমন জানান বিবাহ এবং বিবাহবিচ্ছেদ মানসিক এবং আর্থিকভাবে মেনে নিয়ে নতুন শুরু সহজ নয়। তারপরেই তিনি তাঁর অসুখের কথা জানান। বলেন, তিনি পাঁজর ভাঙা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ব্রেন অ্যানিউরিজম এবং এভি ম্যালফর্মেশনের মতো গুরুতর রোগে ভুগছেন। তবে নিজেকে তিনি সাহসী বলে দাবি করেছেন। ইদানিং তাঁর মূল সমস্যা মস্তিষ্কের। মস্তিষ্কের রক্তনালীর দুর্বল স্থানটি যদি বেলুনের মতো ফুলে ওঠে, তখন মস্তিষ্কের অ্যানিউরিজম হয়। যদি এটি খুব বড় হয়ে যায়, তাহলে এটি ফেটে যেতে পারে এবং মস্তিষ্কে রক্তপাত হতে পারে। এটি একটি গুরুতর অবস্থা, যা প্রাণঘাতীও হতে পারে। 

বোলপুরের রাস্তায় অরিজিৎ - খুশি ভক্তবৃন্দ

Image
বোলপুরের রাস্তায় অরিজিৎ                  ফটো সৌজন্যে :-ইন্টারনেট   নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: বাং লা চলচ্চিত্র অথবা হিন্দি চলচ্চিত্র এখন সব জায়গাতেই জনপ্রিয় গায়ক হিসেবে পরিচিত অরিজিৎ সিং। আর অরিজিৎ সিংকে এই দিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেখা গেল বীরভূমের মাটিতে। যদিও এর আগেও বেশ কয়েকবার বীরভূমে দেখা গিয়েছে জনপ্রিয় এই গায়ককে। অরিজিৎ সিং-এর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, অরিজিৎ সিং বিয়ে সেরেছিলেন বীরভূমের তারাপীঠ মন্দির থেকে। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ লাল গেঞ্জি এবং মাথায় লাল গামছা বেঁধে বীরভূমের ইলামবাজারে দেখা যায়। সব সময় অরিজিৎ সিং-এর সাদামাটা জীবনযাপন খবরের টাইমলাইন হোক অথবা সোশ্যাল মিডিয়ায় চর্চায় থেকেছে। কখনও তাঁকে দেখা গিয়েছে একদম সাদাসিধে জামাকাপড় পড়েই স্কুটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই গলি থেকে ওই গলি। অরিজিৎ সিং-এর ঘনিষ্ঠ সূত্রের খবর, অরিজিতের প্রথম ছবি 'সা' এখনও পর্যন্ত মুক্তি পায়নি, অন্যদিকে অরিজিৎ ব্যস্ত তাঁর দ্বিতীয় ছবি নিয়ে। অরিজিতের ঘনিষ্ঠ সূত্রে আরও খবর, মুম্বইয়ের টিম নিয়ে ওখানে অরিজিৎ সিং তাঁর দ্বিতীয় ছবির ...

উত্তাল সমুদ্রে কাকদ্বীপের মৎস্যজীবীদের ট্রলার ডুবি

Image
মৎস্যজীবী  ট্রলার  ডুবে গেলো ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: উ ত্তাল সমুদ্রে ১৩ জন মৎস্যজীবীকে নিয়ে ডুবে গেলো একটা ট্রলার। ট্রলারডুবি ঘটনায় চাঞ্চল্য ছড়াল মৎস্যজীবীদের মধ্যে‌। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবী। সেই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই ট্রলারের পাশে থাকা অন্য একটি মৎস্যজীবী ট্রলারে তাদের স্থানান্তরিত করা হয়। মৎস্যজীবী সংগঠন সূত্রের খবর, প্রাকৃতিক দুর্যোগে নিষেধাজ্ঞা কাটিয় নামখানার দশমাইল ঘাট থেকে ১৩ জন মৎস্যজীবী নিয়ে এফবি শাকিলা নামে একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। জম্বুদ্বীপ থেকে পশ্চিম দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটির পাটাতন ফেটে যায়।  বঙ্গোপসাগরে ডুবতে শুরু করে ট্রলারটি। ট্রলারে থাকা মৎস্যজীবীরা চিৎকার চেঁচামেচি করলে পাশে থাকা অন্য মৎস্যজীবী একটি ট্রলার গিয়ে ডুবন্ত ওই ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। পাশাপাশি ডুবন্ত ট্রলারটিকেও উদ্ধার করে আনা হচ্ছে উপকূলের মৎস্য বন্দরে। এই ঘটনায় মৎস্যজীবীরা সুস্থ আছেন বলে জান...

আজকের আবহাওয়া

Image
                                                                      নিজস্ব  নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: সা রা বাংলা জুড়েই শুরু হয়েছে 'বর্ষামঙ্গল'। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি চলেছে। আজ দক্ষিণের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে।   আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। আজ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও।দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা রয়েছে। এরপর মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিনও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। টানা বজ্রবিদ্...

কালীগঞ্জ তৃণমূলের হাতেই

Image
জয়ের উল্লাস                        নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: তৃ ণমূলের বিজয়রথ অব্যাহত। ইস্যু অনেক থাকলেও মানুষ কিন্তু ভরসা রেখেছেন তৃণমূলে।  শেষ হয়েছে ১৮ রাউন্ডের ব্যালট গণনা। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৮৫ হাজার ৪৩টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী পেয়েছেন ৩৭ হাজারের অধিক ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২৫ হাজারের অধিক ভোট। ইতিমধ্যে সবুজ আবির খেলা শুরু হয়ে গিয়েছে। জয়ের উল্লাস তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে ঘিরে। কালীগঞ্জে জয় প্রায় নিশ্চিত। ফল ঘোষণার আগেই তাই জয়ের অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে এই জয় উৎসর্গ করেন তিনি। বড় ব্যবধানে জয়ী তৃণমূলের আলিফা আহমেদ। বাম কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তৃতীয় স্থানে বাম কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ।

জন্ম-তিথি পালন

Image
ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী  কলকাতার রামমোহন রায় রোডের সনাতন ধর্ম প্রচারিণী সভা, শ্রীশ্রী নগেন্দ্র মঠ এবং নগেন্দ্র মিশনের পক্ষ থেকে ২২ জুন পালিত হল যোগ-ভক্তি মার্গের সিদ্ধ সাধক ভাদুড়ী মহাশয় অর্থাৎ মহর্ষি নগেন্দ্রনাথের ত্যাগী শিষ্য, মঠের প্রথম মোহন্ত ধ্যানপ্রকাশ ব্রহ্মচারীর তিরোধান তিথি।   বক্তব্য রাখছেন ড. রবীন্দ্রনাথ কর এদিন ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী প্রসঙ্গে বক্তব্য রাখেন ড. রবীন্দ্রনাথ কর। মহর্ষি নগেন্দ্রনাথ লিখিত পরমার্থ সংগীত পরিবেশন করেন রাজা মুখোপাধ্যায় এবং মঠের আবাসিক ছাত্ররা। এই উপলক্ষে ছিল বিশেষ পূজা, ভাগবত পাঠ এবং প্রসাদ বিতরণ। ভাগবত পাঠ করেন দীনবন্ধু দাস। সঞ্চালনায় ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।  এ প্রসঙ্গে মহর্ষি নগেন্দ্রনাথের প্রপৌত্রীর পুত্র ড. শুভদীপ বন্দ্যোপাধ্যায় জানান, 'ধ্যানপ্রকাশ ব্রহ্মচারী মহারাজ ছিলেন মহর্ষি নগেন্দ্রনাথের ছায়া সঙ্গী। মহর্ষি নগেন্দ্রনাথের পরম্পরার যোগ-ভক্তি মার্গের এই সিদ্ধ সাধক হঠ যোগ সাধনায় সিদ্ধি লাভ করেন। আমাদের মঠ এবং মিশনের পক্ষ থেকে অন্যান্য বছরের মতো এবারও গভীর শ্রদ্ধা এবং নিষ্ঠার সাথে পালন করা হল মঠের প্রথম মোহন্ত ধ্যানপ্রকাশ ব্রহ...

রথের দিন নতুন চমক আনছে দিঘার জগন্নাথ ধাম

Image
দিঘার রথ                             ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: র থযাত্রা আসন্ন। ইতিমধ্যে দিঘার জগন্নাথ দেবের ছবি সহ প্রসাদ পৌঁছে যাচ্ছে বিভিন্ন বাড়িতে। এবার রথযাত্রার থাকছে বহু চমক। জানা গিয়েছে, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ধাঁচেই রথযাত্রার দিন যাবতীয় আয়োজন রেখেছে প্রশাসন। সাধারণ দর্শনার্থীদের জন্য পুরনো দিঘা থেকে নতুন দিঘা পর্যন্ত রাখা হবে বেশ কিছু পানীয় জলের ক্যাম্প। পিএইচির তরফ থেকে জলের পাউচ বিতরণ করা হবে ওই সমস্ত ক্যাম্প থেকে। দর্শনার্থীদের সাহায্যের জন্য প্রায় দশ'টির মত ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার করা হবে। এছাড়াও নিরাপত্তার জন্য বাইরের জেলাগুলি থেকেও আসবে অতিরিক্ত পুলিশ। রথযাত্রায় যাতে বিদ্যুতের কোনওরকম অসুবিধে না হয় সে বিষয়ে নিয়েও আলোচনা হয়। জগন্নাথ ভক্তদের মতে, রথের রশি স্পর্শ করলে পূর্ণ অর্জন হয়। তাই দিঘার রথে যে বিপুল জনসমাগম হবে ইতিমধ্যে নবান্নের বৈঠক থেকে তার আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মন্দিরের ভেতরে দর্শনার্থীদের জন্য তৈরি করা হবে বাঁ...

বানভাসি পুরুলিয়ায় মাছের দাম অর্ধেক হয়ে গেছে

Image
মাছ                           ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:  চা হিদার থেকে সাপ্লাই বেশি হলে স্বাভাবিক কারণেই দাম কমবে। তাই ঘটেছে পুরুলিয়া মানবাজার অঞ্চলে। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে গোটা পুরুলিয়া। বৃষ্টির ধাক্কায় একাধিক নদীতে বেড়েছে জলস্তর। আর এতেই নদীর মাছে ভরে গিয়েছে মানবাজারের কৃষক বাজার। ব্যাপক হারে বাজারে দেখা যাচ্ছে নদীর মাছের আমদানী হতে। বাজারে মিলছে বাটা, পুঁটি, ট্যাংরা, পাবদা প্রজাতির সুস্বাদু মাছ। দামও কম।‌ আর তাতেই খাদ্যপ্রেমী বাঙালির রসনা তৃপ্তিও তুঙ্গে। বাটা, পুঁটি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়। ট্যাংরা ২০০ টাকা, পাবদা ২৫০ টাকা কেজি দরে।বলা যেতে পারে একেবারেই অর্ধেক দামে এই সমস্ত মাছ পাওয়া যাচ্ছে। আর তাতেই ইচ্ছেমতো মাছ কিনছেন সাধারণ মানুষ।   এ বিষয়ে মাছ বিক্রেতা মলয় রজক জানান, টানা বৃষ্টিতে নদীর মাছের আমদানি বেশি হওয়ায় দামেও একেবারে কম রয়েছে। তাতে স্বাভাবিকভাবেই নদীর মাছ নেওয়ার ক্রেতার সংখ্যা বেশি রয়েছে। এ বিষয়ে মানবাজার পোদ্দারপাড়ার বাসিন্দা অরুন দত্...

পুষ্টিগুনে ভরপুর 'বান' মাছ

Image
'বান' মাছ                 ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: অ সাধারণ সুস্বাদু খেতে স্বাদে ভরপুর এই মাছ। তবে বিলুপ্তির পথে এই মাছ। এত বড় এই প্রজাতির মাছ কোনদিনই দেখেননি হয়তো আপনিও। সাপের মতো দেখতে লম্বা এবং ত্বক স্যাঁতস্যাঁতে ও পিচ্ছিল হয় এই মাছের। বাঙালিরা এই মাছ কে বামুন বা বান মাছ বলেন। তবে এর সাইন্টিফিক নাম হচ্ছে অ্যাঙ্গুইলা বেঙ্গালেনসিস। এই মাছের গণে দুটি উপপ্রজাতি রয়েছে Anguilla bengalensis bengalensis একে ভারতীয় বড় বাইম নামেও ডাকা হয়। এবং Anguilla bengalensis labiata যাকে আফ্রিকান বড় বাইম নামে ডাকা হয়।   বিলুপ্তপ্রায় এই মাছ খুব কম দেখা মেলে বাজারে। তবে এবারের মালদহের বাজারে দেখা মিলল প্রায় চার ৫ ফিট লম্বা বান মাছ। এই মাছের বাজারে ব্যাপক চাহিদা। প্রায় ৫০০ থেকে ১০০০ টাকা কিলো দরে বিক্রি হয় এই মাছ। এই মাছের আসল নাম অনেকটা অটখটে অ্যাঙ্গুইলা বেঙ্গালেনসিস। যা অনেকের কাছে অপরিচিত নাম। এই মাছকে ভারতীয় মটলড ঈল বলা হয় এটি অ্যাঙ্গুইলা গণের ঈলের একটি উপপ্রজাতি। তবে মালদহ জেলায় এই মাছকে প্রচলিত ভাষায় ব...

'সিতারে জমিন পর’ ছবির প্রথমদিনের বক্স অফিস যথেষ্ট ধাক্কা খেয়েছে

Image
সিতারে জমিন পর                        ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: ২ ০ জুন মুক্তি পেয়েছে আমির খানের বহু প্রতিক্ষীত ছবি ‘সিতারে জমিন পর’। মুক্তির পর এই ছবি ঠিক কতটা সাফল্য পায় বক্সঅফিসে সেই দিকেই তাকিয়ে ছিলেন সকলে। আসলে আমিরের এর আগের ছবি ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ার পর আমিরের এই ছবি সাফল্যের মুখ দেখে কিনা তা দেখার জন্যই উন্মুখ সকলে। কিন্তু সেই আশাতে কার্যত জল ঢেলে দিয়েছে বলা যায় আমিরের নতুন ছবি। সিতারে জমিন পর’ ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন(Sitaare Zameen Par Box Office Collection) রীতিমতো হতাশ করেছে।  'লাল সিং চাড্ডা’এর থেকেও ব্যবসার দিক থেকে পিছিয়ে রয়েছে ‘তারে জমিন পর’এর এই স্পিরিচুয়াল সিক্যুয়েল। মুক্তির পর প্রথমদিনে বক্সঅফিসে ‘লাল সিং চাড্ডা’ ব্যবসা করেছিল ১১.৭ কোটি টাকার। আর ‘সিতারে জমিন পর’ ব্যবসা করল প্রথম দিন ১১.৫ কোটি টাকার। কাজেই বলা যায় বাণিজ্যিক দিক থকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বলিউডের নতুন এই স্পোর্টস ড্রামা। অন্যদিকে ২০০৭ সালে ‘তারে জমিন পর’এর বক্স অফিস কালেক...

নাট্যকার গিরিশ ঘোষের ধর্মবোধ - একটি প্রতিবেদন

Image
গিরিশ ঘোষ          ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: বাং লা নাট্য জগতে গিরিশ ঘোষ  একজন উজ্জ্বল নক্ষত্র। তাঁর নাট্য রচনার পাশাপাশি গুরু রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি হয়ে ওঠেন এক মহামানব। একজন দ্রষ্টার স্পর্শ একজন পাপীকে কীভাবে সন্ত বানাতে পারে তার উজ্জ্বল উদাহরণ ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। দক্ষিণেশ্বরের ঈশ্বর-পুরুষের প্রভাবে তিনি নৈতিক অবক্ষয়ের গভীরতা থেকে গৌরবের এক উচ্চতায় পৌঁছেছিলেন, যেখান থেকে তাঁর নৈতিক ও আধ্যাত্মিক প্রভাব বিভিন্ন মাধ্যমে বিস্তৃত হয়ে বিস্তৃত হয়েছিল। "এমন কোনও পাপ নেই যা আমি করিনি," গিরিশ একবার বলেছিলেন, "তবুও প্রভুর কাছ থেকে আমি এমন অনুগ্রহ পেয়েছি যার কোনও শেষ নেই।"  তাঁর অনুরাগীরা বলেন, তিনি ঈশ্বরকে খুঁজতেন না, ঈশ্বর তাঁকে খুঁজতেন। কিন্তু একবার তাঁর মন ঈশ্বরের দিকে ঝুঁকে পড়লে, তিনি স্বর্গের দুর্গে আক্রমণ করেছিলেন, যেন তিনি তাঁর সমস্ত দোষ এবং দেহের দুর্বলতা দিয়ে ঈশ্বরকে তাঁকে ভালোবাসতে বাধ্য করেছিলেন। তিনি ছিলেন একজন অদম্য এবং অজেয় আত্মা। তিনি প্রতিটি দিক দিয়ে বীর ছিলেন - প্রথম দিকে যখন তাঁর প্রকৃতি অশান্ত ছ...

'ওরা আমাকে নোবেল দেবে না'- আক্ষেপ ট্রাম্পের

Image
ডোনাল্ড ট্রাম্প                    ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: শা ন্তিতে নোবেল পাওয়ার একটা সুপ্ত বাসনা ট্রাম্পের বহু বহুদিন ধরেই। কিন্তু হচ্ছে না। এবার বিশ্বর কাছে প্রমান করতে চাইছে যে ভারত-পাকিস্তানের যুদ্ধ বিরতি তিনিই করিয়েছেন। যদিও ভারত তার অস্বীকার করেছে। এই পরিস্থিতিতেই ‘বন্ধু’ পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করলেও তাঁকে ওই সম্মান দেওয়া হবে না বলেই মনে করছেন তিনি। কটাক্ষের সুরে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, “ওরা আমাকে নোবেল দেবে না। ওটা শুধু উদারবাদীদের দেওয়া হয়।” এর আগে ২০২০ সালে একবার নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করা হয়েছিল। সেবার মার্কিন প্রেসিডেন্ট নোবেল পাননি। ট্রাম্প মনে করছেন, যোগ্য হলেও এবারও তাঁকে বঞ্চিত করা হবে।  ওই পুরস্কার পাওয়া নিয়ে আক্ষেপের কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে ট্রাম্প বলে গিয়েছেন, ইতিমধ্যেই অন্তত চার-পাঁচটা নোবেল তাঁর পাওয়া উচিত ছিল। তিনি ভারত পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন করেছেন। কঙ্গো, রোয়ান্ডার ...

ইরানের পরমানু বোমা তৈরীর স্বপ্ন ভেঙে দিয়েছে ইসরাইল

Image
     ইরানের পরমাণু বোমা বানানোর স্বপ্ন ভেঙে দিল ইজরায়েল      ফটো সৌজন্যে :-ইন্টারনেট                                 নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: ই রান কি সত্যি এর পরেও পরমানু বোমা তৈরীর সাহস দেখাবে? ইসরাইল জানাচ্ছে - ইরানের আর সেই সাহস নেই। তাঁদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদন সার জানালেন, ইজরায়েলের লাগাতার হামলায় ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন অন্তত ২-৩ বছর পিছনে ঠেলে দেওয়া হয়েছে। ইজরায়েলের দাবি ছিল পরমাণু বোমা তৈরির একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ইরান। অন্তত ১৫ দিনের মধ্যে তারা বোমা তৈরি করে ফেলতে পারে। এই আশঙ্কা থেকে ১৩ জুন ইরানের মাটিতে সুপরিকল্পিত হামলা চালায় ইজরায়েল।   ইরানের পরমাণু ঘাঁটিতে হামলার পাশাপাশি সেখানকার শীর্ষ স্থানীয় সেনা আধিকারিক ও পরমাণু বিজ্ঞানীদের খতম করা হয়। এই হামলা প্রসঙ্গে সম্প্রতি এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের বিদেশমন্ত্রী বলেন, “আমরা যা খবর পাচ্ছি তাতে ...

যুদ্ধ বিদ্ধস্ত ইরান থেকে নেপাল, শ্রীলংকার মানুষদের ফিরিয়ে আনছে ভারত

Image
শ্রীলংকার মানুষদের ফিরিয়ে আনছে ভারত              ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: দ ক্ষিণ এশিয়ায় আবার ত্রাতার ভূমিকায় ভারত। যুদ্ধে উন্মত্ত ইরানের আটকে রয়েছে বহু নেপাল ও শ্রীলঙ্কার মানুষ। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ওই দুই দেশের পক্ষ থেকে ভারতের কাছে আবেদন করা হয়েছে। ভারত সেই আবেদনে সারা দিয়ে তাদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। শনিবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, নেপাল ও শ্রীলঙ্কা  সরকারের অনুরোধে অপারেশন সিন্ধুর মাধ্যমে এবার ইরানে আটকে পড়া সেদেশের নাগরিকদেরও উদ্ধার করে দেশে ফেরাবে ভারত। নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ইতিমধ্যেই একটি হেল্প লাইন নম্বরও চালু করেছে ইরানের ভারতীয় দূতাবাস। ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল। এরই মধ্যে গত বুধবার যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে নয়াদিল্লি।  ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করে। ওই বিমানে ছিলেন ২৯০ জন ভারতীয়। শনিবার সকা...

বারাসাত কদম্বগাছিতে ভয়াবহ আগুন

Image
বারাসাত গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: ক লকাতা খিদিরপুরের পরে এবার বারাসাতে। আগুনের তীব্রত এতটাই যে দূর থেকে আগুনের শিখা দেখা গেছে। শনিবার সন্ধ্যার পরেই ছড়িয়ে পরে সেই আগুন। বারাসত কদম্বগাছি পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা এলাকার একটি কারখানা ও গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডটি লাগে । তুলো দিয়ে তৈরি পণ্যের পাশাপাশি একই সঙ্গে এসি, ফ্রিজ  এবং রঙের সরঞ্জামও রাখা হত ওই গোডাউনে। সেখানেই ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। প্রথম স্থানীয়দের নজরে আসে আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে আগুন। দমকলের প্রায় ১৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ঘটনায় শনিবার রাতে টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানান, দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা হয়েছে, তিনি আরও দমকলের ইঞ্জিন পাঠানোর কথা বলেছেন। যদিও এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলেই জানাচ্ছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসতের এসডিপিও-সহ জেলা পুলিশের আধিকারিকরা। যুদ্ধকালী...

পরীক্ষার দিনই নিখোঁজ ছাত্রী, চাঞ্চল্য বালুরঘাট কলেজে

Image
প্রতীকী ছবি  আবির রঞ্জন দাস, বালুরঘাট:  প রীক্ষা দিতে এসে নিখোঁজ হয়ে গেলেন হিলি এসবিএস কলেজের এক ছাত্রী। মালদহ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স সিক্স সেমিস্টারের ফাইনাল পরীক্ষায় তাঁর সিট পড়েছিল বালুরঘাট কলেজে। কিন্তু কলেজে ঢোকার পর আর খোঁজ মেলেনি ওই ছাত্রীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে। পরিবার সূত্রে জানা গেছে, দিন সাতেক আগেই হিলির বাসিন্দা এক যুবকের সঙ্গে বিয়ে হয় ওই ছাত্রীর। বৃহস্পতিবার সকালে, স্বামী তাঁকে বালুরঘাট কলেজে পরীক্ষা দিতে পৌঁছে দেন। পরীক্ষা শুরু হওয়ার আগে স্ত্রীকে কলেজ গেটে নামিয়ে দিয়ে যান তিনি। পরীক্ষা শেষের নির্ধারিত সময়ে আবার এসে গেটে দাঁড়ান। তবে, এক ঘণ্টা কেটে গেলেও স্ত্রী কলেজ থেকে না বেরোনোয় তিনি ফোন করেন। কিন্তু ফোনে কোনো উত্তর মেলেনি। খবর ছড়াতেই কলেজের অধ্যাপক, কর্মীরা তৎপর হয়ে কলেজ ভবনের একাধিক ঘর খুঁজেও ছাত্রীর কোনো সন্ধান পাননি। পরে খাতাপত্র খতিয়ে দেখা যায়, নিখোঁজ ছাত্রী  পরীক্ষায় বসেনইনি। বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু জানান, “পরীক্ষার শেষে সহকর্মীরা জানান, এক ছাত্রীর স্বামী গেটে দাঁড়িয়ে খোঁজ করছেন। কিন্তু ওই ছ...

দঃ ২৪ পরগনার কুলতলীতে মধু চাষের ব্যাপক আয়োজন

Image
মধু সংগ্রহ কেন্দ্র        ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: বা ঘের আক্রমণে গুরুতর জখম ও নিহত পরিবারদের সদস্যদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হতে চলেছে কুলতলিতে। মুলত গাঙ্গেয় সুন্দরবন লাগোয়া কুলতলী ব্লকের যে সমস্ত পরিবারের সদস্যরা নদীতে মাছ কাঁকড়া ও গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদেরকে নিয়ে বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন সরকারের সঙ্গেএক স্বেচ্ছাসেবী সংগঠন কুলতলিতে। বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ কাকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা একাধিকবার বাঘের আক্রমণে তাদের প্রাণ দিতে হচ্ছে এবং বাঘের আক্রমণে অনেকে গুরুতর জখম ও হচ্ছেন । তাদের কথায় চিন্তা করে ভারত সরকারের সহযোগিতা ও পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মৌমাছি পালনের মধ্য দিয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভূবনেশ্বরী অঞ্চলের গৃহবধূ থেকে এলাকার মানুষজন।

উঃ ২৪ পরগনার রামসেতু ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে

Image
উঃ ২৪ পরগনার রামসেতু ব্রিজ             ফটো সৌজন্যে :-ইন্টারনেট       নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: রা ম সেতু বললেই মনে পড়ে দক্ষিণ ভারতের একেবারে শেষ প্রান্ত ধনুসকোটির সেই সেতুর কথা। কিন্তু জানেন কি উত্তর ২৪ পরগনা জেলাতেও রয়েছে রাম সেতু ব্রিজ! ভাবছেন কোথায়, তাহলে জেনে নিন। ভারতীয় উপমহাদেশে রাম সেতু নামটির সঙ্গে জড়িয়ে আছে রামায়ণের সেই মহাকাব্যিক অধ্যায়, যেখানে ভাসমান পাথরের সেতু বানিয়ে রাম ও তাঁর বানর সেনা পৌঁছে গিয়েছিলেন লঙ্কায়। তবে জানলে অবাক হতে হয়, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলাতেও রয়েছে সেই একই নামের আর এক ‘রাম সেতু’, যা স্থানীয়দের যাত্রাপথে প্রতিদিন নীরবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া ও ভাটপাড়া অঞ্চলের সঙ্গে রথতলা এলাকাকে সংযোগ রক্ষা করে এই সেতু, যা স্থানীয়ভাবে পরিচিত “রাম সেতু ব্রিজ” নামে।  গুগল ম্যাপে ব্রিজটির নাম দেখায় রাম সেতু বলেই। লোহার তৈরি এই উড়ালপুলের নিচ দিয়েই চলে গিয়েছে গুরুত্বপূর্ণ রেলপথ—একদিকে কাঁকিনাড়া স্টেশন, অন্যদিকে নৈহাটি। ব্রিজটির অবস্থানগত দিক থেকে এট...

দিঘায় উঠলো লক্ষ লক্ষ টাকার বিরল ভোলা মাছ

Image
ভোলা মাছ                           ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: আ নন্দে আত্মাহারা মৎস্যজীবীরা। বর্ষার শুরুতেই ভালো লক্ষ্মীর মুখ দেখছেন দিঘার মৎস্যজীবীরা। ইলিশ তো ইতিমধ্যেই হাসি ফুটিয়েছে, কিন্তু দিঘায় এবার আরও বড় খবর! মাছ ধরার মরশুমের শুরুতেই বিরাট লক্ষ্মীলাভ! রূপালী শস্যকে দামের রেটে একডজন গোল দিয়ে দিল লক্ষ লক্ষ টাকার বিরল প্রজাতির মাছ। আর তাতেই আনন্দ আর ধরে না দিঘার মৎস্যজীবীদের। মাত্র তিন দিন হয়েছে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার, নৌকো, ভুটভুটি। এবার মাছ ধরার মরশুম শুরু হওয়ার প্রথম থেকেই ইলিশের খোঁজ পেয়েছে মৎস্যজীবীরা। এবার ইলিশের পাশাপাশি উঠল বিরল প্রজাতির মাছ।   দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্রে তাই উৎসবের মেজাজ। লক্ষ লক্ষ টাকার ভোলা মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসা হয় বুধবার। বিরল প্রজাতির এই বিশেষ ভোলা মাছের দাম লক্ষ লক্ষ টাকার বেশি। পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্যনিলাম কেন্দ্র। চলতি বছর স...

AC থেকে বের হওয়া জল নষ্ট না করে কাজে লাগান

Image
     শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র                       ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: প্র যুক্তিগত কারণেই AC থেকে বিন্দু বিন্দু জল বাইরে পরে। প্রশ্ন উঠছে, সেই জল কি ব্যবহারযোগ্য? এটি বাতাসে থাকা আর্দ্রতা থেকে তৈরি হয়, যা এসি বের করে দেয়। যদিও এই জল পান করার যোগ্য নয়, তবে ঘরের বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, গরমে যখন এসি ঘরের তাপমাত্রা কমায়, তখন এটি বাতাসের ভেজাভাব শুষে নিয়ে তাকে জল হিসেবে বাইরে বের করে। এই জল স্বচ্ছ হয় এবং সাধারণত এতে ময়লা থাকে না। তাই আপনি যদি এটি সংরক্ষণ করেন, তাহলে গার্ডেনিং থেকে শুরু করে ঘরের সাফাই পর্যন্ত নানা কাজে ব্যবহার করতে পারেন।   যদি আপনার বাড়িতে গাছপালা থাকে, তাহলে এসির জল তাদের জন্য খুবই উপকারী। এটি গাছে সেচ দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। এই জল গাছের জন্য ক্ষতিকর নয় এবং এটি দিয়ে নিয়মিত জলসেচ করা সম্ভব। এতে জল সাশ্রয় হয় এবং গাছও সতেজ থাকে। এসি থেকে বের হওয়া জল ঘরের ফ্লোর, জানালা বা ফার্নিচার পরিষ্কার করার জন্য ব্যবহ...

বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এখন পর্যটকদের নজর কেড়েছে

Image
বাঁকুড়ার জঙ্গলমহল              ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: বাঁ কুড়ার গঙ্গাজলঘাটি ব্লক। ট্যুরিজমের দিক থেকে এই ব্লকের নাম খুব একটা শোনা যায় না। মূলত শোনা যায় খাতড়া ও ছাতনা ব্লকের নাম। কিংবা বাঁকুড়ার জঙ্গলমহল অথবা বিষ্ণুপুর। তবে এই গঙ্গাজলঘাটি ব্লক বাঁকুড়া শহরের খুবই কাছে। বাঁকুড়া শহর হয়ে হেবির মোড় থেকে মেজিয়ার রাস্তা ধরে ১৫ কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন গঙ্গাজলঘাটি ব্লকে। এটি এমন একটি ব্লক যেখানে রয়েছে জল, পাহাড়, এবং ইতিহাসের অনন্য মেলবন্ধন। তাই বর্ষায় অবশ্যই চলে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে। গঙ্গাজলঘাটি ঢোকার পরে, গঙ্গাজলঘাটি লক্ষণপুর রোড ধরে সোজা ১১ কিলোমিটার গেলেই রাজা মেলা গ্রাম। রাজা মেলা গ্রামের ভিতরেই রয়েছে একটি নাম না জানা অচেনা পাহাড়। পাহাড়টি বাইরে থেকে দেখলে আপনি ঠিক ঠাহর করতে পারবেন না, মনে হবে ছোট এক সবুজে গালিচায় ঢাকা টিলা। এই টিলাটির কাছে গেলেই দেখতে পাবেন এটি সুবিশাল দরজা।  পাহাড়ের গায়ে রয়েছে দুটি মন্দির, একটি মা নাচন চণ্ডী এবং অপরটি নতুন তৈরি হওয়া বিষ্ণু মন্দির। এবার ধীরে ধীরে উপরে আসুন। ...

আজকের আবহাওয়া

Image
বৃষ্টি ভেজা শহর               ফটো নিজস্ব  নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: ব র্ষা নিজরূপ ধারণ করেছে। গতকাল থেকে সারাদিন বৃষ্টি হয়ে চলেছে। আজ সকাল থেকেই কালো আকাশ। রিমঝিম বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বহু জেলায়। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যৌথ প্রভাব, এর জেরেই টানা বৃষ্টি চলবে গোটা রাজ্যে। গত দু’দিন থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি চলছে। আজও সেই ধারা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।  ২৩ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার দু’দিনই বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী জেলা গুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ...

'ডর' ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল আমিরকে

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট   নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: এ ই সপ্তাহে মুক্তি পাবে আমির খান অভিনীত ‘সিতারে জমিন পর’ ছবিটা। বলিউডের তিন খান হলেন শাহরুখ খান, সলমন খান আর আমির খান। সম্প্রতি একটা পডকাস্টে, আমির খান জানালেন, যে ছবি শাহরুখ খানের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেটা আসলে করার কথা ছিল আমির খানের। কিন্তু আমির খানকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এই ছবি থেকে। এর ফলে অবশ্য তার জীবনে অসাধারণ সাফল্য নেমে আসে। আমিরের কথায়, ”’ডর’ থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কারণ আমি সানি দেওলের সঙ্গে চিত্রনাট্য শুনতে চেয়েছিলাম। আমি মনে করি, যদি ছবিতে দু’টো চরিত্র থাকে, তা হলে একসঙ্গে বসে চিত্রনাট্য শুনলে সুবিধা হয়। কিন্তু যশ চোপড়া সে কথা শোনার পর আমাকে ছবিটা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। ‘আন্দাজ আপনা আপনা’ করার সময়ে সলমনের সঙ্গে চিত্রনাট্য শুনতে চেয়েছিলাম একইভাবে। প্রথম ক’ দিন ওঁর সময় হয়নি। তারপর আমরা একসঙ্গে বসে চিত্রনাট্য শুনেছিলাম।” যেহেতু শাহরুখ খানের বলিউডে উত্থান ‘ডর’ ছবির হাত ধরে, তাই শাহরুখ খানের কিছু অনুরাগী এই তথ্য সামনে আসার পর আবার মজা করে লিখেছেন, ভাগ্যিস আমির বাদ পড়েছিলেন এই ছবি থেকে। না...

অভিনেতা নির্মল কুমার গুরুতর অসুস্থ

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:    বি নোদন জগতে আবার দুঃখের খবর। টলিউডে দুঃখের ছায়া। ৬০- এর দশকে একের পর এক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন নির্মল কুমার। খুব সাদামাটা চরিত্রেই চিরকাল অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। যদিও বর্তমানে তিনি অভিনয় জগত থেকে একেবারেই দূরে রয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, তিন দিন আগে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে বর্ষিয়ান এই অভিনেতাকে। নির্মল কুমারের শারীরিক অবস্থার কথা জানান অভিনেতার মেয়ে মিমি ভট্টাচার্য। বাবার শারীরিক অসুস্থতা নিয়ে মিমি বলেন, ‘বাবার পায়ে সেলুলাইটিস থেকে সংক্রমণ ছড়িয়েছিল, তাই হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল বাবাকে। যদিও এখন অনেকটাই সুস্থ আছেন বাবা।’  তবে নির্মল কুমার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও সুস্থ আছেন অভিনেতার স্ত্রী মাধবী মুখোপাধ্যায়। আপাতত ‘রোশনাই’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। কাজ নিয়েই সারা দিন কেটে যায় অভিনেত্রীর। নির্মল কুমার এবং মাধবীদেবী স্বামী স্ত্রী হলেও ২৫ বছর সংসার করার পর আলাদা থাকতে শুরু করেন তাঁরা। আলাদা থাকলেও একে অপরের প্রতি সমস্ত দায়িত্ব পালন করেন এই তারকা জুটি। নাতি...

বীরভূম জেলার কঙ্কালীতলা মন্দির

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:   ক ঙ্কালীতলা, যা ৫১ শক্তিপীঠের অন্যতম, অলৌকিক ঘটনার জন্য পরিচিত। এখানে সতী দেবীর কাঁকাল বা কোমর পড়েছিল বলে কথিত আছে। বিভিন্ন বিশ্বাস ও কাহিনীর সাথে জড়িয়ে আছে এই সতীপীঠের রহস্য। কঙ্কালীতলা মন্দিরের নিচে তিনটি সুড়ঙ্গও রয়েছে, যা অলৌকিক রহস্যের অংশ।  এই অলৌকিক ঘটনার   প্রেক্ষাপট:   * সতীপীঠ হিসেবে তাৎপর্য: কঙ্কালীতলা ৫১ শক্তিপীঠের একটি, যেখানে সতী দেবীর মৃতদেহের অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয়।    * অলৌকিক ঘটনার সাক্ষী: অভিনেতা রণিত রায় কঙ্কালীতলায় পুজো দিতে গিয়ে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী ছিলেন, যা তার বিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।   * মন্দিরের নিচে সুড়ঙ্গ: কঙ্কালীতলা মন্দিরের নিচে তিনটি সুড়ঙ্গ রয়েছে, যা এই স্থানের অলৌকিক রহস্যকে আরও বাড়িয়ে দিয়েছে।    * ভক্তদের বিশ্বাস: সাধারণ সময় মায়ের টানে ভক্তরা দূর-দূরান্ত থেকে এখানে ছুটে আসেন।    * এই অলৌকিক ঘটনার বিশ্বাস ও রহস্য, কঙ্কালীতলাকে একটি বিশেষ স্থান হিসেবে পরিচিত করে তুলেছে।

শোলাশিল্পে নতুন দিগন্ত খুলতে চলেছে পূর্ব বর্ধমানের শোলাগ্রাম

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট    নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: শো লাশিল্পকে ফ্যাশন জগতে নতুনভাবে তুলে ধরতে এগিয়ে এসেছেন দেশের বিভিন্ন রাজ্যের ফ্যাশন পড়ুয়ারা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বনকাপাশির ‘শোলাগ্রাম’ এখন তাঁদের গবেষণার কেন্দ্রস্থল। কলকাতার সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির ১৮ জন পড়ুয়া সম্প্রতি এখানে দশ দিনের এক বিশেষ কর্মশালায় যোগ দিয়েছেন। তাঁরা দেশের নানা রাজ্য যেমন হরিয়ানা, কর্নাটক, উত্তরপ্রদেশ থেকে এসেছেন এবং ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে পড়াশোনা করছেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য, বাংলার ঐতিহ্যবাহী শোলাশিল্পকে আধুনিক ফ্যাশনের সঙ্গে মেলবন্ধন ঘটানো।    কর্মশালায় পড়ুয়ারা হাতে-কলমে শিখছেন, কীভাবে শোলা কেটে তাতে নকশা তোলা হয়, কীভাবে তা দিয়ে তৈরি হয় গয়না, বাড়ি সাজানো জিনিস এমনকি পোশাক। তাঁদের শিক্ষা দিচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শোলাশিল্পী ও শিল্পগুরু নামে পরিচিত আশিস মালাকার। তিনি বলেন, “সব পড়ুয়ারা এসে কাজ শিখছে, এটা খুব ভাল লাগছে। কাজের পুরো পদ্ধতি আমি ওদের দেখাচ্ছি।” অধ্যাপক ইয়াসান্ত কুমার বিশ্বকর্মা ও ড. সাত্যকি রায় জানান, মাত্র দুটি যন্ত্র ...

মরশুমের প্রথম ইলিশ ঢুকলো দঃ ২৪ পরগনার বন্দরে

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:   না মখানা, রায়দিঘি, কাকদ্বীপ বিভিন্ন খেয়াঘাটে এই ইলিশ এসেছে। নামখানা ঘাটেই ২৫ ট্রলার ইলিশ নিয়ে ফিরে এসেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকার কারণে ট্রলারগুলি ভালো ইলিশ পেয়েছে। ধীরে ধীরে আরও ট্রলার মাছ নিয়ে ঘাটে ফিরছে। মরশুমের প্রথম ইলিশের ঝলক দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনার। পেল্লাই সাইজের ইলিশ এসেছে এ বছর। একদিনের ফিশিংয়ে প্রায় ৩০ টন ইলিশ বাজারে এসেছে।      এ নিয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, 'ফিরে আসা ট্রলারগুলি এক থেকে দেড় টন করে ইলিশ মাছ পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকার কারণে তা সম্ভব হয়েছে। আবহাওয়া যদি এরকমই থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণের ইলিশ মাছ আসার সম্ভাবনা তৈরি রয়েছে।' যে মাছ এসেছে সেই মাছের ওজনও ভাল। বেশিরভাগ ইলিশ মাছ ৬০০ গ্রাম থেকে এক কিলো ওজনের মধ্যে রয়েছে। এই হারে মাছ পড়লে আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ আসতে পারে। প্রথম পর্যায়ে পাইকারি বাজারে ৬০০ গ্রাম ইলিশের দাম হতে পারে ৮০০ ...

৬৫ বছর বয়সেও গঙ্গার মাটি বিক্রি করে সংসার চালাচ্ছেন

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট   নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: রা মকৃষ্ণপুর স্নান ঘাটের বিপরীতে রাস্তার পাশে খোলা আকাশের নিচে কয়েক নাদা মাটি নিয়ে ওঁত পেতে বসে থাকেন খরিদ্দারের আশায়। আসলে এই মাটিগুলোই তাঁর অর্থ উপার্জনের উপকরণ। ৬৫ বছরের এক বৃদ্ধা ছেলের সংসারে হাল ধরতে প্রতিদিন গঙ্গা পাড়ে হাজির হয়! রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে লড়াই তাঁর। বয়স বেড়েছে, কাজ করার সামর্থ্য নেই। বেশ কিছুদিন হল, গঙ্গা পাড় থেকে মাটি সংগ্রহ করে বিক্রি করছেন হাওড়ার শান্তি দেবী। সারাদিন তাকিয়ে থাকেন ঘাটের দিকে, কখন যে স্নান সেরে কোন ব্যক্তি মাটি নেবেন, ১০-২০ টাকার বিনিময়ে এক নাদা মাটি।   এক একটি নাদার ওজন প্রায় ২-৪ কেজি। কোন দিন দু-একটা বিক্রি হয়, আবার কোনদিন একটাও বিক্রি হয় না। তবে রোজ সকালে অনেক আশা নিয়ে বাড়ি থেকে রামকৃষ্ণপুর ঘাটের সামনে ১০-১২ টি গঙ্গা মাটির নাদা নিয়ে বসেন ৬৫ বয়সী বৃদ্ধা শান্তি মন্ডল। তবু সংসারের খরচ জোগাতে প্রতিদিন সকালে নদীর পাড়ে পৌঁছয় মাটি সংগ্রহ করতে। এরপর সেই মাটি ৬-৭ দিন রেখে জল ঝরে কিছুটা শক্ত হলে বিক্রির উপযোগী করে। এ প্রসঙ্গে বৃদ্ধা শান্তি মন্ডল জানান, অন্য কাজ করার ক্...

পর্যটকদের জন্য আজ থেকে বন্ধ জঙ্গলের দরজা

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:   বন্যপ্রাণীদের প্রজননের জন্য বন দফতরের নিয়ম মেনে বন্ধ হল গরুমারা, চাপড়ামারি-সহ একাধিক জঙ্গলের দরজা। কিন্তু তাই বলে মন খারাপ কেন? জঙ্গলের প্রবেশপথ বন্ধ হলেও, ডুয়ার্সের প্রকৃতি ও সংস্কৃতির দরজা আজও খোলা। বর্ষার জঙ্গলে পা ফেলা নিষেধ, কিন্তু জঙ্গলঘেরা গ্রামগুলো আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। পানিঝড়া, বনবস্তি, চাপড়ামারির মতো জনজাতি অধ্যুষিত এলাকা বর্ষায় এক আলাদা মাধুর্যে মোড়া থাকে। এখানকার মানুষ, তাদের সংস্কৃতি, নৃত্য, গান এবং জীবনযাপন—সব মিলিয়ে গড়ে তোলে এক অনন্য অভিজ্ঞতা।  বন দফতরের ইকো ট্যুরিজম কটেজ এখনও পর্যটকদের জন্য খোলা। গরুমারা বা চাপড়ামারির ঠিক ধারে বসে আপনি উপভোগ করতে পারেন মেঘে ঢাকা শান্ত জঙ্গলের সৌন্দর্য, পাখির ডাক, এবং বর্ষার নরম বাতাস। প্রকৃতি যেমন আপনাকে ছুঁয়ে যাবে, তেমনই স্থানীয় জনজাতিদের হাসিমুখ, আপ্যায়ন ও তাদের সংস্কৃতি আপনার মন ছুঁয়ে যাবে নিঃসন্দেহে। তাই বলতেই হয়, জঙ্গল হয়তো বন্ধ, কিন্তু ডুয়ার্স নয়। বর্ষার এই মায়াবী সময়টা কাটিয়ে যান প্রকৃতি আর মানুষের ভালবাসায়। ফিরে যান মন ভরে, অভিজ্ঞতা নিয়...

স্ত্রীকে ভালোবেসে 'তাজমহল' বানিয়ে দিলেন স্বামী

Image
   ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:   আ গ্রার তাজমহল বিশ্বের ভালোবাসার অন্যতম প্রতীক। তাই তা সপ্তম আশ্চর্যের অন্যতম। ঠিক সে রকম না হলেও অনেকটা সেই তাজমহলের মতোই নিজের বাড়িতে স্ত্রীকে একটা তাজমহল উপহার দিলেন। তবে এবার মধ্যপ্রদেশে। ভালোবাসার প্রতীক হিসাবে স্ত্রীকে তাজমহলের আদলেই বাড়ি বানিয়ে দিলেন স্বামী। ফটো সৌজন্যে :-ইন্টারনেট মধ্যপ্রদেশের বাসিন্দা আনন্দ প্রকাশ চোকসির সঙ্গে  মঞ্জুশার বৈবাহিক সম্পর্ক দীর্ঘদিনের। বহুদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল স্ত্রীকে বড় কিছু উপহার দেওয়ার। আর সেই জন্যই বানিয়ে ফেলেন তাজমহলের আদলে ওই বাড়ি। সুবিশাল সেই প্রাসাদের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। দেখে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ। বলা বাহুল্য, প্রত্যেকেই আশ্চর্য। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আয়তনে আসল তাজমহলের এক তৃতীয়াংশ এই বাড়িটির মূল্য প্রায় ২ কোটি টাকা। রাজস্থানের বিখ্যাত মাকরানার পাথর দিয়ে তৈরি হয়েছে গোটা প্রাসাদটি। ভিতরের আসবাবপত্র আবার বানিয়েছেন সুরাট এবং মুম্বইয়ের কারিগররা। বাড়িটির ভিতরে রয়েছে মোট চারটি বেডরুম, একটি রান্নাঘর এবং একটি লাইব্রেরি। শুধু তাই নয়,...

ATM-এ পথ চলতিদের ভিড়। কিন্তু সবাই টাকা তুলছেন না। তাহলে ভিড় কেন? জানুন আসল রহস্য

Image
প্রতীকী ছবি   আবির রঞ্জন দাস, বালুরঘাট:       রা জ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। মাথার ওপর সূর্য যেন চোখ রাঙিয়ে হাসছে, রেহাই নেই শহর কিংবা গ্রামে। এদিকে শহরের অলিতে-গলিতে জমজমাট ডাবের জল আর ঠান্ডা পানীয়র দোকান। তবে চাহিদা এতটাই তুঙ্গে যে দীর্ঘ লাইন এখন নিত্য দৃশ্য। এই দাবদাহের মধ্যেই শহরে দেখা মিলছে এক ব্যতিক্রমী চিত্র। বালুরঘাট শহরের একাধিক এটিএম বুথে ভিড়, তবে সেটি শুধুই টাকা তোলার জন্য নয়! রাস্তায় বেরিয়ে তীব্র গরমে হাঁসফাঁস করা মানুষ আশ্রয় নিচ্ছেন এসি চালু থাকা এটিএম ঘরেই। কয়েক মিনিটের জন্য হলেও এসির ঠান্ডায় একটু স্বস্তি মিলছে বলেই জানাচ্ছেন পথচলতি মানুষজন। শুধু এটিএম নয়, শহরের কিছু বড় শপিং মলেও দেখা মিলছে একই চিত্রের। ঠান্ডা সেন্ট্রাল এসি, ঝকঝকে সাজানো দোকান, আর তার ভেতরে ঘুরে ঘুরে দেখা—কে বলবে এই মানুষগুলো কিনতে এসেছে নাকি শুধুই এসেছেন গরম থেকে রেহাই পেতে! অনেকে অবশ্য সোজাসুজি বলছেন, “এই ঠান্ডায় দু'দণ্ড বসে থেকে যেন প্রাণটা ফিরে পেলাম” কেউ বা টোটো চালিয়ে এসে কিছুক্ষণের বিশ্রাম নিচ্ছেন, কেউবা রাস্তায় হাঁটতে হাঁটতে ঢুকে পড়ছেন একটু স্বস্তির খোঁজে। এই গরমে শহরের এটি...

বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস

Image
                                   ফটো নিজস্ব  আবির রঞ্জন দাস, বালুরঘাট :           “বছরের প্রতিটি দিনই হোক পরিবেশ দিবস” এই বার্তা তুলে ধরতে রবিবার বালুরঘাটে এক অনন্য উদ্যোগ নিলেন শহরের কিছু পরিবেশ সচেতন মানুষ। শহরের একাংশে তারা পাকুর গাছ রোপণ করে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিলেন সাধারণ মানুষের মধ্যে। গাছ লাগিয়ে তারা বললেন, “গাছ লাগান, প্রাণ বাঁচান।” তাদের মতে, শুধু ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করলেই চলবে না। বরং বছরের প্রতিটি দিনেই সচেতন থাকতে হবে পরিবেশ নিয়ে। প্রকৃতি আমাদের যেভাবে রোজ নিঃস্বার্থভাবে কিছু না কিছু দিয়ে চলেছে, তেমনই আমাদেরও উচিত প্রতিদিন একটি করে গাছ লাগিয়ে প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া। একজন অংশগ্রহণকারী পরিবেশপ্রেমী জানিয়েছেন, “দিনে একটা করে গাছ লাগালে বছরে ৩৬৫টি গাছ। এই ছোট উদ্যোগই ভবিষ্যতের সবুজ পৃথিবী গড়ার ভিত তৈরি করতে পারে।” স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই এই পরিবেশবন্ধুদের সঙ্গে গলা মিলিয়ে বলেছেন, এই ভাব...

'গৃহপ্রবেশ' ছবি এক নতুন দিশা দেখাবে

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: প রিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সাহসের সঙ্গে চ‌্যালেঞ্জ নিয়েছেন নিঃসন্দেহে। ছবির ট্রেলার কিছু ইঙ্গিত দিয়ে রেখেছিল, প্রিমিয়ারের পূর্ণ প্রেক্ষাগৃহে সেই ইঙ্গিতের চলচ্চিত্ররূপ দেখলাম। সম্পর্কের প্রাপ্তি-অপ্রাপ্তির আলো-আঁধারি ঘেরা সম্রাজ্ঞী বন্দ‌্যোপাধ‌্যায়ের লেখা ছবির চিত্রনাট‌্য ও সংলাপ। সহজ করে বললে, উত্তর কলকাতার বনেদি বাড়িতে বিয়ে হয়েছিল তিতলির। বিয়ের সাতদিনের মধ‌্যে তার স্বামী শাওন বিদেশ চলে যায় কর্মসূত্রে। তারপর থেকে শ্বশুর-শাশুড়ি আর বাড়ির ক’জনকে নিয়ে মেয়েটির দিনযাপন। স্বামীর জন‌্য তার অপেক্ষা ফুরিয়ে যায়নি তখনও। প্রায় প্রাসাদোপম বাড়িতে অসুস্থ শাশুড়ি, বয়স্ক শ্বশুরের দেখভাল করা এবং বাড়ির আশ্রিত ছেলে বিলু, দুর্গাপুজোর দায়িত্বে থাকা ভানু ও এক পরিচারিকাকে নিয়ে তার দিন যায়।     দুর্গাপুজোর কটাদিনের প্রেক্ষাপটে গল্প দানা বাঁধে। বিশাল বাড়ির পড়ে থাকা ঘরে ‘হোমস্টে’ চালু করে বাড়ির বউ তিতলি। প্রথম অতিথি হয়ে আসে, ‘মেঘদূত’। সে নিয়ে এসেছিল আক্ষরিক অর্থেই অমোঘ বার্তা। এই ছবির সময়কাল কোনটা? দেখা যায় ঋতুপর্ণ ঘোষের অনেক...

প্রায় অযত্নে বাগানের সৌন্দর্য বাড়ায় ৫ ফুল

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: ঋ তু অনুযায়ী বাগানে মরসুমি ফুল ফোটে। শীত বা বর্ষার ফুলের বাহার আলাদা। কোনও কোনও গাছ শুধু শীতেই ফুল দেয়। সেই সব গাছের জন্য মরসুম আসার আগেই তোড়জোড় শুরু করতে হয়। কোনও গাছে ফুল ফোটে বর্ষা এলে। কিন্তু এমন গাছও আছে, যেগুলি একবার বসালে বছরভর বাগান ভরে থাকবে ফুলে। যেমন -   কসমস                   ফটো সৌজন্যে :-ইন্টারনেট  * কসমস: সাদা, হলুদ, গোলাপি, বেগনি—কত রঙেরই না হয় এই ফুল। গরমের আবহাওয়ায় রোদে এই গাছ দ্রুত বৃদ্ধি পায়। বিশেষ পরিচর্যার প্রয়োজনও হয় না। দোঁআশ মাটি আর জৈব সারের মিশ্রণ থাকলে, উপযুক্ত জল-হাওয়ার অভাব না হলে যেখানে এই গাছ বসানো হবে তার আশপাশেও ছড়িয়ে পড়বে। জবা                     ফটো সৌজন্যে :-ইন্টারনেট * জবা: লাল, হলুদ, সাদা রকমারি জবাও পেতে পারেন সারা বছর। প্রবল শীতে ফুল কমতে পারে বটে। তবে কলকাতা বা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তেমন জাঁকিয়ে ঠান্ডা পড়ে না। ফলে জবা পাওয়া যায় বছর ভর। সূর্যালোকে গাছটি ভালভাবে বেড়ে...

এই গরমে ছাতুর সরবৎ

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:  প্রো টিনে ভরপুর পানীয়টি চট করে খেয়ে নেওয়া যায়। তা যেমন পেট ভরিয়ে রাখে, তেমনই শরীরে প্রয়োজনীয় শক্তি জোগায়। তা ছাড়া গরমের দিনে এক গ্লাস ঠান্ডা ছাতুর শরবত শুধু তেষ্টা মেটায় না, শরীরের জলাভাবও দূর করে। ছাতুর রসে একটু পাতিলেবুর রস যোগ করলে, মেলে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধেও সহায়ক।   * আম-ছাতুর শরবত: গরম মানেই পাকা আমের মরসুম। রসালো ফলটি শুধু স্বাদেই দারুণ নয়, পুষ্টিগুণেও যে কোনও ফলকে টেক্কা দিতে পারে। ছাতুর শরবত তৈরির সময় আমের শাঁসের সঙ্গে মিশিয়ে নিন ২-৩ টেবিল চামচ ছাতু। তার সঙ্গে স্বাদ মতো সৈন্ধব নুন, গোলমরিচ, ভাজা জিরে গুঁড়ো আর সামান্য বরফ কুচি দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন।   * ছাতুর লস্যি: টক দই যোগে ছাতু দিয়ে লস্যিও হতে পারে। গরমে শরীর ঠান্ডা রাখতে এই পানীয় আদর্শ। টক দই প্রোবায়োটিকের জোগান দিয়ে অন্ত্রে ভাল ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধিতেও সাহায্য করে। এক কাপ টক দইয়ের সঙ্গে ২-৩ টেবিল চামচ ছাতু যোগ করুন। স্বাদের জন্য সামান্য সৈন্ধব নুন দিন। মিষ্টির জন্য গুড়।  * ছাতুর স্মুদি: প্রোটিনে ভরপুর ছাতুতে ...

দুর্ঘটনাগ্রস্থ বিমানের ব্ল্যাকবক্স থেকে পাওয়া গেলো

Image
ফটো সৌজন্যে :-ইন্টারনেট নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক:     অ ভিশপ্ত এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI 171-র ২টি ব্ল্যাক বক্সের (Black Box) মধ্যে একটির খোঁজ মিলেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবেশষ থেকেই বোয়িং 787-8 ড্রিমলাইনারের (Boeing Dreamliner) ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছে। ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায়,  কী কারণে কেন এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনার (Air India crash) কবলে পড়ল, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ভারতের গুজরাটের আমদাবাদে (Ahmedabad plane crash)। ২৪২ জন যাত্রী নিয়ে আমদাবাদের মেঘানিনগরে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI 171। টেক অফের পরই ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় একজন ছাড়া ২৪১ যাত্রী প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে মেডিক্যাল কলেজের হস্টেলেরও ২৪ জনের মৃ্ত্যু হয়েছে। মোট প্রাণহানি ২৬৫।      জানা গিয়েছে, টেক অফের পর প্রয়োজনীয় গতি (Optimum Speed) তুলতে পারেনি বিমানটি। আর তার জেরেই টেক অফের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে টেক অফের পরই AI ...