আজকের আবহাওয়া
নিজস্ব নিউজ আজকাল 24 ডিজিটাল ডেস্ক: এ কদিকে ভারী বৃষ্টি সঙ্গে নিম্নচাপের প্রভাবে বাংলা জুড়ে খুবই মনোরম পরিবেশ। আজ, রবিবার ভালো বৃষ্টির পূর্বাভাস আছে। রবিবার আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে । কলকাতার নানা অংশে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার অবধি শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে দোসর হতে পারে ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া। আজ উত্তর ২৪ পরগণায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল আবার হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহের শুরুতেই দক্ষিণের (South Bengal) ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল কলকাতা ও হাওড়ার কিছু কিছু অংশেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (Rain) হতে পারে। আজ থেকে ...