Posts

Showing posts from May, 2025

যশ-নুসরতের সম্পর্কের চির ধরেছে কিছুদিন হল

Image
  যশ-নুসরতের সম্পর্কের চির ধরেছে কিছুদিন হল    যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের সম্পর্কে নাকি চিড় ধরেছে। টলিপাড়ায় কান পাতলে তেমনই গুঞ্জন। ঘনিষ্ঠরা এও বলছেন, ডিসেম্বরেই নাকি ছাদ আলাদা হয়েছে তাঁদের। সূত্রের খবর, তৃতীয় ব্যক্তির আগমনেই নাকি সম্পর্কে ভাঙন। যশের প্রাক্তন এবং সহকারীর সঙ্গে ঘনিষ্ঠতা নুসরতকে ভাবিয়ে তুলেছে বলে জানা যায়। কাজের বাইরে দু'জন বিশেষ কোনও কথোপকথনও নাকি প্রায় বন্ধ।   শুধু তাই নয়। নায়িকার ঘনিষ্ঠ সূত্রে খবর, যশ যখন মু্ম্বই গিয়েছিলেন, তখন নায়কের গতিবিধি নজরে রাখতে তাঁর পিছনে গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরত। সম্প্রতি বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ড ঘুরে এলেন যশ। অন্য দিকে, নুশরতে উত্তরবঙ্গে যান সন্তান ঈশানকে নিয়ে। ইনস্টাগ্রামে দু'জনের পোস্টের বাহার যে তাঁদের পরোক্ষ লড়াইয়ের ইঙ্গিত, সে কথাও বলছেন অনেকে। সম্পর্কে ভাঙন নিয়ে যদিও মুখে কুলুপ যশ-নুসরতের। দিন কয়েক চুটিয়ে ছবি 'আড়ি'র প্রচার করেছেন তাঁরা।

এবার টি আর পিতে এগিয়ে 'জগদ্ধাত্রী’

Image
  এবার টি আর পিতে এগিয়ে 'জগদ্ধাত্রী’   লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ এবারের টিআরপি লিস্টে নয়া চমক৷ দীর্ঘদিন বাদে সিংহাসন ফিরে পেল ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’৷ এবার সেরার সেরা- মুকুট ছিনিয়ে নিল ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। এবার বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে এক নয়, বরং দুটি ধারাবাহিক৷ এবার টিআরপি তালিকা দেখলে খানিকটা চমকে যাবেন আপনিও৷ সম্প্রতি ১০০০ পর্ব পার করল ‘জগদ্ধাত্রী’৷    ধুমধাম করে হয় উদযাপনও৷ এবার টিআরপি-তে বিগ ধামাকা দিল জগদ্ধাত্রী ও সয়ম্ভু৷ ‘জগদ্ধাত্রী’র পাশাপাশি ‘পরশুরাম’ও প্রথম স্থানেই রয়েছে৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।    জগদ্ধাত্রী-পরশুরাম আজকের নায়ক-৬.৬ (প্রথম) রাঙামতি তীরন্দাজ- ৬.২ (দ্বিতীয়) ফুলকি-পরিণীতা- ৫.৯ (তৃতীয়) গৃহপ্রবেশ-চিরসখা-৫.২ (...

মশা তাড়াতে বাড়িতে রাখুন কয়েকটি গাছ

Image
 মশা তাড়াতে বাড়িতে রাখুন কয়েকটি গাছ    বৃষ্টির দিনে মশা রুখতে ঘরেই ফলাও এই ৫টি গাছ, দেখুন জাদু! বর্ষার মরসুম মানেই জল জমা, মশার উপদ্রব আর সঙ্গে জ্বর-ডায়রিয়া-ডেঙ্গু-ম্যালেরিয়ার মত অসুখ। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে ঘরেই চাষ করতে পারেন কয়েকটি বিশেষ গাছ। মাত্র ৫টি গাছ যদি আপনি বাড়িতে রাখেন, তাহলে মশা আপনার বাড়ির ধারেও ঘেঁষবে না। শুধু মশাই নয়, নানা অসুখ থেকেও মিলবে মুক্তি। চলুন জেনে নেওয়া যাক সেই গাছগুলির নাম।   * তুলসী: তুলসী আমাদের ঘরের প্রায় প্রতিটি কোণেই থাকে। ধর্মীয় ও আয়ুর্বেদিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। কিন্তু জানেন কি? এর গন্ধে মশারা দূরে থাকে। তাই ঘরের জানালার ধারে কিংবা বারান্দায় তুলসীর গাছ রাখলে উপকার পাবেন।   * পুদিনা: পুদিনা আমরা সাধারণত রান্নাঘরেই ব্যবহার করি। কিন্তু এই পাতার ঝাঁঝালো গন্ধ মশাদের একেবারে সহ্য হয় না। ঘরের এক কোণে একটা পুদিনা গাছ রাখলেই কাজ হবে।   * লেমনগ্রাস: লেমনগ্রাস শরীরের পক্ষেও উপকারী। এর পাতা ছিঁড়ে ঘরের চারপাশে ছড়িয়ে দিলে মশারা আর আসবে না। চায়ের সঙ্গে ব্যবহার তো আছেই, সঙ্গে উপকারে লাগবে মশা তাড়াতে।   * গাঁদা ফুল ...

রান্না করতে গিয়ে গরমে হাত পুড়ে গেলে বরফ লাগাবেন না

Image
 রান্না করতে গিয়ে গরমে হাত পুড়ে গেলে বরফ লাগাবেন না    রান্নাঘরে কাজ করার সময় গরম জল, তেলে হাত পুড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ আতঙ্কিত হয়ে বরফ লাগান। কিন্তু চিকিৎসকদের মতে এটি একটি বড় ভুল। বরফ পোড়া স্থানে তাৎক্ষণিকভাবে প্রশমিত করতে পারে, তবে এটি ত্বকের টিস্যুর আরও ক্ষতি করে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, যদি কারও হাত বা শরীরের কোনও অংশ পুড়ে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে বরফ লাগানোর পরিবর্তে, পরিষ্কার, ঠান্ডা এবং জলের নীচে ১০ মিনিট ধরে রাখুন। এটি ধীরে ধীরে ত্বকের পৃষ্ঠে উপস্থিত তাপ হ্রাস করে এবং জ্বালাপোড়ার প্রভাবও হ্রাস করা যেতে পারে। ঠান্ডা জল কেবল স্বস্তিই দেয় না বরং ত্বককে আরও ক্ষতির হাত থেকেও রক্ষা করে।    বরফ প্রয়োগ করা কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি ত্বক পুড়িয়ে দিতে পারে এবং পোড়ার গভীরতা বাড়িয়ে তুলতে পারে। পরিবর্তে সঠিক উপায় হল পোড়া জায়গায় মুপিরোসিন বা ফুসিডিক অ্যাসিডের মতো অ্যান্টিবায়োটিক ক্রিম প্রয়োগ করা। এই ক্রিমগুলি সংক্রমণ প্রতিরোধ করে এবং নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। পোড়া জায়গা ঢেকে রাখার সময়ও সাবধানতা ...

গোসাবার খালে ধরা পড়লো বিশাল কুমির

Image
  গোসাবার খালে ধরা পড়লো বিশাল কুমির    লোকালয়ের একটি খালে ঢুকে পড়ে একটি পূর্ণ বয়স্ক কুমির। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবার বালি ২ গ্রাম পঞ্চায়েতের বিরাজনগর এলাকার সুখময় শিকদারের খাল থেকে উদ্ধার হয় কুমিরটি। স্থানীয়রা এদিন সকালে খালে কুমিরটিকে ভাসতে দেখে বন দফতরকে খবর দিলে পাশের বিদ্যা রেঞ্জ অফিস থেকে বনকর্মীরা দ্রুত এসে জাল ফেলে কুমিরটিকে ধরে ফেলেন। এরপর জালে বেঁধে কাঁধে করে সেটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষার পর আবারও নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনবিভাগ। কুমির ধরা পড়ায় স্বস্তিতে এলাকার মানুষ।    সাধারণ ছোটখাটো জলাশয়ে কুমিরের মতো প্রাণীকে দেখা যায় না। তাই কুমিরটি কোথা থেকে এল, সেটাই জানতে খতিয়ে দেখছে বনবিভাগ। স্থানীয়রা জানিয়েছে, বিশাল পরিমাপের কুমিরটি। এদিকে লোকালয়ে কুমিরকে দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাই কুমিরটিকে ধরতে পেরে স্বস্তি পেয়েছেন তাঁরা। এদিকে কুমিরটি ধরা মাত্রই তাকে দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষজন। ফটো এবং ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন সকলে।

নকল ইলিশে ভরে গেছে বাজার

Image
  নকল ইলিশে ভরে গেছে বাজার    বর্ষা ঢুকতেই বাঙালির মন ইলিশ ইলিশ। এদিকে জামাইষষ্ঠীর আর বাকি দু'দিন। তাই বাজারে হলে হাতে ইলিশের খোঁজ শুরু হয়ে গিয়েছে জোরকদমে। অনেকেই নেড়ে চেড়ে নিয়েও আসছেন বাড়িতে। কিন্তু আসল তো? শহর থেকে জেলা জামাইষষ্ঠীর মুখে লাভ কুড়োতে ইতিমধ্যেই বাজারে ছেয়ে গিয়েছে 'নকল ইলিশ'। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সেটাই আসল ইলিশের দামে বিক্রি করছেন। থলে ভরে তাই কিনছেন না তো আপনিও? আসল চিনবেন কীভাবে?   একদিকে বাংলাদেশ থেকে ইলিশ ঢোকার সম্ভাবনা কম। তাই ভরসা কোলাঘাট, দিঘা, বঙ্গের উপকূলের ইলিশ। কিন্তু দু-ফোটা বৃষ্টি পড়লেই বাঙালির মন যে ইলিশ খোঁজে। রূপোলি শষ্য নিয়ে খাদ্যরসিক বাঙালির আলাদা একটা নস্টালজিয়া কাজ করে। তবে ইলিশের জোগান কমের কারণেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পুরোদস্তুর ফায়দা নিচ্ছেন। ইলিশের মতো দেখতে কয়েকটি মাছ তাঁরা ইলিশ বলেই দেদার বিক্রি করছেন বাজারে। আর সেই 'নকল ইলিশ'ই থলে ভর্তি করে কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। হুবহু একই দেখতে কিন্তু ইলিশ নয়। ইলিশ মাছের মতোই বিভিন্ন সামুদ্রিক মাছ চন্দনা, সার্ডিন ইত্যাদি ছেয়ে গিয়েছে শহর থেকে জেলার বাজার। এই মাছগুলির মধ্...

রোজ পরিমান মতো কিসমিস খান - অনেক উপকার পাবেন

Image
 রোজ পরিমান মতো কিসমিস খান - অনেক উপকার পাবেন    কিশমিশ আকারে ছোট হতে পারে কিন্তু এর স্বাস্থ্য উপকারিতা অনেক। এটি পুষ্টিগুণে সমৃদ্ধ এবং বিশেষ করে মহিলাদের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। আয়রন থেকে শুরু করে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এতে অনেক প্রয়োজনীয় উপাদান রয়েছে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা কিশমিশকে 'সুপারফুড' বলে মনে করেন। মনে করা হয়, প্রতিদিন সকালে খালি পেটে কিশমিশ খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায়, হজমশক্তি উন্নত হয় এবং রক্তাল্পতা নিরাময় করা যায়।   কিশমিশে চিনি থাকে, তবে এটি ধীরে ধীরে রক্তে শর্করার পরিমাণ বাড়ায়, তাই সীমিত পরিমাণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি নিরাপদ হতে পারে। কিশমিশে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভাল পরিমাণে পাওয়া যায়। যদি এগুলো সারারাত জলে ভিজিয়ে সকালে খালি পেটে খাওয়া হয়, তাহলে এটি পরিপাকতন্ত্রকে সক্রিয় করে। এটি কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে এবং পেটও পরিষ্কার রাখে। আয়ুর্বেদের মতে, কিশমিশ আয়রনের একটি চমৎকার উৎস, যা শরীরের রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। এটি মহিলা...

বেশ কয়েকটি সরকারি চাকরি ছেড়ে ফলের বাগান করেছেন বাঁকুড়ার যুবক

Image
  বেশ কয়েকটি সরকারি চাকরি ছেড়ে ফলের বাগান করেছেন বাঁকুড়ার যুবক    সরকারি চাকরি ছেড়ে ফল চাষ করে অবাক করে দিচ্ছেন সবাইকে বাঁকুড়ার যুবক ডক্টর মানস মন্ডল। বিরাট বড় আম বাগান! আর সেই আম বাগানের মধ্যেই খুঁজে পেয়েছেন শান্তি। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার, প্রায় দশের অধিক চাকরি ছেড়ে অবশেষে ফল এবং সবজি চাষ করছেন তিনি। বলছেন, “চাকরি করলে নিজেরটা হয়! কিন্তু বড় মাপের চাষবাস করলে আরও ১০টি পরিবার উপকৃত হবে।” বাঁকুড়া জেলার ইন্দপুরের জোরদা এলাকায় রয়েছে একটি বিশাল আমবাগান। দেড়শ বিঘা সাইজ। রয়েছে ৭৮০০ আমগাছ, পাওয়া যায় ২০ ধরনের আম। ইতিমধ্যেই এই বাগানের আম দিল্লির মেলায় যাচ্ছে বাঁকুড়া থেকে।   ডক্টর মানস মণ্ডল জানান, ইতিমধ্যেই নিজের আমের বাগানে ১০টি কর্মচারীকে কাজ দিতে পেরেছেন তিনি। পাশাপাশি এই আম পৌঁছে যাচ্ছে বাঁকুড়ার স্থানীয় বাজারগুলিতে। গড়বেতা, পুরুলিয়া থেকে মানুষ আসছেন আম কিনতে। একটি ভাল ফলাফল পাচ্ছেন মানস মন্ডল। চাকরি ছেড়ে এসে নিজের উদ্যোগে এমন কাজ করতে যথেষ্ট সাহস লাগে। সেই সাহসিকতা থেকেই এমন কাজ শুরু করেছেন তিনি। তবে খুব দুঃখের সুরে জানিয়েছেন যে সর...

জামাইসষ্ঠী আগে হাওড়া বাজারে প্রচুর ইলিশ

Image
  জামাইসষ্ঠী আগে হাওড়া বাজারে প্রচুর ইলিশ    দেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, পড়শি দেশ বাংলাদেশ থেকে মাছ আমদানি না হলেও চিন্তা নেই! জামাইয়ের পাতে ইলিশ দিতে চিন্তা নেই শ্বশুরবাড়ির! জামাই ষষ্ঠীর আগে হাওড়ার পাইকারি মাছ বাজারে পেল্লাই থেকে মাঝারি সাইজের ইলিশ। এবারও জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে থাকবে বড় ইলিশের চাকা। দামও গতবারের মতো প্রায় একই রয়েছে। জামাই এর জন্য সাধের ইলিশ দেখলেই চোখ জুড়িয়ে যাবে। জামাই ষষ্ঠী মানে ফল মিষ্টির সঙ্গে মাছে ভুরিভোজ। বাঙালির প্রিয় মাছের তালিকা মানেই ইলিশ ও চিংড়ি। পুজোর মরশুম বা জামাই ষষ্ঠীতে ইলিশেরে চাহিদা থাকে দারুণ। তাই এইসব উৎসবকে সামনে রেখে বাজারে আমদানি থাকে ইলিশ।   জামাই ষষ্ঠীর বাজারে থাকছে ১ কেজি ২০০ গ্রাম থেকে ১.৫ কেজি ওজনের ইলিশ। জামাইষষ্ঠীতে একটু বড় সাইজের ইলিশের ভাল চাহিদা থাকে। কিছুদিন আগে থেকেই হাওড়ার পাইকারি মাছ বাজারে সুদূর মায়ানমার থেকে ইলিশ এসে পৌঁছছে। এই প্রসঙ্গে হাওড়া পাইকারি মাছ বাজারের এক বিক্রেতা জানান, ১কেজি ২০০ গ্রাম সাইজের ইলিশ পাইকারি দাম ১৭০০-১৮০০ টাকা যে'টি ১৯০০-২০০০ টাকায় পাওয়া যেতে পারে। ১ কেজি ৫০০ সাইজ...

বিশ্বের সবচেয়ে বেশি আম উৎপাদন হয় ভারতে। তারপরে?

Image
  বিশ্বের সবচেয়ে বেশি আম উৎপাদন হয় ভারতে। তারপরে?   ভারতে আম উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্য দেশের মোট উৎপাদনের প্রায় ২৫–২৬ শতাংশ উৎপাদন করে, প্রতি বছর প্রায় ৪.৫ মিলিয়ন মেট্রিক টন আম চাষ হয় এখানে। গঙ্গার উর্বর অববাহিকা, অনুকূল আবহাওয়া এবং ঐতিহ্যবাহী আমচাষই এর সাফল্যের মূল কারণ। মালিহাবাদ, সাহারানপুর ও লখনউ এলাকায় উৎপন্ন দাশেহরি, ল্যাংড়া, চৌসা ও সাফেদা জাতের আম দেশ-বিদেশে সমাদৃত। ভারত - ভারত বিশ্বে সবচেয়ে বেশি আম উৎপাদন করে — প্রতি বছর প্রায় ২৫ মিলিয়ন মেট্রিক টন। অর্থাৎ, বিশ্বের প্রায় অর্ধেক আম ভারতের জমিতে ফলে। দেশের বৈচিত্র্যময় জলবায়ু ও উর্বর মাটি বিভিন্ন জাতের আম চাষে উপযুক্ত — যেমন আলফোনসো, কেসার ও দাশেহরি। আম ভারতীয় সংস্কৃতি ও উৎসবেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।   চিন দ্বিতীয় স্থানে রয়েছে চিন, যারা প্রতি বছর প্রায় ৩.৮ মিলিয়ন মেট্রিক টন আম উৎপাদন করে। দেশটির দক্ষিণাঞ্চলে উষ্ণ আবহাওয়ায় বেশি আম চাষ হয়। স্থানীয় চাহিদা মেটাতে এবং রপ্তানি বাড়াতে চিন আমচাষ বাড়াচ্ছে।   ইন্দোনেশিয়া তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যাদের বার্ষিক উৎপাদন প্রায় ৩.৬ মিলিয়ন মেট্রিক টন...

খাদ্য তালিকায় রাখুন ছোট ট্যাংরা মাছ - দূর হবে ক্যান্সারের মতো রোগ

Image
  খাদ্য তালিকায় রাখুন ছোট ট্যাংরা মাছ - দূর হবে ক্যান্সারের মতো রোগ    মাছের গুণ বলে শেষ করা যায় না! মাছ প্রোটিনে ভরপুর। নিয়মিত মাছ খেলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বিশেষ করে উপকারী হল ছোট মাছ। রুই, কাতলা কিংবা পমফ্রেট, পারশে নয়, দীর্ঘদিন সুস্থ থাকতে পাতে রাখুন পুঁটি, মৌরলা, কাচকি, আমুদি, ফলুইর মতো ছোট মাছ! আর একটি দারুন উপকারী ছোট মাছ হল ট্যাংরা। প্রোটিন-ক্যালসিয়ামে ঠাঁসা গ্রাম-বাংলার এই সাধারণ মাছেই সুস্থ হার্ট-লিভার-কিডনি, হাড় হয় লোহার মতো শক্ত! আর কী কী কারণে ট্যাংরা মাছ খাবেন?    ট্যাংরা মাছ খেলে শরীরে কোলাজেন বৃদ্ধি পায়। যেহেতু কোলাজেন ত্বক এবং চুল, দুটোর জন্যই ভালো, সেহেতু এই মাছ খেলে ত্বক ও চুলের জেল্লা বাড়ে। শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরে আসে, চুল নরম-উজ্জ্বল হয়। ট্যাংরা মাছে থাকে বিরল এক ধরনের ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এছাড়াও আছে স্বাস্থ্যকর ফ্যাট। ১০০ গ্রাম ট্যাংরা মাছ থেকে ১৪৪ ক্যালরি শক্তি মেলে। এই মাছে আছে ১৯.২ গ্রাম প্রোটিন, চর্বি ৬.৫ গ্রাম, ক্যালসিয়াম ২৭০ মিলিগ্রাম, আয়রন ২ মিলিগ্রাম। অ্যানিমিয়ার রোগীদের জন্য ট্য...

জঙ্গলমহলের মানুষ মেতে উঠেছে রোহিনী উৎসবে

Image
  জঙ্গলমহলের মানুষ মেতে উঠেছে রোহিনী উৎসবে    পুরুলিয়া সহ সমস্ত জঙ্গলমহলের কৃষিজীবী মানুষের অন্যতম একটি লোক উৎসব রোহিনী উৎসব। সারাটা বছর জেলার কৃষকেরা এই দিনের অপেক্ষায় থাকেন। কথায় আছে ‘বারো দিনে বারনি, তেরো দিনে রোহিনী’। প্রতিবছরের মত এ-বছর জঙ্গলমহলের আপামর কৃষিজীবী মানুষজ রোহিণী উৎসবের আনন্দে মেতে উঠেছে। জঙ্গলমহলের অত্যন্ত জনপ্রিয় লোকউৎসব এটি। এই উৎসবের দিন থেকেই পুরুলিয়ায় শুরু হয় নতুন কৃষিবর্ষ। এদিন ভোর বেলায় বাড়ির মহিলারা দেওয়ালে গোবরের রেখা দিয়ে গন্ডী কেটে দেন। তাদের বিশ্বাস এর ফলে বাড়িতে কীট, পতঙ্গ বা অপদেবতা প্রবেশ করতে পারে না। কৃষকেরা চাষের জমিতে বীজ ফেলেন।   এইদিন জমিতে বীজ ফেললে সেই ফসলের পোকা বা রোগ হয় না, বলে তাদের ধারনা। ফলনও ভাল হয়ে থাকে। অনেকে আবার বাড়ির উঠোনে নতুন তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করেন। এছাড়াও বাড়ির মেয়েরা মুখে কালি, রং মেখে বাদ্য যন্ত্র বাজিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তারা পূর্বপুরুষদের আমল থেকে এই উৎসব পালন করে আসছেন। ‌তাই এই উৎসবের বিরাট মাহাত্ম্য রয়েছে জঙ্গলমহল পুরুলিয়া কৃষক পরিবারগুলির মধ্যে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্...

উত্তাল দিঘার সমুদ্র - পর্যটকদের সতর্ক করলো প্রশাসন

Image
  উত্তাল দিঘার সমুদ্র - পর্যটকদের  সতর্ক করলো প্রশাসন    গত কয়েকদিন ধরেই বৃষ্টি হয়ে চলেছে। এই মুহূর্তে দিঘার সমুদ্র সম্পূর্ণ উত্তাল। সতর্ক রয়েছে প্রশাসন। বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমে শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই এই নিম্নচাপের বৃহস্পতিবার সন্ধ্যার পর উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী মধ্যস্থান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দিঘা-সহ জেলার উপকূলবর্তী অঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টি। উত্তাল সমুদ্র… ইতিমধ্যেই সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই বৃষ্টি শুরু হয়েছে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়।    উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি চলছে। অন্যান্য জায়গায় আকাশ মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। নিম্নচাপের এই বিপর্যয় থেকে পর্যটকদের রক্ষা করতে প্রশাসন একাধিক উদ্যোগ নিয়েছে। উত্...

ফের কুমির আতঙ্ক কালনায়

Image
  ফের কুমির আতঙ্ক কালনায়     এই নিয়ে বেশ কয়েকবার কালনায় ভাগীরথীতে কুমিরের দেখা মিললো। ভাগীরথীর জলে নজরে এল বিশাল জলচর, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আবারও কুমির আতঙ্কের সৃষ্টি হল পূর্ব বর্ধমানের কালনা শহরে।কালনার খেয়াঘাট সংলগ্ন ভাগীরথী নদীতে দেখা মিলল এক বিশাল আকৃতির কুমিরের। আচমকাই নদীর জলে ভেসে যেতে দেখা যায় কুমিরটিকে, আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।    স্বাভাবিকভাবেই ফের চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। খেয়াঘাটের এক কর্মচারী সুব্রত মণ্ডল বলেন, “সকালে ৬টার সময় ডিউটি এসেছিলাম, তারপর ৭:৩০ নাগাদ কুমিরটা দেখতে পেলাম। কিছুক্ষণ পরে দেখলাম ওটা গুপ্তিপাড়ার দিকে চলে গেল। এর আগেও পালপাড়ায় কুমির দেখা গিয়েছিল।” প্রসঙ্গত, এর আগেও কালনার ভাগীরথী নদী সংলগ্ন জাপোট এলাকায় বাড়ির উঠোনে উঠে পড়েছিল একটি কুমির। সেই ঘটনাতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। প্রশাসনের তরফে সে সময় বন দফতরকে জানিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে আবারও ভাগীরথীর জলে কুমিরের দেখা মিলতে পুরানো আতঙ...

সুন্দরবন অঞ্চলে নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় ক্রমশই রুদ্র রূপ নিচ্ছে প্রকৃতি

Image
 সুন্দরবন অঞ্চলে নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় ক্রমশই রুদ্র রূপ নিচ্ছে প্রকৃতি   এই মুহূর্তে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের। তারমধ্যে একদম দক্ষিনে সুন্দরবন অঞ্চলের অবস্থা বেশ জটিল। নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় ক্রমশই রুদ্র রূপ নিচ্ছে প্রকৃতি। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে জলোচ্ছ্বাসের মত পরিস্থিতি তৈরি হয়েছে। পাথর প্রতিমা ব্লকের দূর্বাচটি পঞ্চায়েতের ব্যানার্জি ঘেরীর সপ্তমুখী নদীর নোনা জল এলাকায় ঢুকেছে। নোনা জল প্লাবিত চাষের জমি মাছের ভেড়ি, যার জেরে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের প্রভাবে ইতিমধ্যে উপকূলে নদী ও সমুদ্র উত্তাল। জেলার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে‌। এদিকে এই অবস্থা চলতে থাকলে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে একাধিক এলাকা। বাঁধ ভাঙ্গার মত আশঙ্কা রয়েছে নামখানা, মৌসুনি, গোবর্ধনপুর ও গঙ্গাসাগরের মত জায়গায়।   পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন। বাঁধের উপরে বিশেষ নজর রাখা হচ্ছে। অনেক জায়গায় বাঁধ মেরামতির কাজ চললেও এখনও পর্যন্ত অনেক জায়গায় দুর্বল বাঁধ রয়েছে। এই দুর্বল বাঁধ ...

শিশুদের মানসিক চাপ কমাতে বসিরহাটে শুরু হলো মেডিটেশন ক্যাম্প

Image
  শিশুদের মানসিক চাপ কমাতে বসিরহাটে শুরু হলো মেডিটেশন ক্যাম্প   শুধু বড়োরা নয়, শিশুদেরও মানসিক চাপ বেড়েই চলেছে। বর্তমান সময়ে অধিকাংশ বাবা-মা চান তাদের সন্তান একাধারে পড়াশোনা, খেলাধুলা, সঙ্গীত, নৃত্য, আঁকাআঁকি এমনকি আত্মরক্ষামূলক বিদ্যায় পারদর্শী হোক। এই বহুমুখী প্রত্যাশা একদিকে যেমন সন্তানের প্রতিভা বিকাশে সহায়ক হতে পারে, অন্যদিকে তাদের উপর এক অসহনীয় মানসিক চাপ সৃষ্টি করে। শিশুদের কচি মন যখন একাধিক কাজের ভার বহন করতে পারে না, তখন তা হতাশা, উদ্বেগ, রাগ, আত্মবিশ্বাস হ্রাস, এমনকি আত্মহত্যা প্রবণতার কারণ হয়ে দাঁড়ায়।   এই সংকট থেকে বেরিয়ে আসার পথ হয়তো খুব জটিল নয়। প্রয়োজন শুধু সচেতনতা, সহানুভূতি এবং কিছু কার্যকর মানসিক প্রশিক্ষণ। বসিরহাটে দুই দিনের রাজযোগ মেডিটেশন ক্যাম্প আয়োজিত হয়। এই সংকটজনক প্রেক্ষাপটে শিশু-কিশোরদের মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণে সহায়তা করতে বসিরহাটে এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়। বসিরহাটের বকুলতলায় ব্রহ্মকুমারী রাজযোগ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় দুই দিনের মেডিটেশন ক্যাম্প। এই ক্যাম্পে বসিরহাট মহাকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা...

বিএনপির সঙ্গে সম্মুখ সমরে ইউনুস

Image
  বিএনপির সঙ্গে সম্মুখ সমরে ইউনুস    ইউনুসের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে বিএনপি। তাদের দাবি, অনেক দিন হয়েছে এবার দেশে নির্বাচিত সরকার চাই। কিন্তু এখনই ভোট করতে রাজি না ইউনুস। এই নিয়েই বাংলাদেশে চলেছে অশান্তি। আন্তর্জাতিক মঞ্চ থেকে নিজের দেশের রাজনৈতিক দলকেই নাম না করে কটাক্ষ করলেন ইউনূস। আর সেই কটাক্ষ যে বিএনপি-কে করেছেন, তা বুঝতে কারোরই অসুবিধা হচ্ছে না। বর্তমানে জাপান সফরে রয়েছেন মহম্মদ ইউনূস। সেখানে ৩০তম নিক্কেই ফোরামে ‘ফিউচার অব এশিয়া’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিএনপি-কে কটক্ষ করে ইউনূস বলেন যে একটি মাত্র দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে। ইউনূসের কথায়, দেশে নির্বাচনের প্রয়োজন রয়েছে, তবে তা যেন সুষ্ঠ, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হয়।   ইউনূস বলেন, “আমরা জনগণকে বলছি, নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।” বাংলাদেশে একাধিক রাজনীতিবিদই প্রশ্ন তুলেছেন, নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বেরই নির্বাচন হবে না কেন? সেই প্রশ্নের জবাবে ইউনূস মন্তব্য করেন, “দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল...

নয়া আতঙ্কের নাম ফাইবার অপটিক কেবল ড্রোন

Image
  নয়া আতঙ্কের নাম ফাইবার অপটিক কেবল ড্রোন   এক হাজার দিনেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার নামই নিচ্ছে না। প্রায় নিত্যদিনই এই যুদ্ধে ব্যবহৃত হচ্ছে নতুন নতুন সামরিক অস্ত্র। একটা অন্যটার চেয়ে আরও বেশি মারাত্মক। এবার রুশ সেনা ইউক্রেনের শহরে ‘ফাইবার অপটিক ড্রোন’ হামলা শুরু করেছে। ইউক্রেনের ছোট ছোট শহরে ফাইবার অপটিক কেবলে ড্রোন বেঁধে পাঠাচ্ছে রুশ সেনা। এইরকম ড্রোন হামলা আগে দেখেনি ইউক্রেনের সেনা। ইউক্রেনের সেনাঘাঁটি, শহরের গুরুত্বপূর্ণ বিল্ডিং, এমনকী সেনার গাড়ি দেখতে পেলেও সেখানে এই ড্রোন পাঠাচ্ছে মস্কো। তবে হাল ছাড়তে নারাজ ইউক্রেনও। তারাও পাল্টা দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে। সম্প্রতি তারাও পাল্টা ফাইবার অপটিক ড্রোন হামলা শুরু করেছে।ইউক্রেনের ন্যাশনাল গার্ডের ‘আনম্যানড সিস্টেম ব্যাটেলিয়ন’-এর টুয়েলভথ স্পেশ্যাল ফোর্স ব্রিগেড ফাইবার অপটিক কেবলে বেঁধে হামলাকারী ড্রোন পাঠাচ্ছে রুশ সেনাকে লক্ষ্য করে।    সম্প্রতি রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ১০ থেকে ৪০ কিলোমিটারের ফাইবার অপটিক কেবলের সঙ্গে এক একটি বিস্ফোরক বোঝাই ড্রোন বেঁধে উড়িয়ে দেওয়া হচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হল, কোনও...

শেষ পর্যন্ত শাহবাজ শরিফ স্বীকার করলেন, ভারতের আক্রমনে বিপর্যস্ত হয়েছিল পাকিস্তান

Image
 শেষ পর্যন্ত শাহবাজ শরিফ স্বীকার করলেন, ভারতের আক্রমনে বিপর্যস্ত হয়েছিল পাকিস্তান     পাকিস্তানের কাছে ৯ ও ১০ মে ছিল বিভীষিকার রাত। তা স্বীকার করলেন শাহবাজ। ভারতের ব্রহ্মস মিসাইলে বিপর্যস্ত হয়েছিল পাক বায়ুসেনা ঘাঁটি। যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমানবন্দর। একথা স্বীকার করে নিলেন খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজারবাইজানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি পরিষ্কার জানিয়েছেন, পাক বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারত। পাকিস্তান তার আগেই হামলার মতলব কষেছিল। কিন্তু তাদের হতভম্ব করে আগেই হামলা চালিয়ে পাকিস্তানের সব রণকৌশল ব্যর্থ করে দিয়েছিল নয়াদিল্লি। শাহবাজ শরিফকে বলতে শোনা গিয়েছিল, ”৯ ও ১০ মে-র মাঝের রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ভারতের আগ্রাসনের জবাব দেব। কিন্তু সব হিসাব উল্টে দিয়েছে ভারত।    আমাদের সশস্ত্র সেনা ভোর সাড়ে চারটেয় ফজর প্রার্থনার শেষে ওদের শিক্ষা দেবে বলে পরিকল্পনা করে। কিন্তু তার আগেই ভারত ব্রহ্মস নিয়ে হামলা চালায়। পাকিস্তানের বহু প্রদেশেই আক্রমণ করে। যার মধ্যে ছিল রাওয়ালপিন্ডি বিমান বন্দরও।” এদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র...

কাঁকসার গড় জঙ্গলে রয়েছে দেবী শ্যামরূপার মন্দির

Image
  কাঁকসার গড় জঙ্গলে রয়েছে দেবী শ্যামরূপার মন্দির   পশ্চিম বর্ধমানের দেবী শ্যামরূপার মন্দির যেন গভীর জঙ্গলে লুকোনো এক প্রাচীন সম্পদ। ছোট্ট মন্দির পরিসর, তা সত্ত্বেও এর বিশালত্ব অনেক। এই মন্দিরকে কেন্দ্র করে একাধিক কীংবদন্তি কথা প্রচলিত রয়েছে। বলা হয় রাঢ়বঙ্গের রাজা ইছাই ঘোষের আরাধ্য দেবীর বসবাস এই মন্দিরে। গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে দুর্গাপুজোর সময় বহু মানুষের ভিড় জমে। কিন্তু দুর্গাপুজো ছাড়াও যে কোনওদিন আপনি এই মন্দিরে যেতে পারেন। তাহলে খুব কাছে থেকে পাবেন দেবীর দর্শন।রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার সুযোগও। তাছাড়াও সবুজ গভীর জঙ্গলের মাঝে এই মন্দিরে পরিবেশ আপনাকে মুগ্ধ করে দেবে।   দেবী শ্যামরূপার মন্দির যেতে হলে আপনি দুর্গাপুর অথবা পানাগড় থেকে যেতে পারেন। যদি দুর্গাপুর থেকে যেতে চান, তাহলে আপনাকে দুর্গাপুর স্টেশন থেকে বাসে যেতে হবে মলানদিঘি।আর পানাগড় থেকে যেতে চাইলে আপনাকে বাস ধরে যেতে হবে ১১ মাইল বাসস্ট্যান্ড। তারপর সেখান থেকে টোটো বা অন্য গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে। তবে এই মন্দিরে গেলে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে ...

দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি

Image
  দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি    নিম্নচাপ ও ভরা কোটালে উত্তাল সমুদ্র। দিঘায় তীব্র জলোচ্ছ্বাস। ফলে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দিঘায় এদিন জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেল। দানবীয় ঢেউ আছড়ে পড়ছে দিঘার সৈকত সরণীতে। আর জলোচ্ছ্বাসে ভিজে আনন্দে আত্মহারা পর্যটকেরা। জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা বর্ষা সব ঋতুতেই সমান জনপ্রিয় পর্যটকদের কাছে। সমুদ্রের মাতাল করার জলোচ্ছ্বাস পর্যটকদের আরও বেশি আকর্ষিত করছে। হওয়ায় জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। প্রশাসনিক তরফে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের মেঘ! বইছে ঝড় হাওয়া। হওয়ায় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণীর গার্ড ওয়ালে।   সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন। এমনিতেই প্রতি ঋতুতে দিঘায় পর্যটকের সংখ্যা বেশি হয়। পর্যটকরা এলেও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন সকালে ঝড়ো হাওয়ার ফুলে ওঠেছে সমুদ্রের জল। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দিচ্ছে পুলিশ প্রশ...

মরশুমের প্রথম ইলিশ ঢুকল ক্যানিং মৎস্য আড়তে

Image
    মরশুমের প্রথম ইলিশ ঢুকল ক্যানিং মৎস্য আড়তে   বর্ষা ঢোকার মুখে। আর এর মধ্যেই ঢুকে গেছে প্রচুর ইলিশ। জামাইসষ্ঠীতে জমিয়ে হবে ইলিশ খাওয়া। দিনভরই আকাশে কালো মেঘের আনাগোনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হচ্ছে দক্ষিণবঙ্গে। বর্ষা পুরোদমে ব্যাটিং শুরু না করলেও ইতিমধ্যেই ইলিশ মাছ আসতে শুরু করেছে ক্যানিং বাজারে। মরশুমের প্রথম ইলিশ ঢুকল ক্যানিং মৎস্য আড়তে। আড়তে আসে প্রায় দু কুইন্টালের মত ইলিশ মাছ। মূলত ঝড়খালি এলাকার মৎস্যজীবীদের জালেই এই ইলিশ ধরা পড়েছে। ইলিশের ওজন প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম। ক্যানিং পাইকারি মাছের বাজারে কেজি প্রতি ছশো টাকা কেজি দরে বিকোয় এই ইলিশ। তবে প্রশ্ন উঠেছে মাছ ধরার ক্ষেত্রে এখন নিষেধাজ্ঞা রয়েছে, তবুও কিভাবে সেই নিষেধাজ্ঞা এড়িয়ে মৎস্যজীবীরা মাছ ধরছেন তা নিয়ে।   কথায় বলে মাছে-ভাতে বাঙালি। মাছের তালিকায় সবার প্রথমে রয়েছে ইলিশ। এই মাছের জন্য বছরভর অপেক্ষায় থাকতে হয় খাদ্যরসিক বাঙালিকে। বর্ষার মরশুমে যেমন ইলিশের দেখা মেলে তেমনই জামাইষষ্ঠীর সময় বাজারে হাজির হয় রূপোলি এই ফসলের, যদিও এই বছর জামাইয়ের পাতে পরবে ইলিশ। বঙ্গোপসাগরে ইলিশের ঝাঁক। যথেষ্ট ভাল পরিমাণে ইলি...

ক্যাবে উঠে চক্ষু চরকগাছ

Image
 ক্যাবে উঠে চক্ষু চরকগাছ    ঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য ক্যাব বুক করেছিলেন তরুণী। কিন্তু বুক হওয়ার পর চালকের নাম, ছবি দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। কারণ চালক অন্য কেউ নন, অফিসের তাঁর টিম লিডার। অর্থাৎ যাঁর নেতৃত্বে তিনি প্রতিদিন কাজ করেন। সেই বুকিংয়ের স্ক্রিনশটই এখন সোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। জানা গিয়েছে, এই ঘটনা বেঙ্গালুরুর। এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া এক স্ক্রিনশটে দেখা গিয়েছে তরুণী গোটা বিষয়টির বিবরণ দিয়েছেন।    তাঁর কথায়, ক্যাব বুক করার তরুণী দেখেন চালক তাঁর টিম লিডার। ওই ব্যক্তিকে তরুণী জিজ্ঞাসা করেন কেন অফিসের কাজ করে তিনি ক্যাব চালাচ্ছেন। জবাবে ওই ব্যক্তি বলেন, নিছক মজার জন্যই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। একঘেয়েমি কাটানোর জন্য এই পথ বেছে নিয়েছেন। এই পোস্ট মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেক নেটিজেনই এই ঘটনাকে মজা হিসাবেই দেখেছেন। অনেকে আবার বেঙ্গালুরুর প্রবল যানজটের কথা বিবেচনা করে ওই ব্যক্তির চালকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। নিজের অভিজ্ঞতা নিয়ে আরেকজন লিখেছেন, ‘যখন আমি আমেরিকায় কাজ করতাম, তখন একটি বড় বহুজাতিক কোম্পানির সিইওকে বাড়িতে আ...

অসম-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নাগরিকরা নিরাপত্তার কারণে লাইসেন্স যুক্ত অস্ত্র রাখতে পারবেন - হিমন্ত শর্মা

Image
  অসম-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে নাগরিকরা নিরাপত্তার কারণে লাইসেন্স যুক্ত অস্ত্র রাখতে পারবেন - হিমন্ত শর্মা    হাসিনা সরকারের পতনের পড়ে বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। এই অবস্থায় অসমের সীমান্তবর্তী জেলাগুলোর নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যন্ত বা সীমান্তবর্তী, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিজের কাছে অস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হবে। ২৮ মে অসমের ক্যাবিনেট বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী এর সপক্ষে অসমের ভৌগলিক অবস্থান ও নিরাপত্তার ঝুঁকির বিষয়টিই তুলে ধরেছেন।    বাংলাদেশের সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত জেলাগুলির বাসিন্দাদের সুরক্ষা ও নিরাপত্তাবোধ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। অসম সরকারের এই সিদ্ধান্তের ফলে এবার থেকে ধুবরি, নগাঁও, মরিগাঁও, বরপেটা, দক্ষিণ শালমারা ও গোয়ালপারার বাসিন্দারা নিজের কাছে লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন। মুখ্যমন্ত্রী জানান যে অসমের ৩৫টি জেলার মধ্যে ১১টিতে মুসলিমরা সংখ্যাগুরু। এর মধ্যে ৪ জেলা আবার বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে।...

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে পাঁচ শিক্ষিকাকে আটক করলো পুলিশ

Image
  মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে পাঁচ শিক্ষিকাকে আটক করলো পুলিশ    চাকরিহারা শিক্ষকদের সমস্যা বেড়েই চলেছে। আদালতের নির্দেশে আবার তাদের পরীক্ষায় বসতে হবে। এদিকে স্বাভাবিক কারণেই তারা আর পরীক্ষায় বসতে রাজি না। এই পরিস্থিতিতেই কয়েকজন শিক্ষিকা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে মুখ্যমন্ত্রীর বাড়িতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে চাকরিহারা শিক্ষিকারা। পুলিশের সঙ্গে কার্যত বচসা বেঁধে যায় শিক্ষিকাদের। চাকরিহারাদের আটক করেছে পুলিশ। বিকাশ ভবনের সামনে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে থেকে শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে যান। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান এবং পরীক্ষা নিয়ে আলোচনা করতে চান।   তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার নির্দিষ্ট কোনও সময় ধার্য করা ছিল না। চাকরিহারা ৫ জন শিক্ষিকা মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছতেই পুলিশ তাঁদের বাধা দেয়। এরপরই পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় শিক্ষিকাদের। তাদের পুলিশ আটক করে গাড়িতে তোলে। তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে...

আলিপুরদুয়ারে মোদীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষকরা

Image
  আলিপুরদুয়ারে মোদীর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষকরা    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝটিকা সফরে আসছেন উত্তরবঙ্গে। বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে চান চাকরিহারা শিক্ষকেরা। চাকরি নিয়ে দোটানা। তার মধ্যেই বৃহস্পতিবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতে চান শিক্ষকরা। কিন্তু চাকরিহারাদের সঙ্গে কি আদৌ দেখা করবেন প্রধানমন্ত্রী? কী বলছেন বিজেপি নেতারা? জানা গিয়েছে, বর্তমানে আলিপুরদুয়ারেই রয়েছে চাকরিহারাদের একটি প্রতিনিধি দল। এর আগে ২৩শে মে মনোজ টিজ্ঞার সঙ্গে দেখা করেন চাকরিহারাদের একটি প্রতিনিধি দল। এক চাকরিহারা যোগ্য শিক্ষক বলেন, “প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কিছু যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এই সৎ মানুষগুলি তো তাঁরই দেশের মানুষ,তাঁর যতটা সম্ভব তিনি যেন হস্তক্ষেপ করেন। এটাই আমাদের অনুরোধ। আমরা আমাদের দাবি সকলের কাছে রাখছি। সেই ভাবেই দেশের প্রধান হিসাবে আমরা চাইছি উনি যেন হস্তক্ষেপ করেন।”    এই বিষয়ে বিধায়ক মনোজ টিগ্গা বলেন, "যোগ্যদের চাকরি গিয়েছে আমরা জানি। সরকার যেভাবে নির্যাতন করছে সেইটাও জানি। চাকরিহারারা লিখিত জানিয়েছ...

বন্যপ্রাণ রক্ষায় বিশেষ উদ্যোগ তমলুক বন দপ্তরের

Image
              বন্যপ্রাণ রক্ষায় বিশেষ উদ্যোগ তমলুক বন দপ্তরের    পূর্ব মেদিনীপুর জেলায় বনভূমির পরিমাণ অনেকটাই কম। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৮৩৯ বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে। অবিভক্ত মেদিনীপুর জেলায় ফল হারিনী কালিপুজোর সময় শিকার উৎসবের চল আছে। ২৬ মে সোমবার রাতে ফল হারিনী কালীপুজো। এই কালীপুজোর আগে থেকে এবং কালীপুজোর পরের দিনও চলে শিকার পর্ব। এই শিকার উৎসবে বন্যপ্রাণ বাঁচাতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ। ড্রোন উড়িয়ে বন্যপ্রাণ বাঁচাতে তৎপর হয়েছে বন বিভাগ। পূর্ব মেদিনীপুর জেলায় স্বাভাবিক বনাঞ্চল না থাকলেও প্রচুর পরিমাণে বন্যপ্রাণ রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল, গোসাপ, কচ্ছপ সহ বিভিন্ন প্রজাতির সাপ লক্ষ্য করা যায় পূর্ব মেদিনীপুর জেলার ঝোপঝাড় যুক্ত জলাশয় গুলিতে। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়।   শিকার উৎসবে মূলত এইসব পশুপাখি শিকার করে একশ্রেণীর আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া থেকে মূলত ট্রেনে করে পূর্ব মেদিনীপুর জেলায় শিকারিরা প্রবেশ করে শিক...

পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে হবে - সমীক ভট্টাচার্য

Image
 পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করতে হবে - সমীক ভট্টাচার্য  'অপারেশন সিঁদুর' এর সফল্যের পড়ে সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে ভারতের সংসদীয় কমিটি। সেই কমিটিতে আছেন বিজেপির  সমীক ভট্টাচার্য। প্রতিনিধি দলের মূল লক্ষ্য, আন্তর্জাতিক মঞ্চে ‘সন্ত্রাসী’ পাকিস্তানের মুখোশ খুলে ফেলা। সেই কাজ করতে এই মুহূর্তে ফ্রান্স সফরে রয়েছেন প্রতিনিধি দলের একাংশ। সেখানে পাকিস্তান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য দাবি তুললেন, ”পাকিস্তান এমন একটা দেশ যারা কোনওদিন শুধরাবে না। আমরা দাবি করছি, পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করতে হবে। সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে।” ফ্রান্স সফরে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য একদফা তুলে ধরেছেন বর্ষীয়ান সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তিনিই।    রবিশংকর প্রসাদের পর শমীক ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, ”কোন পরিস্থিতিতে ভারত অপারেশন সিঁদুর চালিয়েছিল, তা বিশ্বকে জানানো আমাদের কর্তব্য। পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে লালনপালন করেছে। ভারতের বি...

মগ ডালে উঠে আত্মহত্যার চেষ্টা পুলিশ আধিকারিকের

Image
  মগ ডালে উঠে আত্মহত্যার চেষ্টা পুলিশ আধিকারিকের    সোমবার একটি গাছের মগডালে আচমকাই উঠে পড়েন জম্মু ও কাশ্মীরের এক পুলিশ আধিকারিক। ৪৮ বছর বয়সি ওই পুলিশ আধিকারিক শ্যামলাল ১৫ মিটার উচ্চতার একটি গাছে উঠে পড়েন। সেখান থেকেই তিনি হুমকি দিতে থাকেন যদি কেউ গাছে উঠে তাঁকে নামানোর চেষ্টা করে তাহলে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন। কিন্তু কেন নিজের জীবন শেষ করে দিতে চাইছেন তিনি? এবিষয়েও শ্যামকে বলতে শোনা যায়, কোভিড-১৯-এর পর থেকে তাঁর মাসিক বেতন ১৮ হাজার থেকে কমে চার হাজার হয়ে গিয়েছে। আর এতেই তিনি চরম আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন।   এদিকে পুলিশ আধিকারিককে এভাবে গাছে উঠে আত্মহত্যার হুমকি দিতে দেখে স্থানীয়দের ভিড় জমে যায়। তাঁরাই খবর দেন গ্রাম প্রধানকে। এরপরেই খবর যায় পুলিশে। দমকল ও পুলিশের একটি দল এসে গাছে চেপে থাকা পুলিশ আধিকারিককে নামানোর চেষ্টা করেন। গাছটির আশেপাশে জাল বিছিয়ে দেওয়া হয়। আনা হয় মই। তবুও ওই পুলিশ আধিকারিককে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে বিধায়ক রামশ্বর সিংয়ের শরণাপন্ন হয় উদ্ধারকারী দলের সদস্যরা। রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক। দীর্ঘক্ষণ আলোচনার...

এ বছর জুলাই মাসে জাপান ডুবে যাবে সুনামিতে - জাপানের নতুন বাবা ভাঙ্গা

Image
  এ বছর জুলাই মাসে জাপান ডুবে যাবে সুনামিতে - জাপানের নতুন বাবা ভাঙ্গা    তাঁকে বলা হচ্ছে জাপানের নতুন বাবা ভাঙ্গা! পেশায় তিনি মাঙ্গা শিল্পী। কিন্তু এরই পাশাপাশি ভবিষ্যদ্বক্তা হিসেবেও পরিচিতি ক্রমেই বেড়ে চলেছে রিও তাতসুকির। আর সেই তিনিই জানিয়েছেন, ২০২৫ সালের জুলাইয়ে মেগা-সুনামিতে তছনছ হয়ে যাবে জাপান! এহেন ভয়ংকর দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অতীতে নাকি তাতসুকির বলা অনেক কথাই ফলে গিয়েছে। ফলে এবারও সবাই আতঙ্কিত। ইতিমধ্যেই ওই সময়ে জাপানে সফরকারী বহু পর্যটক তাঁদের সফর বাতিল করেও দিয়েছেন!   ১৯৯৯ সালে প্রকাশিত হয়েছিল তাতসুকির ‘দ্য ফিউচার আই স’। সেই বইয়ে অনেকটা মাঙ্গার স্টাইলেই ডায়রির মতো করে নানা স্বপ্নের কথা লিখে রেখেছিলেন তিনি। করেছিলেন কিছু ভবিষ্যদ্বাণী। যা পরবর্তী সময়ে সত্যি হতে দেখা গিয়েছে অনেকাংশেই। ২০২১ সালে সেই বইয়ের একটি নয়া সংস্করণে তাতসুকি যুক্ত করেন একটি নতুন ভবিষ্যদ্বাণী। জানান, তিনি স্বপ্নে দেখেছেন জাপান ও ফিলিপিন্সের মধ্যে সমুদ্রের তলায় ফাটল লক্ষ করেছেন। আর তাতেই পরিষ্কার ইঙ্গিত মিলছে জুলাই মাসে ভয়াবহ সুনামি হবে জাপানে!

বৈবাহিক জীবন নিয়ে হেমার খেদ

Image
   বৈবাহিক জীবন নিয়ে হেমার খেদ    তাঁকে নিয়ে আসমুদ্র হিমাচল দিবাস্বপ্ন দেখে! তাঁকে দেখে তামাম জনতার হৃদয় পিংপং বলের মতো লাফায়! তিনি 'ড্রিম গার্ল'! স্বপ্নসুন্দরী। তিনি হেমা মালিনী। যাঁর একটুকরো হাসিতেই ঘায়েল পুরুষকুল, সেই হেমা কি নিজের বিবাহিত জীবনে সুখী ছিলেন? এই প্রশ্নর উত্তর পেতে আজও মরিয়া তাঁর ফ্যানেরা। এক সাক্ষাৎকারে হেমা মালিনী জানান, '' আমি বলব না সবকিছু নিখুঁত হয়। জীবনে সবসময় আপনি যা চান, তা পাবেন না। যখন আপনার বয়স কম, তখন আপনি একটি পারফেক্ট জীবনের স্বপ্ন দেখেন, কিন্তু তেমন কোনও জীবনের হয়তো বাস্তবে অস্তিত্বই নেই।"   অভিনেত্রী আরও বলেন, "আমি যা চেয়েছিলাম, জীবনে তার সবকিছু পাইনি। কিন্তু যা পাইনি, তার অভাব যেন আমাকে না ছুঁয়ে যায়...! আমার দুই মেয়ে। জীবনের তিরিশ বছর ওদের সঙ্গেই কাটিয়েছি। ওদের স্কুলে নিয়ে যেতাম, হোমওয়ার্ক দেখতাম, চুল বাঁধতাম, ওদের রাগ-অভিমান সামলাতাম — এসব করতে করতে যেন আবার নিজের শৈশবটা ফিরে পেয়েছিলাম। এখন ওরা বড় হয়ে গিয়েছে, হঠাৎ পিছনে ফিরে তাকালে মনে হয়, ‘ওহ, আমি যেন কত কিছু হারিয়ে ফেলেছি!’ হেমা সবচেয়ে বেশি কী মিস করেন? উত্তরে ত...

সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা

Image
  সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা    অনেকদিন পড়ে আবার খুশির সংবাদ। সুন্দরবনে বেড়ে বাঘের সংখ্যা। অন্তত ৬-৭ টি বাঘ বেড়েছে এবছর। সর্বশেষ বাঘ সুমারিতে বাঘ ছিল ১০১ টি। তবে সম্প্রতি শেষ হওয়া বাঘসুমারিতে ব্যবহার করা ক্যামেরার ছবি বিশ্লেষণ করে এই কথা জানা গিয়েছে। সুন্দরবনে বাঘ সংরক্ষণ নিয়ে কাজ করা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটির প্রধান ফিল্ড অফিসার অনিল মিস্ত্রির আবার ধারণা অন্তত ২০ টি বাঘ বেড়েছে। যা অন্তত শুভ খবর। তবে বনদফতর সূত্রে খবর অন্তত ৬-৭টি বাঘ বেড়েছে। ভারতীয় সুন্দরবন অংশকে বাঘেরা নিজেদের জন্য নিরাপদ মনে করছে। ফলে এই বাঘ বাড়ছে।   গণনার সময় এক বছরের কম শাবকদের গণনায় ধরা হয়না। এরকম শাবকের সংখ্যাও কম নয়। এক থেকে ৩ বছর বয়সী বাঘ রয়েছে ২০ শতাংশ। ফলে বাঘের এই সংখ্যা বৃদ্ধিতে খুশি সকলেই। শাবকগুলি বড় হলে আগামী এক থেকে দুই বছরে আরও বাঘ বাড়বে।

প্রয়াত কন্নড় অভিনেতা শ্রীধর নায়েক

Image
প্রয়াত কন্নড় অভিনেতা শ্রীধর নায়েক   বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা শ্রীধর নায়েক৷ কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রি প্রবীণ অভিনেতা শ্রীধর নায়েকের মৃত্যুতে শোকাহত৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা৷ কোনওভাবেই আর শেষরক্ষা হল না৷ তিনি বেশ কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু দীর্ঘদিন চিকিৎসার পরও অভিনেতার স্বাস্থ্যেরঅবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।   মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত তাঁর মরদেহ জনসাধারণের দর্শনের জন্য হেব্বালের ব্যাপটিস্ট হাসপাতালে রাখা হয়েছে, এরপর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শ্রীধর নায়েক ‘পারু’ এবং ‘ভাধু’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে তাঁর স্মরণীয় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তাঁর শক্তিশালী পর্দা উপস্থিতি দিয়ে তিনি মন জয় করেছিলেন দর্শকদের । তিনি ‘ম্যাক্স’ ছবিতেও অভিনয় করেছিলেন এবং তার বহুমুখী অভিনয় দক্ষতা দিয়ে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছিলেন। সাম্প্রতিক মাসগুলিতে, অভিনেতার স্বাস্থ্যের অবনতি ঘটেছিল। অসুস্থতার কারণে তাঁর শারীরিক অবস্থার ছবিগুলি ভক্তদের এবং টেলিভিশন জগতকে হতবাক করে দিয়েছিল৷ একসময়ের...

প্রস্রাবে ফেনা হলে সাবধান হয়ে যান

Image
  প্রস্রাবে ফেনা হলে সাবধান হয়ে যান    শরীরের অন্দরে চলতে থাকা সমস্ত সমস‍্যার প্রতিফলন দেখা যায় শরীরের বাহ‍্যিক অঙ্গগুলিতে। ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো চেনা সমস‍্যাগুলিও শরীরে দানা বাঁধার আগে বিভিন্ন সংকেত দিয়ে জানান দেয়। ত্বকের বিভিন্ন সমস‍্যা থেকে প্রস্রাব, মল, দেহের রেচন পদার্থে দেখা যায় শরীরের মধ‍্যে চলতে থাকা সমস‍্যার লক্ষণ। তেমনই ডায়াবেটির সমস‍্যার লক্ষণ দেখা যায় মানুষের মুত্রে। নিজের প্রস্রাবে কয়েকটি লক্ষণ দেখলে তখনই সতর্ক হয়ে যান, আপনার শরীরের অন্দরে বাসা বেঁধেছে ডায়াবেটিস।   রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়। কিডনি-সহ পুরো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সংকেত। যত তাড়াতাড়ি সম্ভব এই লক্ষণগুলি চিহ্নিত করে চিকিৎসা নিলে, ডায়াবেটিসকে প্রাথমিক পর্যায়েই নিয়ন্ত্রণ করা যেতে পারে। প্রস্রাব তৈরিতে বিশেষ ভূমিকা রাখে কিডনি। কিডনি দেহে ছাঁকনির কাজ করে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে বাধাপ্রাপ্ত হয় কিডনীর রক্ত ছাঁকবার বা পরিস্রুত করার ক্ষমতা। ফলে বারবার প্রস্রাবের বেগ অনুভূত হয়। বিশেষ করে রাতে এই সমস্যা আরও বেশি হয়। যদ...

জামাইষষ্ঠীতে শ্বশুড়িকে খুশি করতে ৫ গিফট

Image
  জামাইষষ্ঠীতে শ্বশুড়িকে খুশি করতে ৫ গিফট    জৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে পালিত হয় জামাইষষ্ঠী ব্রত। এইদিন শ্বাশুড়িরা জামাই ও মেয়েকে নিমন্ত্রণ করে মা ষষ্ঠীর পূজা করেন ও জামাইয়ের কপালে ফোঁটা দেন। হলুদ সুতো বেঁধে জামাইয়ের সুখ, ঐশ্বর্য ও কন্যার দাম্পত্যসুখ কামনা করা হয়। এই বছর জামাইষষ্ঠী পড়েছে ১ জুন, রবিবার। অনুষ্ঠান মানেই সেখানে উপহার একটা আলাদা জায়গা জুড়ে থাকে। আসলে উপহার এমনই একটা জিনিস, যা যে কোন সম্পর্কের মিষ্টতা দ্বিগুণ করে দেয়। জামাইষষ্ঠীও তার ব্যতিক্রম নয়। শ্বাশুড়ি এবং জামাইদের মধ্যে উপহারের আদানপ্রদান হয়ে থাকে। এ বছর জামাইষষ্ঠী পড়েছে ১ জুন। এই দিনে শ্বাশুড়িকে কি গিফট দেবেন, নিশ্চয়ই ভাবনাচিন্তা করছেন। তা হলে উপহারের এই আইডিয়াগুলি রইল আপনারই জন্য। জেনে নিন -   * শাড়িঃ শাড়ি যেকোন মহিলারই পছন্দের। তাই শ্বাশুড়িমার পছন্দসই কোন শাড়ি জামাইষষ্ঠীতে উপহার হিসাবে দিতেই পারেন।   * গয়নাঃ বাজেট অত বেশি না হলে সোনার গয়না হয়ত দিতে পারবেন না। তবে আজকাল নানা ধরনের গয়না পাওয়া যায়। যেগুলি একেবারে বাজেটের মধ্যে। সেরকম গয়নাও দিতে পারেন।   * মোবাইল ফোনঃ বাজেট এ...

সৌরভের পছন্দের খাবার

Image
  সৌরভের পছন্দের খাবার  খেতে ভালবাসেন তিনি। বিরিয়ানি তাঁর প্রিয়। তবে স্বাস্থ্যের কথা ভেবে এখন তিনি খাওয়া-দাওয়ায় রাশ টেনেছেন। জানা যায়, সৌরভ এখন ভাত-রুটি খাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছেন। সামনেই জামাইষষ্ঠী। এই সময় অনেকেই রবিবার বাড়িতে কী কী মেনু করবেন তা নিয়ে ভাবনা-চিন্তা করছেন। তবে অনেক বাড়িতেই এখনও ইলিশ বনাম চিংড়ি লড়াইটা চলে। সৌরভের কোনটা বেশি পছন্দের! সম্প্রতি খাবার সংক্রান্ত একটি ইউ টিউব চ্যানেলে সৌরভ জানিয়েছেন, ইলিশ, চিংড়ি ও কাঁকড়া, তিনটিই তাঁর খুব পছন্দের। সৌরভ এটাও বলেন, তিনি বরাবর বাঙালি খাবারে অভ্যস্ত।   সৌরভ বলেন, একটা সময় তাঁদের বাড়িতে চিংড়ি, ইলিশ ও কাঁকড়ার বিভিন্ন পদ রান্না হত নিয়মিত। তবে এখন ডায়েট প্ল্যান-এর মধ্যে থাকায় তিনি খাওয়া-দাওয়ায় রাশ টেনেছেন অনেকটা। তবে তাঁর স্ত্রী ডোনার কিন্তু এখনও রবিবার মাংস না হলে চলে না। সৌরভ আরও বলেছেন, চিংড়ি মাছের মালাইকারি তাঁর খুবই পছন্দের একটি পদ। এমনকী ভাত, ডাল, পোস্ত খেতেও তিনি ভালবাসেন। তবে এখন সৌরভ প্রোটিন ডায়েট করেন। কারণ তাঁকে বিভিন্ন অ্যাড শুট করতে হয়। ফলে শরীর ফিট রাখতে হয় কাজের স্বার্থে।

পাকিস্তানে VIP নিরাপত্তা পেতো 'গদ্দার' জ্যোতি

Image
  পাকিস্তানে VIP নিরাপত্তা পেতো 'গদ্দার' জ্যোতি    'জ্যোতি মালহোত্রা' - হরিয়ানার ইউটিউবার এই নামটা এখন সারা ভারতে 'গদ্দার' বলে পরিচিত। ভারতের বহু তথ্য সে পাঠিয়েছে পাকিস্তানে। সম্প্রতি এক স্কটিশ ইউটিউবারের পোস্ট করা ভিডিওতে চাঞ্চল্যকর বিষয়টি উঠে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ছ’জন একে-৪৭ নিয়ে পাহারা দিচ্ছেন জ্যোতিকে। এতেই দানা বেঁধেছে রহস্য। স্কটিশ নাগরিক কলাম মিলি। ইউটিউবে কলাম অ্যাব্রোড নামে তাঁর একটি চ্যানেল রয়েছে। তিনি গত মার্চ মাসে পাকিস্তানে গিয়েছিলেন। লাহোরের আনারকলি মার্কেটে একটি ভিডিও বানাচ্ছিলেন। হঠাৎই দেখেন ‘নো ফিয়ার’ জ্যাকেট পরে হাতে একে-৪৭ নিয়ে ঘোরাঘুরি করছেন ছ’জন। এরপরেই জ্যোতির সঙ্গে তাঁর আলাপ হয়। ওই ইউটিউবারের কথায়, “পরে বুঝতে পারি ওই ছ’জন বন্দুকধারী মহিলা ইউটিউবারকে পাহারা দিচ্ছিলেন। যদিও বুঝতে পারিনি কেন ওরা মহিলা ইউটিউবারকে পাহারা দিচ্ছিল।”    কলাম আরও জানান, জ্যোতি তাঁকে বলেছিল পাকিস্তানের আপ্যায়নে তিনি মুগ্ধ। পাশাপাশি কলামকে জ্যোতি জিজ্ঞাসা করেন, এখনও পর্যন্ত কতবার কলাম পাকিস্তানে এসেছেন। তখনই কলাম জানতে পারেন জ্যোতি ভারতীয় ইউটিউবার। এই ভিডিও...

'বেতাব' ছবির সেই ছোট সানি এখন কে?

Image
    'বেতাব' ছবির সেই ছোট সানি এখন কে?   তাঁকে দেখলেই আট থেকে আশি বলে ওঠে, 'ইয়ে দিল, দিওয়ানা'। আবার বিশেষ করে মেয়েরা বলে, 'জানে কিউ মে তুঝকো হর পর সোচনা হুঁ'... আর ছেলেদের ফেভারিট, 'সূরয হুয়া মধ্যম, চাঁদ জ্বলনে লাগা'...। কিন্তু মজার ব্যাপার হল, গান নয়, তিনি প্রথম অভিনয়জগতে পা রেখেছিলেন। বাবার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। আশির দশকে প্রথম ছবি মুক্তি পায় ধর্মেন্দ্রের জ্যেষ্ঠ পুত্র সানি দেওলের, বেতাব। তাঁর কেরিয়ারের প্রথম ছবিতে সানির ছেলেবেলা ফুটিয়ে তুলেছিলেন এক শিশু অভিনেতা।   বর্তমানে তিনি বলিউডের শীর্ষে থাকা সঙ্গীতশিল্পী। কে এই ছোট্ট শিশুটি ধরতে পারলেন? এখন তাঁর গানের গলা-সুরে মুগ্ধ বিশ্বের কোটি কোটি মানুষ। ইনি সোনু নিগম। ‘বেতাব’ ছবিতে সোনুকে অভিনয় করতে দে‌খা গেলেও সেটি তাঁর প্রথম ছবি নয়। তার আগেও বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে। আশির দশকে ‘প্যারা দুশমন’, ‘উস্তাদি উস্তাদ সে’, ‘কামচোর’ নামের একাধিক হিন্দি ছবিতে শিশু অভিনেতা হিসাবে অভিনয় করেছিলেন সোনু। পরে সঙ্গীতের ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করলেও অভিনয়ের প্রতি আগ্রহ মুছে যায়নি সোনুর।

মিষ্টির নাম থেকে 'পাক' শব্দটি বাদ গেলো

Image
 মিষ্টির নাম থেকে 'পাক' শব্দটি বাদ গেলো    মহীশূরেরর বিশেষ মিষ্টির নাম নামকরণ হয়েছে শহরের নামেই৷ তাই তার নাম মহীশূর পাক বা মাইসুরু পাক৷ দীর্ঘ দিন ধরে জনপ্রিয়তার শিখরে থাকা এই সন্দেশের নাম এ বার সঙ্কটে৷ নামসঙ্কটে পড়ে মাইসোর পাকের নতুন পরিচয় হয়েছে ‘মাইসোর শ্রী’৷ রাজস্থানের জয়পুরের এক মিষ্টি দোকানের মালিক এই সিদ্ধান্ত নিয়েছে৷ ওই মিষ্টি বিক্রেতা জানিয়েছেন ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন৷ পহেলগাঁও জঙ্গি হানা তার পর অপারেশন সিঁদুরের পর তিনি মিষ্টির নাম থেকে ‘পাক’ শব্দটি বাদ দিয়েছেন৷ ওই মিষ্টি প্রস্তুতকারী তথা বিক্রেতার বক্তব্য, তাঁর কাছে ‘পাক’ শব্দটি পাকিস্তানের প্রতীক৷ তাই তিনি পাকের বদলে নামে এনেছেন ‘শ্রী’৷ কিন্তু সত্যিই কি তাই? মাইসোর পাক নামে কি পাকিস্তানের ছোঁয়া আছে? বিখ্যাত ভারতীয় মিষ্টি মাইসোর পাক আবিষ্কারকারী রাজকীয় রাঁধুনির প্রপৌত্র, সুস্বাদু খাবারটির নাম পরিবর্তনের সাম্প্রতিক প্রচেষ্টার তীব্র আপত্তি জানিয়েছেন। কাকাসুর মাদাপ্পা মহীশূর প্রাসাদের রান্নাঘরে প্রথম বার এই মিষ্টি তৈরি করেছিলেন৷ নাম পরিবর্তন প্রসঙ্গে তাঁর বংশধর বলেছেন, ‘‘এ...

কলমিশাক বহু খাদ্যগুনে ভরপুর

Image
  কলমিশাক বহু খাদ্যগুনে ভরপুর    বাঙালি রান্নাঘরে শাকের কোনও কমতি নেই। পালং শাক, কলমি শাক, লাল শাক, পুঁই শাক, কচু শাক, সর্ষে শাক, পাট শাক কোনটা ছেড়ে কোনটা খাবেন। কলমি শাক মূলত ভাজা খাওয়া হয়। গরমের দুপুরে জল ঢালা ভাতের সঙ্গে কলমি শাকের ভাজা জমে ওঠে। বিশেষজ্ঞের মতে, কলমি শাকে প্রচুর বিটা ক্যারোটিন, প্রচুর ভিটামিন সি যা শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, কলমি শাকে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন ও অন্যান্য জরুরি কিছু উপাদান। যে কারণে এই শাক খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়।   কলমি শাকের পুষ্টি তা অনেক পরিচিত শাকের থেকে অনেকটা বেশি৷ পুষ্টিবিদদের মতে, নিয়মিত কলমি শাক খেলে অনেক উপকার হতে পারে। কলমি শাকের রস সব থেকে উপকারি। তবে শাকের রস যদি একান্তই খেতে না পারেন, তা হলে অবশ্যই এটি দিয়ে বড়া তৈরি করে খেতে পারেন৷ ভাজা খাওয়ায় বিপুল উপকারের৷ কলমি শাক, বেগুন, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন কুচি থাকতে হয়৷ লঙ্কা ফোঁড়ন, পাঁচ ফোঁড়ন, নুন, সাদা তেল ও হলুদ গুঁড়ো৷ কলমি শাক এমন এক জিনিস, যা অনেকের হেঁসেলেই থাকে। পুকুর, জলাশয়ের পাশে ঝোপঝাড়ের মতো এই শাক ...

কেওড়া গাছের ফলকে অবহেলা করবেন না

Image
  কেওড়া গাছের ফলকে অবহেলা করবেন না    কেওড়া গাছ সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভিদ। এই গাছ নদী, খাল এবং খাঁড়ির ধারে জন্মায়। সুন্দরবন ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে কেওড়া একটি পরিচিত ও প্রিয় ফল। আকারে ছোট ও গোলাকার এই ফল দেখতে কিছুটা আমলকির মতো,এর স্বাদ টক বা অম্ল হয়। কেওড়া ফল শুধু স্বাদেই নয়, গুণেও অনন্য। এটি শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করে এবং নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। এই ফলে রয়েছে প্রচুর পলিফেনল, বিশেষ করে ক্যাটেকিন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট, যা মনকে চনমনে করে তোলে, দেহের কোষকে সুরক্ষা দেয়।   দেশি ফলের মধ্যে কেওড়া ও আমলকিতে সবচেয়ে বেশি পলিফেনল পাওয়া যায়। সমপরিমাণ আপেল বা কমলার চেয়েও কেওড়ায় বেশি পরিমাণ পলিফেনল ও অন্যান্য পুষ্টিকর উপাদান রয়েছে। পলিফেনল আমাদের শরীরের নানা জটিল রোগ যেমন ডায়াবেটিস, ক্যানসার, আর্থ্রাইটিস, হৃদরোগ, অ্যালার্জি, চোখের ছানি প্রতিরোধে ভূমিকা রাখে। কেওড়া ফল দিয়ে আচার ও চাটনি তৈরি করা যায়। এর স্বাদ যেমন ভাল, তেমনি এটি হজমে সহায়ক। সুন্দরবন এলাকায় কেওড়া সহজলভ্য, কারণ সুন্দরবনসংলগ্ন...

বাংলা ও ওড়িশার সীমানায় অবস্থিত এই রাজবাড়ি অনেক ইতিহাসের সাক্ষী

Image
  বাংলা ও ওড়িশার সীমানায় অবস্থিত এই রাজবাড়ি অনেক ইতিহাসের সাক্ষী    বাংলা এবং ওড়িশা সীমানা লাগোয়া, বর্তমানে ওড়িশা রাজ্যের অধীন এই রাজবাড়িশুধু ইতিহাস গবেষকদের কাছে ইতিহাসের এক আকর নয়, ভ্রমণপিপাসু মানুষের কাছে এক অন্যতম ডেস্টিনেশন। তবে নেপথ্যে রয়েছে মোগল ও পাঠানের যুদ্ধের এক ইতিহাসের কাহিনী। স্বাভাবিকভাবে গরমের ছুটিতে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করলে ঘুরে দেখতে পারেন বাংলা সীমানায় থাকা এই সুপ্রাচীন রাজবাড়ি। জানতে পারবেন নানা ইতিহাস। বিশাল বিশাল খিলান যুক্ত এই রাজবাড়ি, সাদা ধবধবে রাজবাড়ির রুচি ও সংস্কৃতি মিল রয়েছে বাংলার সঙ্গে।   পশ্চিমবঙ্গের খুব কাছেই এক প্রাচীন জনপদ লক্ষণনাথ। সুবর্ণরেখা নদীর তীরবর্তী এই এলাকার এককালে ছিল ব্যবসা-বাণিজ্যের বন্দর। এখান থেকেই চলত ব্যবসা। ইংরেজ শাসনের আগে তৎকালীন বাংলার অন্তর্গত জলেশ্বর এবং সংলগ্ন এলাকায় মোগল পাঠানের যুদ্ধের সময় এই লক্ষণনাথ এলাকায় সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে চলতো ব্যবসা বাণিজ্য। পরবর্তীতে ১৫৭৫ সালের পর পাঠানদের যুদ্ধে পরাস্ত করে মোগলরা। এরপর, বন্যার কারণে জলেশ্বর থেকে অনতিদূরে এবং সুবর্ণরেখা নদী কেন্দ্রে ...

নদীয়া কালিগঞ্জ উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ

Image
  নদীয়া কালিগঞ্জ উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ   তৃণমূল প্রথম তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিলো। বিজেপি, কংগ্রেস বা বামেরা এখন পর্যন্ত প্রার্থী ঠিক করে উঠতে পারে নি। নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় আগামী ১৯ জুন হবে উপনির্বাচন। মঙ্গলবার সেই লড়াইয়ের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের তরফে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে লড়াইয়ে এগিয়ে দেওয়া হয়েছে তরুণ মুখ আলিফা আহমেদকে। জানা যাচ্ছে, তিনি প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। বাবার শূন্যস্থান পূরণ করতে তাঁর উপরই ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২ ফেব্রুয়ারি নদিয়ার পলাশীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন কালীগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লাল। ৭১ বছর বয়সী বিধায়ককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।    ২০১১ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন নাসিরউদ্দিন। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। নিয়ম মেনে সেখানে উপনির্বাচন হচ্ছে। আগামী ১৯ তারিখ দেশের আরও বেশ কয়েকটি আস...